বলিউডের সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পরম সুন্দরী’ ছবির প্রথম গান ‘পরদেশিয়া’ প্রকাশিত হয়েছে। এটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে বিভাজন দেখৃা গেছে। এক দল ভক্ত তাদের জুটিকে ভালোবেসে উচ্ছ্বসিত। আরেক দল তাদের রসায়ন নিয়ে সমালোচনায় মেতেছেন। সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই যুগলের ১২ বছরের বয়সের ব্যবধান। তাদের রসায়নের অভাবটাও সবার চোখে লেগেছে। অনেকেই মনে করছেন, এই ব্যবধান তাদের ক্যামিস্ট্রি প্রভাবিত করেছে এবং দর্শকের হৃদয় ছুঁয়ে উঠতে পারেনি। মূলত ‘পরম সুন্দরী’র মুক্তি জুলাই ২৫ তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ‘ওয়ার ২’র মুক্তির জন্য তা পিছিয়ে আগস্ট ২৯ করা হয়েছে। এখন দর্শকর অপেক্ষায় রয়েছেন নতুন এই ছবি কেমন সাড়া ফেলবে।
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
বলিউডের সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পরম সুন্দরী’ ছবির প্রথম গান ‘পরদেশিয়া’ প্রকাশিত হয়েছে। এটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে বিভাজন দেখৃা গেছে। এক দল ভক্ত তাদের জুটিকে ভালোবেসে উচ্ছ্বসিত। আরেক দল তাদের রসায়ন নিয়ে সমালোচনায় মেতেছেন। সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই যুগলের ১২ বছরের বয়সের ব্যবধান। তাদের রসায়নের অভাবটাও সবার চোখে লেগেছে। অনেকেই মনে করছেন, এই ব্যবধান তাদের ক্যামিস্ট্রি প্রভাবিত করেছে এবং দর্শকের হৃদয় ছুঁয়ে উঠতে পারেনি। মূলত ‘পরম সুন্দরী’র মুক্তি জুলাই ২৫ তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ‘ওয়ার ২’র মুক্তির জন্য তা পিছিয়ে আগস্ট ২৯ করা হয়েছে। এখন দর্শকর অপেক্ষায় রয়েছেন নতুন এই ছবি কেমন সাড়া ফেলবে।