এবারের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্থানের কাহিনি অবলম্বনে নির্মিত রাজনৈতিক থ্রিলার ‘দ্য উইজার্ড অব ক্রেমলিন’। মুভিটি পরিচালনা করেছেন খ্যাতনামা ফরাসি নির্মাতা অলিভিয়ের অ্যাসায়াস। এতে পুতিনের ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ তারকা জুড ল। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আমেরিকান অভিনেতা পল ড্যানো ও সুইডিশ অভিনেত্রী আলিসিয়া ভিকান্দার। এরই মধ্যে মুভিটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। এ বছরই প্রথমবারের মতো ভেনিস উৎসবে নির্বাচিত হয়েছে কোনো এমএমএ (মিক্সড মার্শাল আর্ট) ফাইটারের বায়োপিক। বেনি সাফদি পরিচালিত ‘দ্য স্ম্যাশিং মেশিন’ মুভিটিতে অভিনয় করেছেন হলিউড তারকা ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্ট।এ ছাড়া উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে অষ্টাদশ শতকের শেকার সমাজের এক নেত্রীর জীবনভিত্তিক সংগীতনির্ভর মুভি ‘দ্য টেস্টামেন্ট অব অ্যান লি’। এটি পরিচালনা করেছেন নরওয়ের নির্মাতা মোনা ফাস্টফোল্ড। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আমান্ডা সাইফ্রেড।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
এবারের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্থানের কাহিনি অবলম্বনে নির্মিত রাজনৈতিক থ্রিলার ‘দ্য উইজার্ড অব ক্রেমলিন’। মুভিটি পরিচালনা করেছেন খ্যাতনামা ফরাসি নির্মাতা অলিভিয়ের অ্যাসায়াস। এতে পুতিনের ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ তারকা জুড ল। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আমেরিকান অভিনেতা পল ড্যানো ও সুইডিশ অভিনেত্রী আলিসিয়া ভিকান্দার। এরই মধ্যে মুভিটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। এ বছরই প্রথমবারের মতো ভেনিস উৎসবে নির্বাচিত হয়েছে কোনো এমএমএ (মিক্সড মার্শাল আর্ট) ফাইটারের বায়োপিক। বেনি সাফদি পরিচালিত ‘দ্য স্ম্যাশিং মেশিন’ মুভিটিতে অভিনয় করেছেন হলিউড তারকা ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্ট।এ ছাড়া উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে অষ্টাদশ শতকের শেকার সমাজের এক নেত্রীর জীবনভিত্তিক সংগীতনির্ভর মুভি ‘দ্য টেস্টামেন্ট অব অ্যান লি’। এটি পরিচালনা করেছেন নরওয়ের নির্মাতা মোনা ফাস্টফোল্ড। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আমান্ডা সাইফ্রেড।