এই সময়ের উপস্থাপিকা নীল হুরেজাহান। উপস্থাপনায় তিনি দেশে বিদেশে বেশ সুনাম কুঁড়িয়েছেন বলে জানান তিনি। তবে এবার তার হাতে উপস্থাপনার জন্য উঠে এলো আন্তর্জাতিক সম্মাননা। গত ১৩ জুলাই কানাডার মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হলো ‘রং ইন্টারন্যাশনাল স্টার ও বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৫’। মন্ট্রিয়ালের শেরাটন লাভাল হোটেলে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই টেলিভিশন ও মিডিয়ার শ্রেষ্ঠ উপস্থাপিকা হিসেবে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। কানাডার মাটিতে এবারই প্রথম নীল হুরেজাহানের হাতে শ্রেষ্ঠ উপস্থাপিকার সম্মাননা উঠে এলো। নিজের এই আন্তর্জাতিক সম্মাননা প্রাপ্তির স্বীকৃতির বিশেষ বিশেষ মুহূর্তের ছবি নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন। নীল হুরেজাহান বলেন, ‘কিছুদিন আগেই নর্থ আমেরিকা ট্যুরে বেরিয়েছি। টেলিভিশন ও মিডিয়ায় উপস্থাপক হিসেবে সুনামের সঙ্গে সুন্দরভাবে সফলতার সঙ্গে কাজ করার স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ উপস্থাপিকা হিসেবে এই সম্মাননায় ভূষিত হয়েছি গত ১৩ জুলাই। কৃতজ্ঞতা আমার ভক্ত দর্শকের প্রতিও।’ নীল হুরেজাহান জানান আগামী ১৯ ও ২০ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করবেন তিনি।
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
এই সময়ের উপস্থাপিকা নীল হুরেজাহান। উপস্থাপনায় তিনি দেশে বিদেশে বেশ সুনাম কুঁড়িয়েছেন বলে জানান তিনি। তবে এবার তার হাতে উপস্থাপনার জন্য উঠে এলো আন্তর্জাতিক সম্মাননা। গত ১৩ জুলাই কানাডার মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হলো ‘রং ইন্টারন্যাশনাল স্টার ও বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৫’। মন্ট্রিয়ালের শেরাটন লাভাল হোটেলে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই টেলিভিশন ও মিডিয়ার শ্রেষ্ঠ উপস্থাপিকা হিসেবে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। কানাডার মাটিতে এবারই প্রথম নীল হুরেজাহানের হাতে শ্রেষ্ঠ উপস্থাপিকার সম্মাননা উঠে এলো। নিজের এই আন্তর্জাতিক সম্মাননা প্রাপ্তির স্বীকৃতির বিশেষ বিশেষ মুহূর্তের ছবি নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন। নীল হুরেজাহান বলেন, ‘কিছুদিন আগেই নর্থ আমেরিকা ট্যুরে বেরিয়েছি। টেলিভিশন ও মিডিয়ায় উপস্থাপক হিসেবে সুনামের সঙ্গে সুন্দরভাবে সফলতার সঙ্গে কাজ করার স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ উপস্থাপিকা হিসেবে এই সম্মাননায় ভূষিত হয়েছি গত ১৩ জুলাই। কৃতজ্ঞতা আমার ভক্ত দর্শকের প্রতিও।’ নীল হুরেজাহান জানান আগামী ১৯ ও ২০ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করবেন তিনি।