চলতি সময়ের আলোচিত গায়িকা জিনিয়া জাফরিন লুইপা। আধুনিক গান দিয়েই তিনি শ্রোতা-দর্শকের মন জয় করে নিয়েছিলেন। তবে এ সময়ে এসে ফোক গান প্রকাশেও তিনি ভীষণ মনোযোগী হয়ে উঠেছেন। এরই মধ্যে আরটিভি মিউজিকে ‘ফোক স্টেশনÑ সিজন সিক্স’-এ প্রকাশিত হয়েছে লুইপার কণ্ঠে ‘আশিকজন দিওয়ানা’ গানটি। গানটির কথা ও সুর গণি পাগলের। গানটির সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন। গানটির মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন নূর হোসেন হীরা। ফোক গানে নিয়মিত হওয়া এবং নতুন গান প্রসঙ্গে লুইপা বলেন, ‘আরটিভি মিউজিকের ফোক স্টেশনের এত ভীষণ জনপ্রিয় একটি আয়োজনে আমার গাওয়া ফোক গানগুলোর এত সুন্দর করে উপস্থাপন করা হচ্ছে, এটা ভাবতেই ভালো লাগে। কৃতজ্ঞতা এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে। এর আগে আরও দুটি গান এ আয়োজনে গেয়েছি। আমার দর্শকরা জানিয়েছেন, এ আয়োজনে আমার উপস্থিতি তাদের মুগ্ধ করেছে। এটাই আমার অনেক বড় প্রাপ্তি। কারণ আমাদের সব কষ্ট, সব শ্রম সার্থক হয় যখন শ্রোতা-দর্শক বলেন গান তাদের ভালো লাগছে। আমি ফোক গানে আগামীতে আরও মনোযোগী হবো।’
বুধবার, ১৬ জুলাই ২০২৫
চলতি সময়ের আলোচিত গায়িকা জিনিয়া জাফরিন লুইপা। আধুনিক গান দিয়েই তিনি শ্রোতা-দর্শকের মন জয় করে নিয়েছিলেন। তবে এ সময়ে এসে ফোক গান প্রকাশেও তিনি ভীষণ মনোযোগী হয়ে উঠেছেন। এরই মধ্যে আরটিভি মিউজিকে ‘ফোক স্টেশনÑ সিজন সিক্স’-এ প্রকাশিত হয়েছে লুইপার কণ্ঠে ‘আশিকজন দিওয়ানা’ গানটি। গানটির কথা ও সুর গণি পাগলের। গানটির সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন। গানটির মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন নূর হোসেন হীরা। ফোক গানে নিয়মিত হওয়া এবং নতুন গান প্রসঙ্গে লুইপা বলেন, ‘আরটিভি মিউজিকের ফোক স্টেশনের এত ভীষণ জনপ্রিয় একটি আয়োজনে আমার গাওয়া ফোক গানগুলোর এত সুন্দর করে উপস্থাপন করা হচ্ছে, এটা ভাবতেই ভালো লাগে। কৃতজ্ঞতা এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে। এর আগে আরও দুটি গান এ আয়োজনে গেয়েছি। আমার দর্শকরা জানিয়েছেন, এ আয়োজনে আমার উপস্থিতি তাদের মুগ্ধ করেছে। এটাই আমার অনেক বড় প্রাপ্তি। কারণ আমাদের সব কষ্ট, সব শ্রম সার্থক হয় যখন শ্রোতা-দর্শক বলেন গান তাদের ভালো লাগছে। আমি ফোক গানে আগামীতে আরও মনোযোগী হবো।’