ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত ২৫ জুলাই টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘কনসার্ট ফর ইমরান’। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে স্থগিত করা হয়েছে কনসার্টটি। বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মেকানিক্স ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সার্বিক পরিস্থিতি বিবেচনায় কনসার্ট ফর ইমরান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। (উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায়) দেশের প্রতিটি মানুষ যতটা মর্মাহত, এই অবস্থায় কোনো ধবনের কনসার্ট সম্ভব নয়। শিগগির কনসার্টের নতুন তারিখ জানিয়ে দেব। গিটার হাতে একসময় দেশের রক সংগীত জগৎ মাতিয়ে রাখা ‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক সদস্য ইমরান আহমেদ এখন জীবন যুদ্ধের কঠিনতম লড়াইয়ে। খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত এই গিটারিস্ট। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। সংগীতাঙ্গনের অনেকেই এগিয়ে এসেছেন তার পাশে। ‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামের কনসার্টের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। মেকানিক্স ছাড়াও এতে পারফর্ম করতেন হাইওয়ে, সোনার বাংলা সার্কাস, পাওয়ারসার্জ, আপেক্ষিক, দুর্গ এবং রকসল্ট। ২০০৮ সালে ইমরান ‘মেকানিক্স’ ব্যান্ড ছেড়ে দেন। এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি। পেশাগত কারণে গানে আর সময় দিতে পারেননি বলে জানিয়েছেন ইমরান। ২০১১ সালে ‘মেকানিক্সের’ প্রথম অ্যালবাম ‘অপরাজেয়’ প্রকাশিত হয়।
শনিবার, ২৬ জুলাই ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত ২৫ জুলাই টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘কনসার্ট ফর ইমরান’। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে স্থগিত করা হয়েছে কনসার্টটি। বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মেকানিক্স ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সার্বিক পরিস্থিতি বিবেচনায় কনসার্ট ফর ইমরান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। (উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায়) দেশের প্রতিটি মানুষ যতটা মর্মাহত, এই অবস্থায় কোনো ধবনের কনসার্ট সম্ভব নয়। শিগগির কনসার্টের নতুন তারিখ জানিয়ে দেব। গিটার হাতে একসময় দেশের রক সংগীত জগৎ মাতিয়ে রাখা ‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক সদস্য ইমরান আহমেদ এখন জীবন যুদ্ধের কঠিনতম লড়াইয়ে। খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত এই গিটারিস্ট। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। সংগীতাঙ্গনের অনেকেই এগিয়ে এসেছেন তার পাশে। ‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামের কনসার্টের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। মেকানিক্স ছাড়াও এতে পারফর্ম করতেন হাইওয়ে, সোনার বাংলা সার্কাস, পাওয়ারসার্জ, আপেক্ষিক, দুর্গ এবং রকসল্ট। ২০০৮ সালে ইমরান ‘মেকানিক্স’ ব্যান্ড ছেড়ে দেন। এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি। পেশাগত কারণে গানে আর সময় দিতে পারেননি বলে জানিয়েছেন ইমরান। ২০১১ সালে ‘মেকানিক্সের’ প্রথম অ্যালবাম ‘অপরাজেয়’ প্রকাশিত হয়।