গত বছরের সিনেমা ‘দেয়ালের দেশ’। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্র শবনম বুবলী এবং শরিফুল রাজের অভিনয়ের প্রশংসা করেন দর্শকরা। সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনি। সিনেমাটি এবার মুক্তি পেল ওটিটি প্লাটফর্ম চরকিতে। আজ থেকে এই প্লাটফর্মে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। এতে করে বিশ্বজুড়ে সিনেপ্রেমীরা খুব সহজেই দেখে নিতে পারবেন সিনেমাটি। ১৫ জুলাই সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার। সেখানে নিশ্চিত করা হয়েছে মুক্তির তথ্যটিÑ যার ক্যাপশনে লেখা, ‘জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের এত দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল।’ মিস্ট্রি, রোমান্স ঘরানার সিনেমা ‘দেয়ালের দেশ’। সিনেমায় নহর চরিত্রে বুবলী এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তাদের অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এ প্রেম সত্যি অন্যরকম, সিনেমায় যার শুরু হাসপাতালের মর্গ থেকে। সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন প্রমুখ। চরকিতে ‘দেয়ালের দেশ’ মুক্তি নিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মিশুক মনি বলেন, ‘আমার মনে হয়েছে দেয়ালের দেশ সিনেমাটির দর্শক আর চরকির দর্শকের মিল রয়েছে। সিনেমা রিলিজের পর থেকেই রোজদিন বিভিন্ন মাধ্যমে বহু মানুষ ছবিটি দেখার আগ্রহ জানিয়েছে। খানিকটা দেরিতে
ওটিটিতে মুক্তি পাচ্ছে তবুও এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসের সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশে-বিদেশের দর্শকরা এখন সজেই সিনেমাটি দেখতে পারবেন।’ বুবলী বলেছিলেন, ‘আমার জন্য এ ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল। কারণ তখনও আমি পুরো কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে যাবে এই ছবির মাধ্যমে।’ ২০২১ সালে সিনেমাটি পায় সরকারি অনুদান। সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি।
বুধবার, ১৬ জুলাই ২০২৫
গত বছরের সিনেমা ‘দেয়ালের দেশ’। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্র শবনম বুবলী এবং শরিফুল রাজের অভিনয়ের প্রশংসা করেন দর্শকরা। সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনি। সিনেমাটি এবার মুক্তি পেল ওটিটি প্লাটফর্ম চরকিতে। আজ থেকে এই প্লাটফর্মে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। এতে করে বিশ্বজুড়ে সিনেপ্রেমীরা খুব সহজেই দেখে নিতে পারবেন সিনেমাটি। ১৫ জুলাই সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার। সেখানে নিশ্চিত করা হয়েছে মুক্তির তথ্যটিÑ যার ক্যাপশনে লেখা, ‘জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের এত দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল।’ মিস্ট্রি, রোমান্স ঘরানার সিনেমা ‘দেয়ালের দেশ’। সিনেমায় নহর চরিত্রে বুবলী এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তাদের অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এ প্রেম সত্যি অন্যরকম, সিনেমায় যার শুরু হাসপাতালের মর্গ থেকে। সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন প্রমুখ। চরকিতে ‘দেয়ালের দেশ’ মুক্তি নিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মিশুক মনি বলেন, ‘আমার মনে হয়েছে দেয়ালের দেশ সিনেমাটির দর্শক আর চরকির দর্শকের মিল রয়েছে। সিনেমা রিলিজের পর থেকেই রোজদিন বিভিন্ন মাধ্যমে বহু মানুষ ছবিটি দেখার আগ্রহ জানিয়েছে। খানিকটা দেরিতে
ওটিটিতে মুক্তি পাচ্ছে তবুও এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসের সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশে-বিদেশের দর্শকরা এখন সজেই সিনেমাটি দেখতে পারবেন।’ বুবলী বলেছিলেন, ‘আমার জন্য এ ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল। কারণ তখনও আমি পুরো কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে যাবে এই ছবির মাধ্যমে।’ ২০২১ সালে সিনেমাটি পায় সরকারি অনুদান। সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি।