বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালির প্রাণের কবি তিনি। বাঙালির সকল কাজেই রবীন্দ্রনাথ থাকেন। বাঙালি দিন শুরু করে রবীন্দ্রনাথ দিয়ে। বিশ্বকবির ৬৪তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে নানা আয়োজন করেছে চ্যানেল আই। গত ১ আগস্ট থেকে সকালে রবীন্দ্রনাথের বিষয় ভিত্তিক গান দিয়ে শুরু করা হতো দিন। রবীন্দ্রনাথের ভাঙার গান, ছোটদের গান, প্রেমের গান, বাউল গানসহ বিভিন্ন ধরনের গান। আজ ৬ আগস্ট রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে সকাল ১১.৩০ থেকে শুরু হবে সরাসরি রবীন্দ্রনাথ। অনুষ্ঠানে থাকবে রবীন্দ্রনাথের সাহিত্য কর্ম নিয়ে আলোচনা, গান, কবিতাসহ নানান পরিবেশনা। বিকাল ০৩:০৫ মিনিটে টেলিফিল্ম অরণী। বিকেল ০৪:৪০ মিনিটে বিশেষ অণিমা রায়ের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অশ্রুনদীর সুদূর পারে। বিকেল ০৫:৩০ মিনিটে শাইখ সিরজ-এর পরিকল্পনা ও উপস্থাপনায় গণমানুষের রবীন্দ্রনাথ। ০৬:২৫ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা ও উপস্থাপনায় কবিগুরু তুমি রবে নীরবে। এ ছাড়া থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘সেদিন ছিল ২২ শে শ্রাবণ’। জামাল রেজার প্রযোজনায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফয়জুল কবীর, কবি মজিদ মাহমুদ এবং পিয়াস মজিদ।
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালির প্রাণের কবি তিনি। বাঙালির সকল কাজেই রবীন্দ্রনাথ থাকেন। বাঙালি দিন শুরু করে রবীন্দ্রনাথ দিয়ে। বিশ্বকবির ৬৪তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে নানা আয়োজন করেছে চ্যানেল আই। গত ১ আগস্ট থেকে সকালে রবীন্দ্রনাথের বিষয় ভিত্তিক গান দিয়ে শুরু করা হতো দিন। রবীন্দ্রনাথের ভাঙার গান, ছোটদের গান, প্রেমের গান, বাউল গানসহ বিভিন্ন ধরনের গান। আজ ৬ আগস্ট রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে সকাল ১১.৩০ থেকে শুরু হবে সরাসরি রবীন্দ্রনাথ। অনুষ্ঠানে থাকবে রবীন্দ্রনাথের সাহিত্য কর্ম নিয়ে আলোচনা, গান, কবিতাসহ নানান পরিবেশনা। বিকাল ০৩:০৫ মিনিটে টেলিফিল্ম অরণী। বিকেল ০৪:৪০ মিনিটে বিশেষ অণিমা রায়ের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অশ্রুনদীর সুদূর পারে। বিকেল ০৫:৩০ মিনিটে শাইখ সিরজ-এর পরিকল্পনা ও উপস্থাপনায় গণমানুষের রবীন্দ্রনাথ। ০৬:২৫ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা ও উপস্থাপনায় কবিগুরু তুমি রবে নীরবে। এ ছাড়া থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘সেদিন ছিল ২২ শে শ্রাবণ’। জামাল রেজার প্রযোজনায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফয়জুল কবীর, কবি মজিদ মাহমুদ এবং পিয়াস মজিদ।