নির্মাতা-নাট্যকার অরণ্য আনোয়ার। অনেক সিরিজ ও অসংখ্য একক নাটক নির্মাণ করেছেন তিনি। যদিও মাঝে লম্বা সময় এই নির্মাতাকে টিভি সিরিজে আর পাওয়া যায়নি। মন বসিয়েছেন বড় পর্দায়। পরীমণিকে নিয়ে নির্মাণ করে মুক্তি দিয়েছেন সিনেমা ‘মা’। সিনেমার সেই লম্বা জার্নি শেষে এবার অরণ্য আনোয়ার আসছেন দীর্ঘ ধারাবাহিক নিয়ে। যেখানে অভিনয় করছেন একঝাঁক তরুণ অভিনেতা-অভিনেত্রী। ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামের সিরিজটিতে একটি বিশেষ অঞ্চলের ঘটনা উঠে আসবে বলে জানিয়েছেন এই নির্মাতা। গত ৩০ জুলাই সকাল থেকে ‘নোয়াখালী এক্সপ্রেস’-এর চিত্রায়ন শুরু হয়েছে। এর আগে টানা ১০ দিনের ইনডোর রিহার্সাল সেরেছে পুরো টিম। ধারাবাহিকটি প্রসঙ্গে অরণ্য আনোয়ার বলেন, ‘পুবাইলে শুটিং শুরু হয়েছে। আগস্টের মধ্যে পঞ্চাশ পর্বের কাজ শেষ করার প্ল্যান আছে। এরপর দর্শক চাহিদা বিবেচনায় নিয়ে পর্বের সংখ্যা বাড়ানো হবে। দর্শক চাইলে পরবর্তীতে আরও ৫০ পর্বের শুটিং করব।’ কারা কারা এখানে কাজ করছেন জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘আমি এত বছর ধরে যাদের নিয়ে কাজ করেছি তাদের কেউ এখানে নেই। তেমন কোনো পরিচিত মুখ নেই। বলা যায়, একদমই নতুন ছেলেমেয়েরা কাজ করছেন। তারা খুব ভালো কাজ করবেন বলেই আমার আত্মবিশ্বাস।’
নির্মাতা জানান, নোয়াখালীর বিভিন্ন কৃষ্টি-কালচার উঠে আসবে এই ধারাবাহিকের মাধ্যমে। এখানকার একটা বিশেষ অঞ্চলের গল্প নিয়ে এটি নির্মাণ করা হচ্ছে। জানা গেছে, সব ঠিক থাকলে অক্টোবর থেকে ধাবাবাহিকটি গ্লোবাল টেলিভিশনে প্রচার শুরু হবে। বলা দরকার, ধারাবাহিকে ফেরার আগে অরণ্য আনোয়ার নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছেন। সে বিষয়ে এখনই বলতে নারাজ তিনি। এর আগে মোশাররফ করিমসহ অনেক জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়ে অরণ্য আনোয়ার নির্মাণ করেছিলেন ৩১২ পর্বের টিভি সিরিজ ‘ফুল এইচডি’। এটি সাত বছর আগে সম্প্রচার হয়েছিলো মাছরাঙা টিভিতে।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
নির্মাতা-নাট্যকার অরণ্য আনোয়ার। অনেক সিরিজ ও অসংখ্য একক নাটক নির্মাণ করেছেন তিনি। যদিও মাঝে লম্বা সময় এই নির্মাতাকে টিভি সিরিজে আর পাওয়া যায়নি। মন বসিয়েছেন বড় পর্দায়। পরীমণিকে নিয়ে নির্মাণ করে মুক্তি দিয়েছেন সিনেমা ‘মা’। সিনেমার সেই লম্বা জার্নি শেষে এবার অরণ্য আনোয়ার আসছেন দীর্ঘ ধারাবাহিক নিয়ে। যেখানে অভিনয় করছেন একঝাঁক তরুণ অভিনেতা-অভিনেত্রী। ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামের সিরিজটিতে একটি বিশেষ অঞ্চলের ঘটনা উঠে আসবে বলে জানিয়েছেন এই নির্মাতা। গত ৩০ জুলাই সকাল থেকে ‘নোয়াখালী এক্সপ্রেস’-এর চিত্রায়ন শুরু হয়েছে। এর আগে টানা ১০ দিনের ইনডোর রিহার্সাল সেরেছে পুরো টিম। ধারাবাহিকটি প্রসঙ্গে অরণ্য আনোয়ার বলেন, ‘পুবাইলে শুটিং শুরু হয়েছে। আগস্টের মধ্যে পঞ্চাশ পর্বের কাজ শেষ করার প্ল্যান আছে। এরপর দর্শক চাহিদা বিবেচনায় নিয়ে পর্বের সংখ্যা বাড়ানো হবে। দর্শক চাইলে পরবর্তীতে আরও ৫০ পর্বের শুটিং করব।’ কারা কারা এখানে কাজ করছেন জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘আমি এত বছর ধরে যাদের নিয়ে কাজ করেছি তাদের কেউ এখানে নেই। তেমন কোনো পরিচিত মুখ নেই। বলা যায়, একদমই নতুন ছেলেমেয়েরা কাজ করছেন। তারা খুব ভালো কাজ করবেন বলেই আমার আত্মবিশ্বাস।’
নির্মাতা জানান, নোয়াখালীর বিভিন্ন কৃষ্টি-কালচার উঠে আসবে এই ধারাবাহিকের মাধ্যমে। এখানকার একটা বিশেষ অঞ্চলের গল্প নিয়ে এটি নির্মাণ করা হচ্ছে। জানা গেছে, সব ঠিক থাকলে অক্টোবর থেকে ধাবাবাহিকটি গ্লোবাল টেলিভিশনে প্রচার শুরু হবে। বলা দরকার, ধারাবাহিকে ফেরার আগে অরণ্য আনোয়ার নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছেন। সে বিষয়ে এখনই বলতে নারাজ তিনি। এর আগে মোশাররফ করিমসহ অনেক জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়ে অরণ্য আনোয়ার নির্মাণ করেছিলেন ৩১২ পর্বের টিভি সিরিজ ‘ফুল এইচডি’। এটি সাত বছর আগে সম্প্রচার হয়েছিলো মাছরাঙা টিভিতে।