কিছুদিন আগে প্রকাশ পেলো এই প্রজন্মের সংগীতশিল্পী বেলী আফরোজের কণ্ঠে নতুন মৌলিক গান ‘আমায় ঠকাইলে’। গানটি লিখেছেন এআর রাব্বি। সুর সংগীত করেছেন ইফতেখারুল এহতেশাম লেনিন। গানটি প্রকাশের পর থেকেই গানটির প্রতি শ্রোতা দর্শকের ভালো লাগা বাড়ছে বলে জানান বেলী। ‘আমায় ঠকাইলে’র পর বেলীরও ইচ্ছে রয়েছে আরও ভালো ভালো মৌলিক গান করার। ২০২৫ সালে আরও মৌলিক গান প্রকাশ করার ইচ্ছে রয়েছে তার। তিনি আরও জানান বছরজুড়েই স্টেজ শো’তে তিনি দেশে বিদেশে বেশ ব্যস্ত থাকেন। তবে শুধু স্টেজ শো নিয়েই যে তিনি ব্যস্ত থাকেন এমনটা নয়। নিজের মৌলিক গান প্রকাশেও তিনি সচেতন। বেলী আফরোজ বলেন, ‘শ্রোতা দর্শকের কথা ভাবনায় রেখেই আমি চেষ্টা করি মৌলিক গান প্রকাশের। আমায় ঠকাইলে গানের কথা আমার কাছে বেশি ভালো লাগেছে। সুরটাও আমার মন কেড়েছে। ভিডিওটি নির্মাণে যাওয়ার আগে যখন গল্পটা শুনেছি, আমার কাছে মনে হয়েছে এই ধরনের একটি মিউজিক ভিডিওতে আমার সেরা পারফর্ম্যান্সটাই দিতে হবে। আমিতো আসলে গায়িকা, অভিনেত্রী নই। কিন্তু তারপরও এই গানের মিউজিক ভিডিওতে আমি পাগলী চরিত্রে মন দিয়ে অভিনয় করার চেষ্টা করছি। অনেক কষ্ট করতে হয়েছে, তারপরও আমি চেয়েছি সবমিলিয়ে যেন মিউজিক ভিডিওটা ভালো হয়, শ্রোতা দর্শকেরও যেন ভালোলাগে। গানটি প্রকাশের পর গানের জন্য যেমন সাড়া পাচ্ছি, বিশেষত পাগলী চরিত্রে অভিনয়ের জন্যও দারুণ সাড়া পাচ্ছি।’
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
কিছুদিন আগে প্রকাশ পেলো এই প্রজন্মের সংগীতশিল্পী বেলী আফরোজের কণ্ঠে নতুন মৌলিক গান ‘আমায় ঠকাইলে’। গানটি লিখেছেন এআর রাব্বি। সুর সংগীত করেছেন ইফতেখারুল এহতেশাম লেনিন। গানটি প্রকাশের পর থেকেই গানটির প্রতি শ্রোতা দর্শকের ভালো লাগা বাড়ছে বলে জানান বেলী। ‘আমায় ঠকাইলে’র পর বেলীরও ইচ্ছে রয়েছে আরও ভালো ভালো মৌলিক গান করার। ২০২৫ সালে আরও মৌলিক গান প্রকাশ করার ইচ্ছে রয়েছে তার। তিনি আরও জানান বছরজুড়েই স্টেজ শো’তে তিনি দেশে বিদেশে বেশ ব্যস্ত থাকেন। তবে শুধু স্টেজ শো নিয়েই যে তিনি ব্যস্ত থাকেন এমনটা নয়। নিজের মৌলিক গান প্রকাশেও তিনি সচেতন। বেলী আফরোজ বলেন, ‘শ্রোতা দর্শকের কথা ভাবনায় রেখেই আমি চেষ্টা করি মৌলিক গান প্রকাশের। আমায় ঠকাইলে গানের কথা আমার কাছে বেশি ভালো লাগেছে। সুরটাও আমার মন কেড়েছে। ভিডিওটি নির্মাণে যাওয়ার আগে যখন গল্পটা শুনেছি, আমার কাছে মনে হয়েছে এই ধরনের একটি মিউজিক ভিডিওতে আমার সেরা পারফর্ম্যান্সটাই দিতে হবে। আমিতো আসলে গায়িকা, অভিনেত্রী নই। কিন্তু তারপরও এই গানের মিউজিক ভিডিওতে আমি পাগলী চরিত্রে মন দিয়ে অভিনয় করার চেষ্টা করছি। অনেক কষ্ট করতে হয়েছে, তারপরও আমি চেয়েছি সবমিলিয়ে যেন মিউজিক ভিডিওটা ভালো হয়, শ্রোতা দর্শকেরও যেন ভালোলাগে। গানটি প্রকাশের পর গানের জন্য যেমন সাড়া পাচ্ছি, বিশেষত পাগলী চরিত্রে অভিনয়ের জন্যও দারুণ সাড়া পাচ্ছি।’