বিনোদন প্রতিবেদক

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

নতুন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

image

নতুন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
বিনোদন প্রতিবেদক

সম্প্রচারে নতুন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’। ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে এটির সম্প্রচার শুরু হচ্ছে। জানিয়েছে মাছরাঙা কর্তৃপক্ষ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক, আব্দুল্লাহ রানা, মিলি বাসার প্রমুখ। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে নাটকটি। নাটকটি সম্পর্কে পরিচালক কচি খন্দকার বলেন, ‘এই সমাজে অনেক মেধাবী মানুষ আছে, যারা যোগ্য হলেও সুযোগ পায় না। কারণ তারা তেল দিতে পারে না। আবার অনেক অযোগ্য মানুষ তেল দিয়েই উন্নতির শিখরে পৌঁছে যায়। এটা আমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দেয়। এই কষ্ট থেকেই নাটকের গল্প লেখার অনুপ্রেরণা পাই। একজন মানুষ যখন সত্য-মিথ্যার বাছবিচার না করে শুধু নিজের স্বার্থে তোষামোদ করে, তখন সে নিজের অজান্তেই ভুল পথে হাঁটে। এভাবেই সমাজ থেকে মেধা হারিয়ে যায়। নাটকের মাধ্যমে এই বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি নাটকটি দর্শকের মনে প্রভাব ফেলবে।’ এতে দেখা যাবে, সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষ। একদল বিশ্বাস করে উন্নতির জন্য তেল বা তোষামোদের

বিকল্প নেই। অন্য দলটি তোষামোদবিমুখ, নীতির জায়গায় অটল থেকে লড়ে যায় প্রতিকূলতার সঙ্গে। এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে নাটকের দুটি পরিবার। একটি পরিবার একসময় তিলের খাজার ব্যবসা করতো। এখন তারা রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতাবানদের তোষামোদ করে বিশাল ব্যবসা গড়ে তুলেছে। তাদের ব্যবসা সরিষার তেল, নারিকেল তেলের। এমনকি পেট্রোলের ব্যবসাও আছে। তাদের কোম্পানির নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড। অন্যদিকে, রয়েছে আরেক পরিবার যারা সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত। তোষামোদ নয়, তারা নিজেদের নীতিতেই বিশ্বাসী।

এই দুই পরিবারের মধ্যকার সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক সংঘাত নিয়েই এগোবে নাটকের কাহিনি।

‘বিনোদন’ : আরও খবর

» অ্যালবাম কবে আসবে, জানাল ব্ল্যাকপিঙ্ক

» আজকাল আপন-পর চিনতে পারছি : তৌসিফ

» রজনীকান্তের ‘কুলি’ ৭০০ কোটির ক্লাবে

» নিজের নির্দেশনায় ফিরলেন সোহেল আরমান, সঙ্গে শানু

» আবার সম্প্রচারে ‘কোক স্টুডিও বাংলা’

» আসছে শাকিবের ‘সোলজার’

» অপু আমানের কথা-সুরে নিশাতের কন্ঠে ‘বিদেশে যাইওনা রে বন্ধু’

» ফিরছেন দীপিকা

» শুক্রবার চ্যানেল আইতে টেলিফিল্ম ‘ফেরারী প্রেম’

» মঞ্চায়ন হলো শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’

» কেএম সোহাগ রানার ধারাবাহিক ‘দেনা পাওনা’

» সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন জাহিদ হাসান

» গুলশান হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার দেখানো হলো

» ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘ডট’

» আসছে ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’ সিজন-২

» ফোবানা সম্মেলনে পারফর্ম করবেন জায়েদ খান

» বুসান উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন

» ১৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসিফ

» প্রকাশ্যে পায়গাম রাব্বানীর ‘শীতের সকাল’

» ‘জয়িতার দিনরাত্রি’তে অনবদ্য বৃষ্টি