ববিতা
বাংলাদেশের সিনেমার গর্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা, প্রযোজক ববিতার জন্মদিন। এবারের জন্মদিন একমাত্র ছেলের সঙ্গে উদযাপন করবেন বিধায় তিনি কিছুদিন আগেই ঢাকা থেকে কানাডা চলে যান। কানাডার টরেন্টোর কীচেনারীতেই থাকেন তার ছেলে। সেখানেই সময় কাটে ববিতার। ববিতা জন্মদিন নিয়ে বিশেষ কিছু করেন না, ঢাকায় থাকতেও না। আর কানাডাতে আরো সুযোগ নেই। তাহলে এবারের জন্মদিন কেমন করে কাটবে?
এমন প্রশ্নের জবাবে ববিতা বলেন,‘ এখন অনিকের ছুটি নেই। অর্থাৎ আজকের দিনে তাকে অফিস করতে হবে। সত্যি বলতে কী এখানে ঢাকার মতো অনেক অবসর সময়ও নেই, সুযোগও নেই ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর। তবে অনিক অফিস থেকে ফিরে এলে আমরা মা ছেলে কোনো এক সুন্দর জায়গায় ঘুরতে যাবো, সেখানেই খাওয়া দাওয়া করে, মুহুর্তটা ধরে রাখার জন্য ছবিও তুলবো।
এভাবেই কেটে যাবে এবারের জন্মদিন। তবে দেশের সবাইকে খুব মিস করবো। আমি যখন ইউনিসেফ’র গুডউইল অ্যাম্বাসেডর ছিলাম তখন প্রতি বছর ছোট ছোট বাচ্চারা আসতো আমার বাসায়। তারা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতো, অভিনয় করে দেখাতো, খুউব ভালোলাগতো আমার। সেই সময়টার কথা খুব মনেপড়ে।
যাইহোক মনে পড়ছে সুচন্দা আপা, চম্পার কথা আর আমেরিকায় থাকা আমার ভাইদের কথা। সবাইকে নিয়ে যদি জন্মদিন উপদযাপন করা যেতো কতোই না ভালো হতো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।’
এদিকে ববিতা জানান , তার কোনো ফেসবুক একাউন্ট নেই। কিন্তু তার নামে ফেক আইডি খুলে নানান বিব্রতকর পোস্ট দেয়া হচ্ছে। যে কারণে তার মান সম্মান মারাত্বকভাবে ক্ষুন্ন হচ্ছে। এই নিয়ে তিনি থানাতে অভিযোগও করেছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। তাই থানার কর্মকা-ে প্রতি হতাশ হয়ে তিনি আগামীতে সাইবার ক্রাইম অ্যাক্টে এসব দুবৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।
ববিতাই বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি অস্কার বিজয়ী বিশ^বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমাতে অভিনয় করেছিলেন। সিনেমার নাম ‘অশনি সংকেত’। শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে তিনি প্রথম ‘সংসার’ সিনেমায় অভিনয় করেন। এর পরপরই নায়িকা হিসেবে এহতেশামের ‘পীচঢালা’ পথ সিনেমায় অভিনয় করেন নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে। ১৯৭৫ সালে প্রথম ‘বাদী থেকে বেগম’ সিনেমায় চাঁদনী চরিত্রে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এরপর তিনি একে একে ‘নয়নমনি’,‘ বসুন্ধরা’,‘ রামের সুমতি’,‘ পোকা মাকড়ের ঘর বসতি’, ‘হাসন রাজা’,‘কে আপন কে পর’ সিনেমায় অর্ভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি ‘আজীবন সম্মাননা’ লাভ করেন। সর্বশেষ তাকে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দশ বছরেরও বেশি সময় আগে অভিনয়ে দেখা যায়।
ববিতা
বুধবার, ৩০ জুলাই ২০২৫
বাংলাদেশের সিনেমার গর্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা, প্রযোজক ববিতার জন্মদিন। এবারের জন্মদিন একমাত্র ছেলের সঙ্গে উদযাপন করবেন বিধায় তিনি কিছুদিন আগেই ঢাকা থেকে কানাডা চলে যান। কানাডার টরেন্টোর কীচেনারীতেই থাকেন তার ছেলে। সেখানেই সময় কাটে ববিতার। ববিতা জন্মদিন নিয়ে বিশেষ কিছু করেন না, ঢাকায় থাকতেও না। আর কানাডাতে আরো সুযোগ নেই। তাহলে এবারের জন্মদিন কেমন করে কাটবে?
এমন প্রশ্নের জবাবে ববিতা বলেন,‘ এখন অনিকের ছুটি নেই। অর্থাৎ আজকের দিনে তাকে অফিস করতে হবে। সত্যি বলতে কী এখানে ঢাকার মতো অনেক অবসর সময়ও নেই, সুযোগও নেই ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর। তবে অনিক অফিস থেকে ফিরে এলে আমরা মা ছেলে কোনো এক সুন্দর জায়গায় ঘুরতে যাবো, সেখানেই খাওয়া দাওয়া করে, মুহুর্তটা ধরে রাখার জন্য ছবিও তুলবো।
এভাবেই কেটে যাবে এবারের জন্মদিন। তবে দেশের সবাইকে খুব মিস করবো। আমি যখন ইউনিসেফ’র গুডউইল অ্যাম্বাসেডর ছিলাম তখন প্রতি বছর ছোট ছোট বাচ্চারা আসতো আমার বাসায়। তারা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতো, অভিনয় করে দেখাতো, খুউব ভালোলাগতো আমার। সেই সময়টার কথা খুব মনেপড়ে।
যাইহোক মনে পড়ছে সুচন্দা আপা, চম্পার কথা আর আমেরিকায় থাকা আমার ভাইদের কথা। সবাইকে নিয়ে যদি জন্মদিন উপদযাপন করা যেতো কতোই না ভালো হতো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।’
এদিকে ববিতা জানান , তার কোনো ফেসবুক একাউন্ট নেই। কিন্তু তার নামে ফেক আইডি খুলে নানান বিব্রতকর পোস্ট দেয়া হচ্ছে। যে কারণে তার মান সম্মান মারাত্বকভাবে ক্ষুন্ন হচ্ছে। এই নিয়ে তিনি থানাতে অভিযোগও করেছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। তাই থানার কর্মকা-ে প্রতি হতাশ হয়ে তিনি আগামীতে সাইবার ক্রাইম অ্যাক্টে এসব দুবৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।
ববিতাই বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি অস্কার বিজয়ী বিশ^বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমাতে অভিনয় করেছিলেন। সিনেমার নাম ‘অশনি সংকেত’। শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে তিনি প্রথম ‘সংসার’ সিনেমায় অভিনয় করেন। এর পরপরই নায়িকা হিসেবে এহতেশামের ‘পীচঢালা’ পথ সিনেমায় অভিনয় করেন নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে। ১৯৭৫ সালে প্রথম ‘বাদী থেকে বেগম’ সিনেমায় চাঁদনী চরিত্রে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এরপর তিনি একে একে ‘নয়নমনি’,‘ বসুন্ধরা’,‘ রামের সুমতি’,‘ পোকা মাকড়ের ঘর বসতি’, ‘হাসন রাজা’,‘কে আপন কে পর’ সিনেমায় অর্ভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি ‘আজীবন সম্মাননা’ লাভ করেন। সর্বশেষ তাকে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দশ বছরেরও বেশি সময় আগে অভিনয়ে দেখা যায়।