বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের অভিনেতা আরশ খান। অভিনয়ে সুন্দর ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়েই তিনি অভিনয়ের দুনিয়ায় পা রেখেছিলেন। আরশ জানান , অভিনয়ের শুরুর দিনকালটা ছিলো অনেক কষ্টের অনেক সংগ্রামের। একটু একটু করে তিনি যখন অভিনয় করতে শুরু করেন, কেন যেন মনে হচ্ছিলো তার যে স্বপ্ন নিয়ে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছিলেন, তা যেন পূরণ হচ্ছেনা। কিন্তু তাতে হতাশ হয়ে যাননি তিনি। কষ্ট করে বুকে স্বপ্ন লালন করেই আরশ এগিয়ে যেতে থাকেন ধৈর্য্য ধরে। আরশের ভাষ্যমতে, ক্যারিয়ারের শুরু থেকে যাদের নির্দেশনায় তিনি একের পর এক নাটকে অভিনয় করছিলেন। এখনো ঘুরে ফিরে তারাই তাকে নিয়ে নাটক নির্মাণ করছেন। প্রযোজক পরিচালক যেমন চাননি তাকে রিপ্লেস করতে, আরশও চাননি তাদের রিপ্লেস করতে। সাম্প্রতিক সময়ে সকাল আহমেদ’র নতুন একটি নাটকে আরশ অভিনয় করেছেন। নাটকের নাম‘প্রথম হারালো মন’। এতে আরশের বিপরীতে অভিনয় করেছেন জিম। আরশ খান বলেন, ‘ নিজের অবস্থান নিয়ে বেশ সন্তুষ্ট আমি। একদিন অভিনেতা হবো, অভিনয়ের দুনিয়ায় কাজ করবো-এই স্বপ্নটা ছিলো। যে কারণে শুরুতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে। কিন্তু কেন যেন ব্যাটে বলে মিলছিলোনা। হতাশ না হয়ে আমি আরো উদ্যমী হয়ে এগিয়ে গিয়েছি। আজ যতোটকুই আমার অবস্থান, এর নেপথ্যে ডে ওয়ান থেকে আজ অবধি যারা আমার সঙ্গে ছিলেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাকে আরো বহুদূর যেতে হবে, যে স্বপ্ন নিয়ে এসেছি আমি সেই স্বপ্ন আমার শতভাগ পূরণ করতে হবে।’
সোমবার, ২১ জুলাই ২০২৫
বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের অভিনেতা আরশ খান। অভিনয়ে সুন্দর ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়েই তিনি অভিনয়ের দুনিয়ায় পা রেখেছিলেন। আরশ জানান , অভিনয়ের শুরুর দিনকালটা ছিলো অনেক কষ্টের অনেক সংগ্রামের। একটু একটু করে তিনি যখন অভিনয় করতে শুরু করেন, কেন যেন মনে হচ্ছিলো তার যে স্বপ্ন নিয়ে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছিলেন, তা যেন পূরণ হচ্ছেনা। কিন্তু তাতে হতাশ হয়ে যাননি তিনি। কষ্ট করে বুকে স্বপ্ন লালন করেই আরশ এগিয়ে যেতে থাকেন ধৈর্য্য ধরে। আরশের ভাষ্যমতে, ক্যারিয়ারের শুরু থেকে যাদের নির্দেশনায় তিনি একের পর এক নাটকে অভিনয় করছিলেন। এখনো ঘুরে ফিরে তারাই তাকে নিয়ে নাটক নির্মাণ করছেন। প্রযোজক পরিচালক যেমন চাননি তাকে রিপ্লেস করতে, আরশও চাননি তাদের রিপ্লেস করতে। সাম্প্রতিক সময়ে সকাল আহমেদ’র নতুন একটি নাটকে আরশ অভিনয় করেছেন। নাটকের নাম‘প্রথম হারালো মন’। এতে আরশের বিপরীতে অভিনয় করেছেন জিম। আরশ খান বলেন, ‘ নিজের অবস্থান নিয়ে বেশ সন্তুষ্ট আমি। একদিন অভিনেতা হবো, অভিনয়ের দুনিয়ায় কাজ করবো-এই স্বপ্নটা ছিলো। যে কারণে শুরুতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে। কিন্তু কেন যেন ব্যাটে বলে মিলছিলোনা। হতাশ না হয়ে আমি আরো উদ্যমী হয়ে এগিয়ে গিয়েছি। আজ যতোটকুই আমার অবস্থান, এর নেপথ্যে ডে ওয়ান থেকে আজ অবধি যারা আমার সঙ্গে ছিলেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাকে আরো বহুদূর যেতে হবে, যে স্বপ্ন নিয়ে এসেছি আমি সেই স্বপ্ন আমার শতভাগ পূরণ করতে হবে।’