গ্লোবাল সাংস্কৃতিক প্রকাশনা ‘দ্য শিফট’ বিশ্বের ৯০ জনেরও বেশি অনন্য নারীর তালিকা প্রকাশ করেছে। অ্যাক্টিভিজম, সৃজনশীলতা, নেতৃত্ব ও সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রে অবদান রাখা নারীদের এই তালিকায় রয়েছেন আমাল ক্লুনি, মারিস্কা হারগিতে, সেলেনা গোমেজ, বিলি আইলিশ, অ্যাঞ্জেলিনা জোলি, আমান্ডা গোরম্যান, জেসিকা চ্যাস্টেইন, অলিভিয়া রদ্রিগো, লুসি লিউ, মিস্টি কপল্যান্ড, বিলি জিন কিং-এর মতো তারকারা। তাদের সঙ্গে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়–কোন। দীপিকার এই স্বীকৃতি শুধু তার চলচ্চিত্র জগতের প্রভাবকেই তুলে ধরেনি, বরং মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারীর ক্ষমতায়নে তার কাজের জন্যও সম্মান জানিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি তার ‘লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। এ গর্বের মুহূর্তটি সামাজিক মাধ্যমে শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘এক এবং অদ্বিতীয়া গ্লোরিয়া স্টেইনেমের ৯১ বছরের আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘দ্য শিফট’ আমাদের ভবিষ্যৎ গড়ে তোলা ৯০টি কণ্ঠকে সম্মান জানিয়েছেন। এই সম্মানের জন্য ধন্যবাদ তাদের।’ এদিকে গ্লোরিয়া স্টেইনেমের ৯১ বছরের অবদানকে স্মরণ করে প্রকাশিত দ্য শিফট ৯০ প্লাস অন সংখ্যায় দীপিকার একটি উক্তি প্রকাশ করেছে। এর আগে হলিউড চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়। যেখানে একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে দীপিকার নাম উল্লেখ করা হয়। তার সঙ্গে তালিকায় আরও আছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী ব্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো, সেলিব্রিটি শেফ গর্ডন রামসে, টিমোথি চালামেট, স্ট্যানলিসহ আরও অনেকের নাম।
বুধবার, ৩০ জুলাই ২০২৫
গ্লোবাল সাংস্কৃতিক প্রকাশনা ‘দ্য শিফট’ বিশ্বের ৯০ জনেরও বেশি অনন্য নারীর তালিকা প্রকাশ করেছে। অ্যাক্টিভিজম, সৃজনশীলতা, নেতৃত্ব ও সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রে অবদান রাখা নারীদের এই তালিকায় রয়েছেন আমাল ক্লুনি, মারিস্কা হারগিতে, সেলেনা গোমেজ, বিলি আইলিশ, অ্যাঞ্জেলিনা জোলি, আমান্ডা গোরম্যান, জেসিকা চ্যাস্টেইন, অলিভিয়া রদ্রিগো, লুসি লিউ, মিস্টি কপল্যান্ড, বিলি জিন কিং-এর মতো তারকারা। তাদের সঙ্গে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়–কোন। দীপিকার এই স্বীকৃতি শুধু তার চলচ্চিত্র জগতের প্রভাবকেই তুলে ধরেনি, বরং মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারীর ক্ষমতায়নে তার কাজের জন্যও সম্মান জানিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি তার ‘লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। এ গর্বের মুহূর্তটি সামাজিক মাধ্যমে শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘এক এবং অদ্বিতীয়া গ্লোরিয়া স্টেইনেমের ৯১ বছরের আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘দ্য শিফট’ আমাদের ভবিষ্যৎ গড়ে তোলা ৯০টি কণ্ঠকে সম্মান জানিয়েছেন। এই সম্মানের জন্য ধন্যবাদ তাদের।’ এদিকে গ্লোরিয়া স্টেইনেমের ৯১ বছরের অবদানকে স্মরণ করে প্রকাশিত দ্য শিফট ৯০ প্লাস অন সংখ্যায় দীপিকার একটি উক্তি প্রকাশ করেছে। এর আগে হলিউড চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়। যেখানে একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে দীপিকার নাম উল্লেখ করা হয়। তার সঙ্গে তালিকায় আরও আছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী ব্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো, সেলিব্রিটি শেফ গর্ডন রামসে, টিমোথি চালামেট, স্ট্যানলিসহ আরও অনেকের নাম।