দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোল মেট’ চূড়ান্ত হয়েছে রাশিয়ার একটি চলচ্চিত্র উৎসবে। মস্কোতে শুরু হওয়া নতুন এই ফেস্টিভালটির নাম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভার আন্তারিজ’। উৎসবের অফিশিয়াল কমপিটিশনে প্রতিযোগিতা করবে সিনেমাটি।‘সোল মেট’ সিনেমাটির নির্মাতা আদেল ইমাম অনুপ। তরুণ ও নবীন এ নির্মাতার এটিই প্রথম নির্মাণ। আর শুরুতেই দেশের গ-ি পেরিয়ে গেলেন অনুপ। ৬ আগস্ট শুরু হচ্ছে উৎসবটি। রাশিয়ার মস্কোতে এটি চলবে ১০ আগস্ট পর্যন্ত। উৎসবের ডকুমেন্ট্রি ফিল্ম কম্পিটিশনে জায়গা করে নিয়েছে ৪ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি। উৎসব কতৃপক্ষ ই–মেইল বার্তায় তথ্যগুলো নিশ্চিত করেছেন। সঙ্গে জানিয়েছে, ‘সোল মেট’র জন্য এটি সত্যিই একটি অসাধারণ অর্জন। কারণ বিভিন্ন দেশ থেকে ২ হাজার ৪০০ টিরও বেশি চলচ্চিত্র জমা পড়ে উৎসবে অংশগ্রহণের জন্য। তার মধ্যে থেকে ২৯টি দেশের ১০৪টি চলচ্চিত্র চূড়ান্ত প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়েছে। ‘সোল মেট’ সেইসব সেরাদের একটি। নির্মাতা আদেল ইমাম অনুপ বলেন, ‘আমার মতো নতুন স্বাধীন চলচ্চিত্র নির্মাতার কোনো কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়াটা সত্যি সম্মানের। আমার কাছে এটা অবিশ্বাস্যও বটে। আমাদের কাজ করাটাই বেশ কঠিন, নানান সীমাবদ্ধতা থাকে। তারপরও কিছু মানুষ আমাকে বিশ্বাস করে কাজে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।’ অনুপ জানান, তার স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি মূলত এক জোড়া জুতার গল্প। জুতা যদি অনুভূতি ব্যক্ত করতে পারত, তাহলে সে কী বলতে পারত এবং তার শেষ পরিণতি কী হয়, সেটাই দেখান হয়েছে সিনেমায়। এ সিনেমায় কোনো মানুষের মুখ দেখানো হয়নি। শুধু পায়ের অংশ দেখিয়ে করা হয়েছে দৃশ্যধারণ। এই শুটিংয়ে অংশ নেন কনক খন্দকার। গল্পটি বলা হয়েছে ভয়েস ওভারের মাধ্যমে। তাতে কণ্ঠ দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল।
‘সোল মেট’ এর এখন পর্যন্ত দুটি প্রদর্শনী হয়েছে ঢাকায়। এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার ফেস্ট’ (এফএনএফ) সিজন ওয়ানে, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। ‘সোল মেট’ ছবির গল্প লিখেছেন আদেল ইমাম অনুপ এবং রেজওয়ান কবির কল্লোল। চিত্রনাট্য করেছেন শেখ কোরাশানী, সম্পাদনা ও সিনেমাটোগ্রাফি করেছেন আসাদুজ্জামান আবীর, সহকারী সিনেমাটোগ্রার হিসেবে কাজ করেছেন ফজলে রাব্বী।
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোল মেট’ চূড়ান্ত হয়েছে রাশিয়ার একটি চলচ্চিত্র উৎসবে। মস্কোতে শুরু হওয়া নতুন এই ফেস্টিভালটির নাম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভার আন্তারিজ’। উৎসবের অফিশিয়াল কমপিটিশনে প্রতিযোগিতা করবে সিনেমাটি।‘সোল মেট’ সিনেমাটির নির্মাতা আদেল ইমাম অনুপ। তরুণ ও নবীন এ নির্মাতার এটিই প্রথম নির্মাণ। আর শুরুতেই দেশের গ-ি পেরিয়ে গেলেন অনুপ। ৬ আগস্ট শুরু হচ্ছে উৎসবটি। রাশিয়ার মস্কোতে এটি চলবে ১০ আগস্ট পর্যন্ত। উৎসবের ডকুমেন্ট্রি ফিল্ম কম্পিটিশনে জায়গা করে নিয়েছে ৪ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি। উৎসব কতৃপক্ষ ই–মেইল বার্তায় তথ্যগুলো নিশ্চিত করেছেন। সঙ্গে জানিয়েছে, ‘সোল মেট’র জন্য এটি সত্যিই একটি অসাধারণ অর্জন। কারণ বিভিন্ন দেশ থেকে ২ হাজার ৪০০ টিরও বেশি চলচ্চিত্র জমা পড়ে উৎসবে অংশগ্রহণের জন্য। তার মধ্যে থেকে ২৯টি দেশের ১০৪টি চলচ্চিত্র চূড়ান্ত প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়েছে। ‘সোল মেট’ সেইসব সেরাদের একটি। নির্মাতা আদেল ইমাম অনুপ বলেন, ‘আমার মতো নতুন স্বাধীন চলচ্চিত্র নির্মাতার কোনো কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়াটা সত্যি সম্মানের। আমার কাছে এটা অবিশ্বাস্যও বটে। আমাদের কাজ করাটাই বেশ কঠিন, নানান সীমাবদ্ধতা থাকে। তারপরও কিছু মানুষ আমাকে বিশ্বাস করে কাজে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।’ অনুপ জানান, তার স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি মূলত এক জোড়া জুতার গল্প। জুতা যদি অনুভূতি ব্যক্ত করতে পারত, তাহলে সে কী বলতে পারত এবং তার শেষ পরিণতি কী হয়, সেটাই দেখান হয়েছে সিনেমায়। এ সিনেমায় কোনো মানুষের মুখ দেখানো হয়নি। শুধু পায়ের অংশ দেখিয়ে করা হয়েছে দৃশ্যধারণ। এই শুটিংয়ে অংশ নেন কনক খন্দকার। গল্পটি বলা হয়েছে ভয়েস ওভারের মাধ্যমে। তাতে কণ্ঠ দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল।
‘সোল মেট’ এর এখন পর্যন্ত দুটি প্রদর্শনী হয়েছে ঢাকায়। এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার ফেস্ট’ (এফএনএফ) সিজন ওয়ানে, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। ‘সোল মেট’ ছবির গল্প লিখেছেন আদেল ইমাম অনুপ এবং রেজওয়ান কবির কল্লোল। চিত্রনাট্য করেছেন শেখ কোরাশানী, সম্পাদনা ও সিনেমাটোগ্রাফি করেছেন আসাদুজ্জামান আবীর, সহকারী সিনেমাটোগ্রার হিসেবে কাজ করেছেন ফজলে রাব্বী।