মরমি বাউলসাধক লালন শাহের জীবন ও আখড়াকেন্দ্রিক বিকাশ নিয়ে ঢাকার স্বনামধন্য নাট্যসংগঠন ‘থিয়েটার’ প্রযোজনা করেছে নাটক ‘বারামখানা’। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মনের মানুষ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার।১৯ জুলাই সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নিলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। নিশ্চিত করেছেন নির্দেশক ত্রপা মজুমদার। থিয়েটারে ৪১তম প্রযোজনা এটি। ‘বারামখানা’য় অভিনয়ে আছেন রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, তানজুম আরা পল্লী, তামান্না ইসলাম, কাওসার রাজীব, আবদুল্লাহ আল মামুন জুয়েল, রাশেদুল আওয়াল শাওন, ইসমত আরা, রবিন বসাক, নূরে খোদা মাসুক সিদ্দিক, সফিউর রহমান মানু, জোয়ারদার সাইফ, তানভীর হোসেন সামদানী, মোহাম্মদ আতিকুর রহমান, কল্যাণ চৌধুরী, এরশাদ হাসান, জোয়ারদার সাইফ, রবিন বসাক, আসমা হেনা, পরেশ আচার্য্য, নূরে খোদা মাসুক সিদ্দিক, শেকানুল ইসলাম শাহী, মারুফ কবির, কানিজ ফাতেমা সোনিয়া, কল্যাণ চৌধুরী, তাহমিনা স্মৃতি, শেকানুল ইসলাম শাহী প্রমুখ। নাট্য নির্মাণের বিভিন্ন পর্বে সংগীত দলে রয়েছেন, কার্তিক, বিশ্বজিৎ বৈরাগী, তন্ময় ঘোষ, পল্লী, স্মৃতি, কল্যাণ, রবিন, তানভীর, রাজীব, হেনা, ইসমত, আতিক। মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম। পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিকা জলি। সংগীত-পরিকল্পনায় কার্তিক। লাঠিখেলা পরিচালনায় সাইদুর রহমান লিপন এবং মঞ্চ-ব্যবস্থাপনায় থাকছেন খুরশীদ আলম।
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
মরমি বাউলসাধক লালন শাহের জীবন ও আখড়াকেন্দ্রিক বিকাশ নিয়ে ঢাকার স্বনামধন্য নাট্যসংগঠন ‘থিয়েটার’ প্রযোজনা করেছে নাটক ‘বারামখানা’। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মনের মানুষ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার।১৯ জুলাই সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নিলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। নিশ্চিত করেছেন নির্দেশক ত্রপা মজুমদার। থিয়েটারে ৪১তম প্রযোজনা এটি। ‘বারামখানা’য় অভিনয়ে আছেন রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, তানজুম আরা পল্লী, তামান্না ইসলাম, কাওসার রাজীব, আবদুল্লাহ আল মামুন জুয়েল, রাশেদুল আওয়াল শাওন, ইসমত আরা, রবিন বসাক, নূরে খোদা মাসুক সিদ্দিক, সফিউর রহমান মানু, জোয়ারদার সাইফ, তানভীর হোসেন সামদানী, মোহাম্মদ আতিকুর রহমান, কল্যাণ চৌধুরী, এরশাদ হাসান, জোয়ারদার সাইফ, রবিন বসাক, আসমা হেনা, পরেশ আচার্য্য, নূরে খোদা মাসুক সিদ্দিক, শেকানুল ইসলাম শাহী, মারুফ কবির, কানিজ ফাতেমা সোনিয়া, কল্যাণ চৌধুরী, তাহমিনা স্মৃতি, শেকানুল ইসলাম শাহী প্রমুখ। নাট্য নির্মাণের বিভিন্ন পর্বে সংগীত দলে রয়েছেন, কার্তিক, বিশ্বজিৎ বৈরাগী, তন্ময় ঘোষ, পল্লী, স্মৃতি, কল্যাণ, রবিন, তানভীর, রাজীব, হেনা, ইসমত, আতিক। মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম। পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিকা জলি। সংগীত-পরিকল্পনায় কার্তিক। লাঠিখেলা পরিচালনায় সাইদুর রহমান লিপন এবং মঞ্চ-ব্যবস্থাপনায় থাকছেন খুরশীদ আলম।