বাংলাদেশের তারুণ্য, আশাবাদ ও নতুন সূর্যোদয়ের বার্তা নিয়ে প্রকাশ হতে যাচ্ছে নতুন একটি গান। এর শিরোনাম রাখা হয়েছে ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’। দেশের প্রখ্যাত সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন। গানটি লেখা হয়েছে জুলাই গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে। গীতিকার মুশফিক ফজল আনসারীর কথায় গড়া গানটিতে কণ্ঠ দিয়েছেন ছয়জন তরুণ শিল্পী স্বীকৃতি, রাশেদ, স্বপ্নীল, সাব্বির জামান, প্রিয়াঙ্কা ও রাবেয়া সেতু। ফোয়াদ নাসের বাবু বলেন, ‘এই সময়ের প্রেক্ষাপটে একটি তারুণ্যদীপ্ত দেশাত্মবোধক গান চেয়েছিলাম। নতুন প্রজন্মের কণ্ঠে প্রাণ পেয়েছে গানটি। সবাই আন্তরিকতা নিয়ে গেয়েছে। শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।’ কণ্ঠশিল্পী রাশেদ গানটির অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘ফোয়াদ ভাইয়ের সুরে গাইতে পারা আমার জন্য সৌভাগ্যের। দেশের গান, তার উপর এমন গুণী সুরকার। পুরো অভিজ্ঞতাটাই ছিল গর্বের।’ সাব্বির জামান বলেন, ‘গানটি বিটিভিতে ফিলার হিসেবেও প্রচারিত হবে।
কথা ও সুরে দেশের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। শ্রোতারা গানটি মনে রাখবেন।’ রাবেয়া সেতু ‘বাংলার গায়েন’ প্রতিযোগিতা দিয়ে পরিচিতি পেয়েছেন। এই প্রথমবার ফোয়াদ নাসের বাবুর সুরে গান গাইলেন। তিনি বলেন, ‘বাবু স্যারের সঙ্গে কাজ করতে পারাটা ছিল আমার স্বপ্নের মতো। গানটি আমার সংগীতজীবনের এক নতুন মাইলফলক।’ ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ গানটি চলতি সপ্তাহেই বিটিভিতে প্রচারিত হবে বলে জানানো হয়েছে।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
বাংলাদেশের তারুণ্য, আশাবাদ ও নতুন সূর্যোদয়ের বার্তা নিয়ে প্রকাশ হতে যাচ্ছে নতুন একটি গান। এর শিরোনাম রাখা হয়েছে ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’। দেশের প্রখ্যাত সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন। গানটি লেখা হয়েছে জুলাই গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে। গীতিকার মুশফিক ফজল আনসারীর কথায় গড়া গানটিতে কণ্ঠ দিয়েছেন ছয়জন তরুণ শিল্পী স্বীকৃতি, রাশেদ, স্বপ্নীল, সাব্বির জামান, প্রিয়াঙ্কা ও রাবেয়া সেতু। ফোয়াদ নাসের বাবু বলেন, ‘এই সময়ের প্রেক্ষাপটে একটি তারুণ্যদীপ্ত দেশাত্মবোধক গান চেয়েছিলাম। নতুন প্রজন্মের কণ্ঠে প্রাণ পেয়েছে গানটি। সবাই আন্তরিকতা নিয়ে গেয়েছে। শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।’ কণ্ঠশিল্পী রাশেদ গানটির অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘ফোয়াদ ভাইয়ের সুরে গাইতে পারা আমার জন্য সৌভাগ্যের। দেশের গান, তার উপর এমন গুণী সুরকার। পুরো অভিজ্ঞতাটাই ছিল গর্বের।’ সাব্বির জামান বলেন, ‘গানটি বিটিভিতে ফিলার হিসেবেও প্রচারিত হবে।
কথা ও সুরে দেশের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। শ্রোতারা গানটি মনে রাখবেন।’ রাবেয়া সেতু ‘বাংলার গায়েন’ প্রতিযোগিতা দিয়ে পরিচিতি পেয়েছেন। এই প্রথমবার ফোয়াদ নাসের বাবুর সুরে গান গাইলেন। তিনি বলেন, ‘বাবু স্যারের সঙ্গে কাজ করতে পারাটা ছিল আমার স্বপ্নের মতো। গানটি আমার সংগীতজীবনের এক নতুন মাইলফলক।’ ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ গানটি চলতি সপ্তাহেই বিটিভিতে প্রচারিত হবে বলে জানানো হয়েছে।