বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী মিউজিসিয়ান, সংগীত পরিচালক, সুরস্রষ্টা ফোয়াদ নাসের বাবু। তার সুরে প্রথমবার গান গেয়েছেন শিল্পী রাবেয়া সেতু। ‘জাগো বাংলাদেশের নতুন সূর্য হাসে’ শিরোনামের এই গানটি গেয়েছেন সেতুসহ আরও বেশ কয়েকজন সংগীতশিল্পী। গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। সুর সংগীত করেছেন ফোয়াদ নাসের বাবু। ফোয়াদ নাসের বাবু বলেন, ‘সেদিনই প্রথম রেকর্ডিংয়ে দেখা হলো রাবেয়া সেতুর সঙ্গে। মিষ্টি একটি কণ্ঠ, ভীষণ ভালো গায়।’ রাবেয়া সেতু বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে বাবু স্যারের সুরে গাইতে পেরেছি আমার সংগীত জীবনের ক্যারিয়ারের শুরুতেই। এটা আমার জন্য
আগামীদিনের পথচলার ক্ষেত্রে অনেক বড় অনুপ্রেরণা। বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সঙ্গে আরও যারা গেয়েছেন তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’ জানা যায় শিগগরিই ‘জাগো বাংলাদেশের নতুন সূর্য হাসে’ গানটি প্রচারে আসবে। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি, রাশেদ, স্বপ্নীল, সাব্বির, প্রিয়াঙ্কা। ২০২০ সালে করোনা কালীন সময়ে ‘বাংলার গায়েন’ রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে প্রথম রানার আপ হন। পাঁচ বছর বয়স থেকেই রাবেয়া সেতু নরসিংদীর শিল্পকলা একাডেমিতে গান শেখা শুরু করেন। রাবেয়া সেতু সবসময়ই ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘বাংলার গায়েন’র প্রতি। রাবেয়া সেতু স্টেজ শোতেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তার সমসাময়িক অন্যান্য শিল্পীর চেয়ে একটু বেশিই বটে।
শনিবার, ০২ আগস্ট ২০২৫
বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী মিউজিসিয়ান, সংগীত পরিচালক, সুরস্রষ্টা ফোয়াদ নাসের বাবু। তার সুরে প্রথমবার গান গেয়েছেন শিল্পী রাবেয়া সেতু। ‘জাগো বাংলাদেশের নতুন সূর্য হাসে’ শিরোনামের এই গানটি গেয়েছেন সেতুসহ আরও বেশ কয়েকজন সংগীতশিল্পী। গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। সুর সংগীত করেছেন ফোয়াদ নাসের বাবু। ফোয়াদ নাসের বাবু বলেন, ‘সেদিনই প্রথম রেকর্ডিংয়ে দেখা হলো রাবেয়া সেতুর সঙ্গে। মিষ্টি একটি কণ্ঠ, ভীষণ ভালো গায়।’ রাবেয়া সেতু বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে বাবু স্যারের সুরে গাইতে পেরেছি আমার সংগীত জীবনের ক্যারিয়ারের শুরুতেই। এটা আমার জন্য
আগামীদিনের পথচলার ক্ষেত্রে অনেক বড় অনুপ্রেরণা। বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সঙ্গে আরও যারা গেয়েছেন তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’ জানা যায় শিগগরিই ‘জাগো বাংলাদেশের নতুন সূর্য হাসে’ গানটি প্রচারে আসবে। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি, রাশেদ, স্বপ্নীল, সাব্বির, প্রিয়াঙ্কা। ২০২০ সালে করোনা কালীন সময়ে ‘বাংলার গায়েন’ রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে প্রথম রানার আপ হন। পাঁচ বছর বয়স থেকেই রাবেয়া সেতু নরসিংদীর শিল্পকলা একাডেমিতে গান শেখা শুরু করেন। রাবেয়া সেতু সবসময়ই ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘বাংলার গায়েন’র প্রতি। রাবেয়া সেতু স্টেজ শোতেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তার সমসাময়িক অন্যান্য শিল্পীর চেয়ে একটু বেশিই বটে।