আধ্যাত্মিক ও ভাবসংগীতের ঐশ্বর্যম-িত কণ্ঠ শফি মন্ডল এবার আত্মানুসন্ধানী মৌলিক গান নিয়ে হাজির হলেন। ‘খুঁজতে গেলি আরশিনগর একলা কেন সন্ধ্যারাতে/ বুঝি না তোর আসল চলন, সুর বেঁধেছিস কোন ধারাতে’Ñ এমন কথামালায় ‘আরশিনগর’ শিরোনামে গানটির বাণী রচনা করেছেন ড. তপন বাগচী এবং তাতে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা, সংগীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ। ৩১ জুলাই গানচিল ফোকের ইউটিউব চ্যানেলে এটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে। গানটি সম্পর্কে শফি ম-ল বলেন, ‘হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি।
তারই পরম্পরায় ড. তপন বাগচী লেখা গানটি করলাম। হাবিব মোস্তফা বয়সে তরুণ হলেও তার সুর আমাকে ভীষণ মুগ্ধ করেছে। তার গান আমি আগেও করেছি। বিশেষ করে এই গানটির ভেতরে একটি তৃষ্ণার্ত জিজ্ঞাসা পাবেন শ্রোতারা, যা তাদের মনকে আপন ঠিকানা সন্ধানে উন্মুখ রাখবে বলে বিশ্বাস করি।’ গীতিকার তপন বাগচী বলেন, ‘এই সময়ের বাউলগানের শ্রেষ্ঠ-পুরুষ শফি ম-লের কণ্ঠে আমার লেখা শোভা পাবে, এ আমার ভাবনারও অতীত। হাবিব মোস্তফার সুরে বাউলের ঢংটি সুপ্রযুক্ত হয়েছে। গানটি শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য হলেই আমি ধন্য হবো।’ গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, ‘আশা করছি, বরাবরের মতো শফি ম-লের শ্রোতাভক্তরা গানটি হৃদয় দিয়ে গ্রহণ করবে।’
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
আধ্যাত্মিক ও ভাবসংগীতের ঐশ্বর্যম-িত কণ্ঠ শফি মন্ডল এবার আত্মানুসন্ধানী মৌলিক গান নিয়ে হাজির হলেন। ‘খুঁজতে গেলি আরশিনগর একলা কেন সন্ধ্যারাতে/ বুঝি না তোর আসল চলন, সুর বেঁধেছিস কোন ধারাতে’Ñ এমন কথামালায় ‘আরশিনগর’ শিরোনামে গানটির বাণী রচনা করেছেন ড. তপন বাগচী এবং তাতে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা, সংগীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ। ৩১ জুলাই গানচিল ফোকের ইউটিউব চ্যানেলে এটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে। গানটি সম্পর্কে শফি ম-ল বলেন, ‘হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি।
তারই পরম্পরায় ড. তপন বাগচী লেখা গানটি করলাম। হাবিব মোস্তফা বয়সে তরুণ হলেও তার সুর আমাকে ভীষণ মুগ্ধ করেছে। তার গান আমি আগেও করেছি। বিশেষ করে এই গানটির ভেতরে একটি তৃষ্ণার্ত জিজ্ঞাসা পাবেন শ্রোতারা, যা তাদের মনকে আপন ঠিকানা সন্ধানে উন্মুখ রাখবে বলে বিশ্বাস করি।’ গীতিকার তপন বাগচী বলেন, ‘এই সময়ের বাউলগানের শ্রেষ্ঠ-পুরুষ শফি ম-লের কণ্ঠে আমার লেখা শোভা পাবে, এ আমার ভাবনারও অতীত। হাবিব মোস্তফার সুরে বাউলের ঢংটি সুপ্রযুক্ত হয়েছে। গানটি শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য হলেই আমি ধন্য হবো।’ গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, ‘আশা করছি, বরাবরের মতো শফি ম-লের শ্রোতাভক্তরা গানটি হৃদয় দিয়ে গ্রহণ করবে।’