ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও রাজনীতিবিদ ব্রাত্য বসু। সর্বশেষ তার দুটি সিনেমায় দেখা গিয়েছিল অভিনেতা মোশাররফ করিমকে। এবার তিনি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে। এ সিনেমার নাম ‘টান’। দুর্গাপূজার পরই শুরু হবে শুটিং, এমনটাই জানা গেল ভারতীয় গণমাধ্যমের সূত্রে। এর আগে ব্রাত্য বসু দুটি সিনেমা নির্মাণ করেন মোশাররফ করিমকে নিয়ে। ‘ডিকশনারি’ এবং ‘হুব্বা’ নামের ছবি দুটো বেশ আলোচনায় এসেছিল। জানা গিয়েছিল তার পরবর্তী সিনেমাতেও মোশাররফ করিম থাকবেন। কিন্তু এবার জানা গেল তার বদলে এবার যুক্ত হচ্ছেন চঞ্চল চৌধুরী। এক প্রতিবেদনে বলা হয়, ‘টান’ সিনেমাটি নির্মিত হচ্ছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে। গল্পে দেখা যাবে, এক বৃদ্ধের জীবনে হঠাৎ ফিরে আসেন তার পুরোনো প্রেমিকা। কিন্তু তখন তার আছে একটি গড়া সংসার, সন্তানসহ। অতীত আর বর্তমানের দ্বন্দ্বে তৈরি হয় জটিল এক মানবিক টানাপড়েন। এই বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে। আর তার পুরনো প্রেমিকার চরিত্রে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস। তাদের ছেলের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ কুণাল ঘোষ। এ মুহূর্তে সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি চলছে অভিনয়শিল্পীদের লুক টেস্ট ও চূড়ান্ত নির্বাচন। খুব শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এবং শিল্পীদের চেহারাভিত্তিক ফার্স্টলুক প্রকাশ করা হবে। এদিকে চঞ্চল চৌধুরী বর্তমানে প্রস্তুত হচ্ছেন আরও একটি বড়পর্দার কাজে। জানা গেছে, অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় ‘ত্রিধারা’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। সেখানে তার সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই সিনেমায় আরও থাকবেন কৌশিক গাঙ্গুলী। ‘ত্রিধারা’ হবে তিন ব্যক্তির সম্পর্কভিত্তিক জটিল জীবনের গল্প নিয়ে।
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও রাজনীতিবিদ ব্রাত্য বসু। সর্বশেষ তার দুটি সিনেমায় দেখা গিয়েছিল অভিনেতা মোশাররফ করিমকে। এবার তিনি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে। এ সিনেমার নাম ‘টান’। দুর্গাপূজার পরই শুরু হবে শুটিং, এমনটাই জানা গেল ভারতীয় গণমাধ্যমের সূত্রে। এর আগে ব্রাত্য বসু দুটি সিনেমা নির্মাণ করেন মোশাররফ করিমকে নিয়ে। ‘ডিকশনারি’ এবং ‘হুব্বা’ নামের ছবি দুটো বেশ আলোচনায় এসেছিল। জানা গিয়েছিল তার পরবর্তী সিনেমাতেও মোশাররফ করিম থাকবেন। কিন্তু এবার জানা গেল তার বদলে এবার যুক্ত হচ্ছেন চঞ্চল চৌধুরী। এক প্রতিবেদনে বলা হয়, ‘টান’ সিনেমাটি নির্মিত হচ্ছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে। গল্পে দেখা যাবে, এক বৃদ্ধের জীবনে হঠাৎ ফিরে আসেন তার পুরোনো প্রেমিকা। কিন্তু তখন তার আছে একটি গড়া সংসার, সন্তানসহ। অতীত আর বর্তমানের দ্বন্দ্বে তৈরি হয় জটিল এক মানবিক টানাপড়েন। এই বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে। আর তার পুরনো প্রেমিকার চরিত্রে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস। তাদের ছেলের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ কুণাল ঘোষ। এ মুহূর্তে সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি চলছে অভিনয়শিল্পীদের লুক টেস্ট ও চূড়ান্ত নির্বাচন। খুব শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এবং শিল্পীদের চেহারাভিত্তিক ফার্স্টলুক প্রকাশ করা হবে। এদিকে চঞ্চল চৌধুরী বর্তমানে প্রস্তুত হচ্ছেন আরও একটি বড়পর্দার কাজে। জানা গেছে, অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় ‘ত্রিধারা’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। সেখানে তার সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই সিনেমায় আরও থাকবেন কৌশিক গাঙ্গুলী। ‘ত্রিধারা’ হবে তিন ব্যক্তির সম্পর্কভিত্তিক জটিল জীবনের গল্প নিয়ে।