এই প্রজন্মের অভিনেতা আবু হোরায়রা তানভীর। ‘গহীন বালুচরে’ সিনেমার কেন্দ্রীয় একটি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন ২০১৭ সালে। প্রথম সিনেমাতেই তিনি দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হয়েছিলেন। এরপর তানভীর আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। টিভিতে তানভীর প্রথম নাটকে অভিনয় করেন রাশেদা আক্তার লাঝুকের নির্দেশনায় নির্মিত একটি নাটকে। বর্তমানে তিনি সোহেল আরমানের নির্দেশনায় বিটিভিতে প্রচারের জন্য ‘জল জোছনা’ ধারাবাহিকে অভিনয় করছেন। শুধু উৎসবে প্রদর্শনের জন্য তানভীর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তানভীর বলেন, ‘আমি যখন সিনেমাতে কাজ শুরু করি তখন বদরুল আনাম সৌদ ভাইকে একটি প্রশ্ন করেছিলাম যে, আমি কীভাবে ভালো অভিনেতা হবো? সৌদ ভাই আমাকে বলেছিলেন, তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, যদি তা পারো তবেই তুমি ভালো অভিনেতা হতে পারব। তো আমি সেই ভালো মানুষই হওয়ার চেষ্টা করছি। চেষ্টা করছি ভালো অভিনেতা হওয়ারও। আমার অভিনীত সব কাজই যে ভালো এমনটা নয়। কিছু কাজ রুটি রুজির জন্যও করতে হয়। তবে যে চরিত্রে অভিনয় করে আনন্দ পাই তা ভীষণ মন দিয়ে করার চেষ্টা করি।’
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
এই প্রজন্মের অভিনেতা আবু হোরায়রা তানভীর। ‘গহীন বালুচরে’ সিনেমার কেন্দ্রীয় একটি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন ২০১৭ সালে। প্রথম সিনেমাতেই তিনি দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হয়েছিলেন। এরপর তানভীর আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। টিভিতে তানভীর প্রথম নাটকে অভিনয় করেন রাশেদা আক্তার লাঝুকের নির্দেশনায় নির্মিত একটি নাটকে। বর্তমানে তিনি সোহেল আরমানের নির্দেশনায় বিটিভিতে প্রচারের জন্য ‘জল জোছনা’ ধারাবাহিকে অভিনয় করছেন। শুধু উৎসবে প্রদর্শনের জন্য তানভীর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তানভীর বলেন, ‘আমি যখন সিনেমাতে কাজ শুরু করি তখন বদরুল আনাম সৌদ ভাইকে একটি প্রশ্ন করেছিলাম যে, আমি কীভাবে ভালো অভিনেতা হবো? সৌদ ভাই আমাকে বলেছিলেন, তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, যদি তা পারো তবেই তুমি ভালো অভিনেতা হতে পারব। তো আমি সেই ভালো মানুষই হওয়ার চেষ্টা করছি। চেষ্টা করছি ভালো অভিনেতা হওয়ারও। আমার অভিনীত সব কাজই যে ভালো এমনটা নয়। কিছু কাজ রুটি রুজির জন্যও করতে হয়। তবে যে চরিত্রে অভিনয় করে আনন্দ পাই তা ভীষণ মন দিয়ে করার চেষ্টা করি।’