বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হতে যাচ্ছে ‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’-এর প্রযোজনা (পেন্ডামিক ভার্সন) ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’। আগামীকাল সন্ধ্যা ৭টায় ও রাত ৮টায় নাটকটির দুটি শো মঞ্চস্থ হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার। ৪০ মিনিটের এই মঞ্চ নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় হবে দুটি শো। এ নাটকে অভিনয় করেছেন চিন্তামন তুষার, মানিসা অর্চি, তোতো তিমথীয়, ওমর ফারুক। নাটকটির পটভূমি নিয়ে আশীষ খন্দকার বলেন, ‘একদিন আমি আমার মেয়ে মৃন্ময়ীর সঙ্গে বসেছিলাম। সে তেল রং-এ একটা ছবি আঁকছিল, দুটো লোক অন্ধকারে
হেঁটে চলেছে। সেখান থেকেই এই নাটকটির বীজ আমার মাথায় আসে। অনেকটা সময় গবেষণার পর ওই ছোট্ট একটা বীজ থেকে ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকের পটভূমি দাঁড় করিয়েছি।’ তিনি বলেন, ‘ওইদিন আমি অবাক হয়ে মৃন্ময়ীর ব্যাখ্যাটা শুনছিলাম। ও রূপকথার গল্প থেকে এই চরিত্র দুটো এঁকেছে আর অদ্ভুতভাবে এই গল্প প্রাচ্য-পাশ্চাত্যে যুগ যুগ ধরে বেঁচে থাকা চিরাচরিত রূপকথার গল্প। যে গল্পটা আবার ঘুরিয়ে দেখলে আমরা দেখতে পাই আমাদের এই ঘুনে ধরা, পঁচাগলা সমাজের বাস্তবতাও।’ ‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’ নিয়মিতই ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকটি করে আসছে। আশীষ খন্দকার জানান, নাটকটি দেখতে আগ্রহীরা অনলাইনেওটিকিট বুকিং দিতে পারবেন।
বুধবার, ১৬ জুলাই ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হতে যাচ্ছে ‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’-এর প্রযোজনা (পেন্ডামিক ভার্সন) ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’। আগামীকাল সন্ধ্যা ৭টায় ও রাত ৮টায় নাটকটির দুটি শো মঞ্চস্থ হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার। ৪০ মিনিটের এই মঞ্চ নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় হবে দুটি শো। এ নাটকে অভিনয় করেছেন চিন্তামন তুষার, মানিসা অর্চি, তোতো তিমথীয়, ওমর ফারুক। নাটকটির পটভূমি নিয়ে আশীষ খন্দকার বলেন, ‘একদিন আমি আমার মেয়ে মৃন্ময়ীর সঙ্গে বসেছিলাম। সে তেল রং-এ একটা ছবি আঁকছিল, দুটো লোক অন্ধকারে
হেঁটে চলেছে। সেখান থেকেই এই নাটকটির বীজ আমার মাথায় আসে। অনেকটা সময় গবেষণার পর ওই ছোট্ট একটা বীজ থেকে ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকের পটভূমি দাঁড় করিয়েছি।’ তিনি বলেন, ‘ওইদিন আমি অবাক হয়ে মৃন্ময়ীর ব্যাখ্যাটা শুনছিলাম। ও রূপকথার গল্প থেকে এই চরিত্র দুটো এঁকেছে আর অদ্ভুতভাবে এই গল্প প্রাচ্য-পাশ্চাত্যে যুগ যুগ ধরে বেঁচে থাকা চিরাচরিত রূপকথার গল্প। যে গল্পটা আবার ঘুরিয়ে দেখলে আমরা দেখতে পাই আমাদের এই ঘুনে ধরা, পঁচাগলা সমাজের বাস্তবতাও।’ ‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’ নিয়মিতই ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকটি করে আসছে। আশীষ খন্দকার জানান, নাটকটি দেখতে আগ্রহীরা অনলাইনেওটিকিট বুকিং দিতে পারবেন।