এরই মধ্যে বিবাহিত জীবনের ৩১ বছরে পা দিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের তারকা জুটি, সফল তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। যদিও বা দুজন এখন দুই জায়গাতে অবস্থান করছেন জীবনের প্রয়োজনে কিন্তু তাদের প্রেম ভালোবাসা অটুট রয়েছে সেই আগেরই মতো। ২০২৩ সালের অক্টোবর মাসে আমেরিকা গিয়েছিলেন মৌসুমী। সেখানেই তিনি মা ও মেয়ের সঙ্গে অবস্থান করছেন। ওমর সানী গল্প ভালো লাগলে সিনেমাতে অভিনয় করছেন। তবে তিনি বেশি ব্যস্ত রয়েছেন মানিকগঞ্জের সিঙ্গাইর রোডের অরঙ্গাবাদের বাগানবাড়িতে অবস্থিত ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’ রেস্টুরেন্ট নিয়ে। তবে এরই মধ্যে মৌসুমী ও ওমর সানী আরও একটি সুখবর দিলেন। তা হলো তাদের বিবাহ বার্ষিকীতে আরও একটি শাখার শুভ সূচনা হলো। মানকিগঞ্জের সাঁটুরিয়াতে ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’র দ্বিতীয় শাখার উদ্বোধন হলো। গতকাল বিকেল ৩টায় এই শাখার উদ্বোধন ঘোষণা করেন প্রিয়দর্শিনী মৌসুমী। সামাজিক মাধ্যমে একটি শুভেচ্ছা বার্তায় মৌসুমী বলেন, ‘আপনাদের ভালো লাগার ভালোবাসার প্রিয় চাপওয়ালা শ্বশুরবাড়ি এখন মানিকগঞ্জ সাঁটুরিয়াতে। আমরা এখন সাঁটুরিয়াতে এসেছি শুধু সাধারণ মানুষের কথা ভাবনায় রেখে। আমি আপনাদের মৌসুমী সুদূর আমেরিকা থেকে এই নতুন শাখার উদ্বোধন ঘোষণা করছিÑ যারা এরই মধ্যে চাপওয়ালা শ্বশুরবাড়ির নিয়মিত কাস্টমার, তারা আগামীতেও তাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে এর পাশে থাকবেন এই বিশ্বাস আমার। সময় হলে ইনশাআল্লাহ দেশে আসব এবং সবার সঙ্গে তখন অবশ্যই দেখা হবে চাপওয়ালা শ্বশুরবাড়িতে। তখন অনেক আনন্দ হবে, মজা হবে ইনশাআল্লাহ।’ সানী-মৌসুমীর ৩১তম বিবাহবার্ষিকী নিয়ে ওমর সানী বলেন, ‘দূরে থাকলেও মৌসুমী সবসময়ই আমার অন্তরে আছে, আছে বিশ্বাসে, আছে নিঃশ্বাসে, আছে ভালোবাসায়, দোয়ায়। আমার সন্তানদের মা মৌসুমী। আল্লাহ তাকে যেখানেই রেখেছেন সুস্থ থাকুক ভালো থাকুক-দোয়া করি। আমরা ভালো আছি, আলহামদুল্লিাহ। সবাই চাপওয়ালা শ্বশুরবাড়ি-সাঁটুররিয়া শাখায় আসবেন। আশা করছি নতুন শাখার পরিবেশও আরও দুর্দান্ত উপভোগ্য মনে হবে।’
রোববার, ০৩ আগস্ট ২০২৫
এরই মধ্যে বিবাহিত জীবনের ৩১ বছরে পা দিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের তারকা জুটি, সফল তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। যদিও বা দুজন এখন দুই জায়গাতে অবস্থান করছেন জীবনের প্রয়োজনে কিন্তু তাদের প্রেম ভালোবাসা অটুট রয়েছে সেই আগেরই মতো। ২০২৩ সালের অক্টোবর মাসে আমেরিকা গিয়েছিলেন মৌসুমী। সেখানেই তিনি মা ও মেয়ের সঙ্গে অবস্থান করছেন। ওমর সানী গল্প ভালো লাগলে সিনেমাতে অভিনয় করছেন। তবে তিনি বেশি ব্যস্ত রয়েছেন মানিকগঞ্জের সিঙ্গাইর রোডের অরঙ্গাবাদের বাগানবাড়িতে অবস্থিত ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’ রেস্টুরেন্ট নিয়ে। তবে এরই মধ্যে মৌসুমী ও ওমর সানী আরও একটি সুখবর দিলেন। তা হলো তাদের বিবাহ বার্ষিকীতে আরও একটি শাখার শুভ সূচনা হলো। মানকিগঞ্জের সাঁটুরিয়াতে ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’র দ্বিতীয় শাখার উদ্বোধন হলো। গতকাল বিকেল ৩টায় এই শাখার উদ্বোধন ঘোষণা করেন প্রিয়দর্শিনী মৌসুমী। সামাজিক মাধ্যমে একটি শুভেচ্ছা বার্তায় মৌসুমী বলেন, ‘আপনাদের ভালো লাগার ভালোবাসার প্রিয় চাপওয়ালা শ্বশুরবাড়ি এখন মানিকগঞ্জ সাঁটুরিয়াতে। আমরা এখন সাঁটুরিয়াতে এসেছি শুধু সাধারণ মানুষের কথা ভাবনায় রেখে। আমি আপনাদের মৌসুমী সুদূর আমেরিকা থেকে এই নতুন শাখার উদ্বোধন ঘোষণা করছিÑ যারা এরই মধ্যে চাপওয়ালা শ্বশুরবাড়ির নিয়মিত কাস্টমার, তারা আগামীতেও তাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে এর পাশে থাকবেন এই বিশ্বাস আমার। সময় হলে ইনশাআল্লাহ দেশে আসব এবং সবার সঙ্গে তখন অবশ্যই দেখা হবে চাপওয়ালা শ্বশুরবাড়িতে। তখন অনেক আনন্দ হবে, মজা হবে ইনশাআল্লাহ।’ সানী-মৌসুমীর ৩১তম বিবাহবার্ষিকী নিয়ে ওমর সানী বলেন, ‘দূরে থাকলেও মৌসুমী সবসময়ই আমার অন্তরে আছে, আছে বিশ্বাসে, আছে নিঃশ্বাসে, আছে ভালোবাসায়, দোয়ায়। আমার সন্তানদের মা মৌসুমী। আল্লাহ তাকে যেখানেই রেখেছেন সুস্থ থাকুক ভালো থাকুক-দোয়া করি। আমরা ভালো আছি, আলহামদুল্লিাহ। সবাই চাপওয়ালা শ্বশুরবাড়ি-সাঁটুররিয়া শাখায় আসবেন। আশা করছি নতুন শাখার পরিবেশও আরও দুর্দান্ত উপভোগ্য মনে হবে।’