ব্যান্ড ফিডব্যাক এর প্রধান কণ্ঠশিল্পী শাহনুর রহমান লুমিন। দীর্ঘদিন ধরে স্টেজ শো এবং ব্যান্ডের গান নিয়েই ব্যস্ত থাকা এই শিল্পী সাম্প্রতিক বছরগুলোতে একক গানেও মনোযোগ দিয়েছেন। তারই অংশ হিসেবে ২ আগস্ট সন্ধ্যায় হাজির হলেন নতুন গান নিয়ে। লুমিনের নিজস্ব ইউটিউব চ্যানেল প্রকাশিত এই গানের নাম ‘কে’। গানটির কথা, সুর, সংগীতায়োজন ও ভিডিও নির্মাণ করেছেন রাজিব হোসেন। গানটি প্রসঙ্গে লুমিন বলেন, ‘এটি একটি স্যাড রোমান্টিক গান। গানের কথাগুলো অসাধারণ। কথার আবহের সঙ্গে মিল রেখে রাজিব হোসেন অসাধারণ সুর ও সংগীতায়োজন করেছেন। আমি বিশ্বাস করি, গানটি শ্রোতাদের মনে দাগ কাটবে।’ মাকসুদ অধ্যায়ের পর ২০০৩ সাল থেকে ফিডব্যাক ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে দায়িত্ব পালন করছেন লুমিন। ব্যান্ডের বাইরেও তার কিছু জনপ্রিয় একক গান রয়েছে। গত কোরবানির ঈদে প্রকাশ করেছিলেন ‘লাগ ভেলকি লাগ’।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
ব্যান্ড ফিডব্যাক এর প্রধান কণ্ঠশিল্পী শাহনুর রহমান লুমিন। দীর্ঘদিন ধরে স্টেজ শো এবং ব্যান্ডের গান নিয়েই ব্যস্ত থাকা এই শিল্পী সাম্প্রতিক বছরগুলোতে একক গানেও মনোযোগ দিয়েছেন। তারই অংশ হিসেবে ২ আগস্ট সন্ধ্যায় হাজির হলেন নতুন গান নিয়ে। লুমিনের নিজস্ব ইউটিউব চ্যানেল প্রকাশিত এই গানের নাম ‘কে’। গানটির কথা, সুর, সংগীতায়োজন ও ভিডিও নির্মাণ করেছেন রাজিব হোসেন। গানটি প্রসঙ্গে লুমিন বলেন, ‘এটি একটি স্যাড রোমান্টিক গান। গানের কথাগুলো অসাধারণ। কথার আবহের সঙ্গে মিল রেখে রাজিব হোসেন অসাধারণ সুর ও সংগীতায়োজন করেছেন। আমি বিশ্বাস করি, গানটি শ্রোতাদের মনে দাগ কাটবে।’ মাকসুদ অধ্যায়ের পর ২০০৩ সাল থেকে ফিডব্যাক ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে দায়িত্ব পালন করছেন লুমিন। ব্যান্ডের বাইরেও তার কিছু জনপ্রিয় একক গান রয়েছে। গত কোরবানির ঈদে প্রকাশ করেছিলেন ‘লাগ ভেলকি লাগ’।