এই প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আওরঙ্গজেব’র রচনায় ও নাট্যনির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। নাটকে আরো অভিনয় করেছেন জীবন, প্রান্ত আবিদ, আশরাফুল আশিষ’সহ আরো অনেকেই। চিত্রগ্রহনে ছিলেন এস আর নিহাদ। সম্পাদনায় অমিতাভ মজুমদার। সম্প্রতি এনটিভির ইউটিউব চ্যানেলে নাকটি প্রচারে আসে। তানিয়া বৃষ্টি বলেন,‘ এবারই প্রথম আমি নারী কেন্দ্রিক গল্পের নাটকে অভিনয় করেছি। তুহিন ভাই সবসময়ই চেয়েছেন আমি যেন একটু ভিন্ন ঘরানার গল্পের নাটকে কাজ করি। যেহেতু প্রথম বার নারীকেন্দ্রিক গল্পের নাটকে কাজ করেছি, তাই আমারও পূর্ণ মনোযোগ ছিলো কাজটি নিয়ে। একটুও ছাড় দেইনি গল্পটা শতভাগ ফুটিয়ে তুলতে। তুহিন ভাইও অনেক শ্রম দিয়েছেন। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভীষণ ভালোলাগবে। ধন্যবাদ পুরো টিমকে, কারণ গল্পটা শতভাগ ফুটিয়ে তোলার জন্য পুরো টিমও অনেক কষ্ট করেছে। দর্শকের ভালোলাগার জন্যই আমি আমরা অনেক কষ্ট করি। দর্শকের যদি এই গল্প, এই নির্মাণ এবং সর্বোপরি আমার অভিনয় ভালোলাগে, তাহলেও কষ্ট স্বার্থক।’ এরইমধ্যে বৃষ্টি নাজমুল রনির নির্দেশনায় ‘পার্সেল’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
এই প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আওরঙ্গজেব’র রচনায় ও নাট্যনির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। নাটকে আরো অভিনয় করেছেন জীবন, প্রান্ত আবিদ, আশরাফুল আশিষ’সহ আরো অনেকেই। চিত্রগ্রহনে ছিলেন এস আর নিহাদ। সম্পাদনায় অমিতাভ মজুমদার। সম্প্রতি এনটিভির ইউটিউব চ্যানেলে নাকটি প্রচারে আসে। তানিয়া বৃষ্টি বলেন,‘ এবারই প্রথম আমি নারী কেন্দ্রিক গল্পের নাটকে অভিনয় করেছি। তুহিন ভাই সবসময়ই চেয়েছেন আমি যেন একটু ভিন্ন ঘরানার গল্পের নাটকে কাজ করি। যেহেতু প্রথম বার নারীকেন্দ্রিক গল্পের নাটকে কাজ করেছি, তাই আমারও পূর্ণ মনোযোগ ছিলো কাজটি নিয়ে। একটুও ছাড় দেইনি গল্পটা শতভাগ ফুটিয়ে তুলতে। তুহিন ভাইও অনেক শ্রম দিয়েছেন। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভীষণ ভালোলাগবে। ধন্যবাদ পুরো টিমকে, কারণ গল্পটা শতভাগ ফুটিয়ে তোলার জন্য পুরো টিমও অনেক কষ্ট করেছে। দর্শকের ভালোলাগার জন্যই আমি আমরা অনেক কষ্ট করি। দর্শকের যদি এই গল্প, এই নির্মাণ এবং সর্বোপরি আমার অভিনয় ভালোলাগে, তাহলেও কষ্ট স্বার্থক।’ এরইমধ্যে বৃষ্টি নাজমুল রনির নির্দেশনায় ‘পার্সেল’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন।