ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী অনেক নাটকে অভিনয় করে দর্শক-প্রশংসা কুড়িয়েছেন। এবার আরেক নাটকে জুটি হয়েছেন তারা। নাটকের নাম ‘শালিক বালিকা’। মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তির আয়োজন হিসেবে ‘শালিক বালিকা’ নাটক নির্মাণ করেছেন পরিচালক মাহমুদ মাহিন। কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। ‘শালিক বালিকা’ নাটকে ইয়াশ-তটিনী জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ আজম খান, আশরাফ টুলু, নাঈমা নিশো, নাজিরী সাগর, সাব্বির আহমেদ প্রমুখ। অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে তটিনীর সঙ্গে সর্বাধিক নাটকে জুটি বাঁধার সুযোগ হয়েছে শুধু দর্শকের কারণে। শুরু থেকেই তারা আমাদের জুটিকে পছন্দ করছেন এবং নতুন গল্পে প্রত্যাশার কথা জানিয়ে আসছেন। যে কারণে নির্মাতারাও আমাদের নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। পর্দায় তুলে ধরছেন নানা ধরনের গল্প ও চরিত্র। সে কারণে ভালোবাসার নতুন গল্প নিয়ে নির্মিত ‘শাকিল বালিকা’ নাটকে আবার তটিনীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা। নাটকটি দর্শকপ্রত্যাশা পূরণ করছে জেনে কাজের সার্থকতা পাচ্ছি।’ টেলিভিশনের প্রচারের পর সম্প্রতি সুলতান এন্টারনেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে। প্রকাশের পরপরই নাটকটি ফের দর্শকের মাঝে সাড়া ফেলছে। অনিন্দ্য অভিনয়ের সুবাদে প্রশংসাও কুড়াতে শুরু করেছেন ইয়াশ-তটিনী জুটি।
রোববার, ১০ আগস্ট ২০২৫
ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী অনেক নাটকে অভিনয় করে দর্শক-প্রশংসা কুড়িয়েছেন। এবার আরেক নাটকে জুটি হয়েছেন তারা। নাটকের নাম ‘শালিক বালিকা’। মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তির আয়োজন হিসেবে ‘শালিক বালিকা’ নাটক নির্মাণ করেছেন পরিচালক মাহমুদ মাহিন। কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। ‘শালিক বালিকা’ নাটকে ইয়াশ-তটিনী জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ আজম খান, আশরাফ টুলু, নাঈমা নিশো, নাজিরী সাগর, সাব্বির আহমেদ প্রমুখ। অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে তটিনীর সঙ্গে সর্বাধিক নাটকে জুটি বাঁধার সুযোগ হয়েছে শুধু দর্শকের কারণে। শুরু থেকেই তারা আমাদের জুটিকে পছন্দ করছেন এবং নতুন গল্পে প্রত্যাশার কথা জানিয়ে আসছেন। যে কারণে নির্মাতারাও আমাদের নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। পর্দায় তুলে ধরছেন নানা ধরনের গল্প ও চরিত্র। সে কারণে ভালোবাসার নতুন গল্প নিয়ে নির্মিত ‘শাকিল বালিকা’ নাটকে আবার তটিনীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা। নাটকটি দর্শকপ্রত্যাশা পূরণ করছে জেনে কাজের সার্থকতা পাচ্ছি।’ টেলিভিশনের প্রচারের পর সম্প্রতি সুলতান এন্টারনেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে। প্রকাশের পরপরই নাটকটি ফের দর্শকের মাঝে সাড়া ফেলছে। অনিন্দ্য অভিনয়ের সুবাদে প্রশংসাও কুড়াতে শুরু করেছেন ইয়াশ-তটিনী জুটি।