বেশ লম্বা সময় প্লেব্যাক থেকে দূরেছিলেন মনির খান। এবার বিরতি ভেঙে তিনি ফিরেছেন সিনেমার গানে। সম্প্রতি পাতলা খান নির্মিত ‘যন্ত্রণার আগুন’ সিনেমায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন মনির। এর সংগীতায়োজন করেছেন বাবলুর রহমান। রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে রেকর্ডিংয়ে অংশ নেন এই শিল্পী। এ বিষয়ে মনির খান বলেন, ‘বেশ লম্বা বিরতির পর অসাধারণ কথার সিনেমার গান গাইতে পেরে ভালোই লাগছে। একসময় সিনেমায় প্রচুর গান করেছি। দিনরাত ব্যস্ততা লেগেই থাকত। সিনেমার যে গানগুলোতে আমার কণ্ঠ প্রয়োজন নির্মাতারা সেই গানের জন্য এখন আমাকে ডাকছেন। সময় সুযোগ পেলে সিনেমার গান করছি। এখন তরুণ শিল্পীরাই প্লেব্যাকে করছেন বেশি। শ্রোতা তা পছন্দও করছেন। তাদের তো জায়গা ছেড়ে দিতে হবে।’ বলা প্রয়োজন, সংগীতজগতে মনির খানের পথচলা কয়েক দশকের। ১৯৯৬ সালের ২৫ নভেম্বর, বিউটি কর্নারের ব্যানারে তার প্রথম অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ প্রকাশ হয়। রীতিমত ধন্য ধন্য পড়ে যায় সেসময়। এরপর পেরিয়ে গেছে ২৯ বছর প্রকাশ পেয়েছে মনির খানের ৪৩টি একক অ্যালবাম। যার প্রতিটি হিট।
রয়েছে তিন শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামের রেকর্ড। শূন্য দশকের পুরোটা তিনি শাসন করেছেন একসঙ্গে, অডিও ও প্লেব্যাকে। পেয়েছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সোমবার, ২১ জুলাই ২০২৫
বেশ লম্বা সময় প্লেব্যাক থেকে দূরেছিলেন মনির খান। এবার বিরতি ভেঙে তিনি ফিরেছেন সিনেমার গানে। সম্প্রতি পাতলা খান নির্মিত ‘যন্ত্রণার আগুন’ সিনেমায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন মনির। এর সংগীতায়োজন করেছেন বাবলুর রহমান। রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে রেকর্ডিংয়ে অংশ নেন এই শিল্পী। এ বিষয়ে মনির খান বলেন, ‘বেশ লম্বা বিরতির পর অসাধারণ কথার সিনেমার গান গাইতে পেরে ভালোই লাগছে। একসময় সিনেমায় প্রচুর গান করেছি। দিনরাত ব্যস্ততা লেগেই থাকত। সিনেমার যে গানগুলোতে আমার কণ্ঠ প্রয়োজন নির্মাতারা সেই গানের জন্য এখন আমাকে ডাকছেন। সময় সুযোগ পেলে সিনেমার গান করছি। এখন তরুণ শিল্পীরাই প্লেব্যাকে করছেন বেশি। শ্রোতা তা পছন্দও করছেন। তাদের তো জায়গা ছেড়ে দিতে হবে।’ বলা প্রয়োজন, সংগীতজগতে মনির খানের পথচলা কয়েক দশকের। ১৯৯৬ সালের ২৫ নভেম্বর, বিউটি কর্নারের ব্যানারে তার প্রথম অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ প্রকাশ হয়। রীতিমত ধন্য ধন্য পড়ে যায় সেসময়। এরপর পেরিয়ে গেছে ২৯ বছর প্রকাশ পেয়েছে মনির খানের ৪৩টি একক অ্যালবাম। যার প্রতিটি হিট।
রয়েছে তিন শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামের রেকর্ড। শূন্য দশকের পুরোটা তিনি শাসন করেছেন একসঙ্গে, অডিও ও প্লেব্যাকে। পেয়েছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।