মঞ্চে উঠছে হকারদের কর্মচঞ্চল জগৎ। এই প্রযোজনা নাম ‘সংস অব হকার’ বা ‘হকারের গান’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার উদ্যোগে এই নাটকের মাধ্যমে উঠে আসবে একটি কাব্যিক, প্রহসনমূলক ও হাস্যরসাত্মক গল্প। রাস্তার হকারদের জীবনধারাকে তুলে ধরবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্মাতা যাযি আয়ুন। মঞ্চে যারা থাকবেনÑ ইমাম হোসেন, এমএস রানা, পিকে ফজল ও সুরাইয়া টি. মৌ। ১ ঘণ্টার এই প্রযোজনাটি হবে ৮ ও ৯ আগস্ট সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা জানায়, নাটকটি সবার জন্য উন্মুক্ত থাকবে। যাযি আয়ুনের দীর্ঘদিনের আগ্রহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রতি। সেই আগ্রহ থেকেই তিনি মঞ্চে এনেছেন বাংলাদেশি হকারদের চঞ্চল, বর্ণিল ও কর্মচঞ্চল জগৎ—যারা শহরের রাস্তায় ঘুরে ঘুরে নানা পণ্যের ডাক দিয়ে শহরের ছন্দ সৃষ্টি করেন। নাটকটি তিনটি ছোট গল্পের মাধ্যমে বিন্যস্তÑ ‘দ্য সিক্রেট’, ‘দ্য থিফ রিওয়ার্ডেড’ এবং ‘দ্য কম্পিটিশন’। বাংলা ও ভাঙা ভাঙা ইংরেজির সংমিশ্রণে সংলাপ পরিবেশনের মাধ্যমে মঞ্চে জীবন্ত হয়ে উঠবে থিয়েটার, নৃত্য,
পাপেট, ক্লাউনিং ও অ্যাক্রোবেটিক্সের চমৎকার এক সমন্বয়। চরিত্রগুলো তাদের অসম্পূর্ণতা ও হাস্যরস দিয়ে আমাদের মন ছুঁয়ে যাবেÑ ঠিক যেমন বাস্তব জীবনের মানুষজন। এমনটাই জানান নির্মাতা। নাটকটির প্রেরণা এসেছে উনবিংশ শতাব্দীর ফরাসি নাট্যধারা গ্রাঁ গুইনিওল থেকে, যা শারীরিক অভিব্যক্তি ও অতিরঞ্জিত অভিনয়ের মাধ্যমে বাস্তবতাকে রূপায়িত করে। এই প্রযোজনাটি শুধুই একটি কমেডি নয়Ñ এটি এক ধরনের শ্রদ্ধার্ঘ্য। তাদের প্রতি শ্রদ্ধা যারা প্রতিদিন শহরের পথঘাটে ফেরি করে ফেরে, সাশ্রয়ী ও সহজলভ্য পণ্য নিয়ে এবং যাদের অনর্গল ডাক নাগরিক জীবনে এক ধরনের অনির্দেশ্য কাব্যিকতা যোগ করে।
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
মঞ্চে উঠছে হকারদের কর্মচঞ্চল জগৎ। এই প্রযোজনা নাম ‘সংস অব হকার’ বা ‘হকারের গান’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার উদ্যোগে এই নাটকের মাধ্যমে উঠে আসবে একটি কাব্যিক, প্রহসনমূলক ও হাস্যরসাত্মক গল্প। রাস্তার হকারদের জীবনধারাকে তুলে ধরবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্মাতা যাযি আয়ুন। মঞ্চে যারা থাকবেনÑ ইমাম হোসেন, এমএস রানা, পিকে ফজল ও সুরাইয়া টি. মৌ। ১ ঘণ্টার এই প্রযোজনাটি হবে ৮ ও ৯ আগস্ট সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা জানায়, নাটকটি সবার জন্য উন্মুক্ত থাকবে। যাযি আয়ুনের দীর্ঘদিনের আগ্রহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রতি। সেই আগ্রহ থেকেই তিনি মঞ্চে এনেছেন বাংলাদেশি হকারদের চঞ্চল, বর্ণিল ও কর্মচঞ্চল জগৎ—যারা শহরের রাস্তায় ঘুরে ঘুরে নানা পণ্যের ডাক দিয়ে শহরের ছন্দ সৃষ্টি করেন। নাটকটি তিনটি ছোট গল্পের মাধ্যমে বিন্যস্তÑ ‘দ্য সিক্রেট’, ‘দ্য থিফ রিওয়ার্ডেড’ এবং ‘দ্য কম্পিটিশন’। বাংলা ও ভাঙা ভাঙা ইংরেজির সংমিশ্রণে সংলাপ পরিবেশনের মাধ্যমে মঞ্চে জীবন্ত হয়ে উঠবে থিয়েটার, নৃত্য,
পাপেট, ক্লাউনিং ও অ্যাক্রোবেটিক্সের চমৎকার এক সমন্বয়। চরিত্রগুলো তাদের অসম্পূর্ণতা ও হাস্যরস দিয়ে আমাদের মন ছুঁয়ে যাবেÑ ঠিক যেমন বাস্তব জীবনের মানুষজন। এমনটাই জানান নির্মাতা। নাটকটির প্রেরণা এসেছে উনবিংশ শতাব্দীর ফরাসি নাট্যধারা গ্রাঁ গুইনিওল থেকে, যা শারীরিক অভিব্যক্তি ও অতিরঞ্জিত অভিনয়ের মাধ্যমে বাস্তবতাকে রূপায়িত করে। এই প্রযোজনাটি শুধুই একটি কমেডি নয়Ñ এটি এক ধরনের শ্রদ্ধার্ঘ্য। তাদের প্রতি শ্রদ্ধা যারা প্রতিদিন শহরের পথঘাটে ফেরি করে ফেরে, সাশ্রয়ী ও সহজলভ্য পণ্য নিয়ে এবং যাদের অনর্গল ডাক নাগরিক জীবনে এক ধরনের অনির্দেশ্য কাব্যিকতা যোগ করে।