শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছেন তরুণ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে একটি নাটকের শুটিং করছিলেন তিনি। শুটিং ইউনিটের লাইটের স্ট্যান্ডের আঘাত লেগে হোঁচট খেয়ে দুই পায়ে মারাত্মক চোট পেয়েছেন অভিনেত্রী।সুনেরাহ বলেন, ‘আমার একটি দৃশ্য ছিল ঘোরার। ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যাই। দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে যায়। অনেক রক্তক্ষরণ হচ্ছিল, এরপর প্রাথমিক ট্রিটমেন্ট নেই। প্রথম দিকে যখন অনেক রক্ত বের হচ্ছিল তখন খুব একটা
ব্যথা করেনি কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে।’ তবে পায়ে কোনো ফ্র্যাকচার হয়েছে কি না, এখনো সঠিকভাবে বলতে পারছেন না অভিনেত্রী। ২০১১ সালে র্যাম্প মডেলিং শুরু করেন সুনেরাহ বিনতে কামাল। এছাড়া থিয়েটারেও অভিনয় করেছেন। চলচ্চিত্র জগতে পদার্পণ করেন স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি ‘ন ডরাই’-এর মাধ্যমে। এই চলচ্চিত্র অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ অভিনেত্রীর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ন ডরাই’, ‘মশারী’, ‘অন্তর্জাল’ ইত্যাদি। এরই মধ্যে বেশ কিছু নতুন কাজ নিয়ে ব্যস্ততম সময় পার করছেন সুনেরাহ।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছেন তরুণ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে একটি নাটকের শুটিং করছিলেন তিনি। শুটিং ইউনিটের লাইটের স্ট্যান্ডের আঘাত লেগে হোঁচট খেয়ে দুই পায়ে মারাত্মক চোট পেয়েছেন অভিনেত্রী।সুনেরাহ বলেন, ‘আমার একটি দৃশ্য ছিল ঘোরার। ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যাই। দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে যায়। অনেক রক্তক্ষরণ হচ্ছিল, এরপর প্রাথমিক ট্রিটমেন্ট নেই। প্রথম দিকে যখন অনেক রক্ত বের হচ্ছিল তখন খুব একটা
ব্যথা করেনি কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে।’ তবে পায়ে কোনো ফ্র্যাকচার হয়েছে কি না, এখনো সঠিকভাবে বলতে পারছেন না অভিনেত্রী। ২০১১ সালে র্যাম্প মডেলিং শুরু করেন সুনেরাহ বিনতে কামাল। এছাড়া থিয়েটারেও অভিনয় করেছেন। চলচ্চিত্র জগতে পদার্পণ করেন স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি ‘ন ডরাই’-এর মাধ্যমে। এই চলচ্চিত্র অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ অভিনেত্রীর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ন ডরাই’, ‘মশারী’, ‘অন্তর্জাল’ ইত্যাদি। এরই মধ্যে বেশ কিছু নতুন কাজ নিয়ে ব্যস্ততম সময় পার করছেন সুনেরাহ।