দেশের গুণী অভিনেত্রী রিচি সোলায়মান। সম্প্রতি তিনি একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘কেন দেখা হলো না’। নাটকটি গত ২৫ জুলাই ইউটিউবে প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন পর রিচির কোনো নতুন নাটক ইউটিউবে প্রকাশ পায়। নাটকটিতে রিচির সঙ্গে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, মীর রাব্বি, মাহিমা। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, নির্মাণ করেছেন মো. আব্দুল্লাহ আল হারুন। মূলত নাটকটি পেছনে ফেলে আসা দিনের গল্প। কেন দুজনার সঙ্গে দুজনার আর দেখা হলো না সেই গল্পই তুলে ধরার চেষ্টা করেছেন নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন। রিচি সোলায়মান বলেন, ‘নাটকটির গল্প ভাবনা আমার কাছে ভালো লেগেছিল। এখনতো আসলে দেখা যায় যে প্রায় সব নাটকের গল্পেই প্রায় কাছাকাছি বা একই রকমের। কিন্তু ‘কেন দেখা হলো না’ গল্পটা আমার কাছে একটু অন্যরতম মনে হয়েছে বিধায় এতে অভিনয় করেছি। তাছাড়া এখন যে সময়ে এসে আমি পৌঁছেছি এখন একটু বুঝে শুনেই নাটক করতে হয়। গল্পটা বুঝতে হয়, নিজের চরিত্রটা মন দিয়ে বুঝতে হয়। নির্মাতাকে ধন্যবাদ এত চমৎকার একটি গল্প নির্বাচনের জন্য। আমাকেও চমৎকার গল্পে এবং চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য। আশা করি গল্প, লোকেশন, নির্মাণ এবং শিল্পীদের অভিনয় দর্শকের ভালো লাগবে।’
শনিবার, ০২ আগস্ট ২০২৫
দেশের গুণী অভিনেত্রী রিচি সোলায়মান। সম্প্রতি তিনি একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘কেন দেখা হলো না’। নাটকটি গত ২৫ জুলাই ইউটিউবে প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন পর রিচির কোনো নতুন নাটক ইউটিউবে প্রকাশ পায়। নাটকটিতে রিচির সঙ্গে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, মীর রাব্বি, মাহিমা। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, নির্মাণ করেছেন মো. আব্দুল্লাহ আল হারুন। মূলত নাটকটি পেছনে ফেলে আসা দিনের গল্প। কেন দুজনার সঙ্গে দুজনার আর দেখা হলো না সেই গল্পই তুলে ধরার চেষ্টা করেছেন নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন। রিচি সোলায়মান বলেন, ‘নাটকটির গল্প ভাবনা আমার কাছে ভালো লেগেছিল। এখনতো আসলে দেখা যায় যে প্রায় সব নাটকের গল্পেই প্রায় কাছাকাছি বা একই রকমের। কিন্তু ‘কেন দেখা হলো না’ গল্পটা আমার কাছে একটু অন্যরতম মনে হয়েছে বিধায় এতে অভিনয় করেছি। তাছাড়া এখন যে সময়ে এসে আমি পৌঁছেছি এখন একটু বুঝে শুনেই নাটক করতে হয়। গল্পটা বুঝতে হয়, নিজের চরিত্রটা মন দিয়ে বুঝতে হয়। নির্মাতাকে ধন্যবাদ এত চমৎকার একটি গল্প নির্বাচনের জন্য। আমাকেও চমৎকার গল্পে এবং চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য। আশা করি গল্প, লোকেশন, নির্মাণ এবং শিল্পীদের অভিনয় দর্শকের ভালো লাগবে।’