সামাজিক মাধ্যমে বেশ পরিচিত ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রুশ মডেল মনিকা কবির। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই রুশ তরুণী বাংলাদেশের ছেলে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। মনিকার জন্ম রাশিয়াতে হলেও তিনি বাংলা ভাষায় কথা বলতে পারেন। সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার মস্কোতে আমার জন্ম। আমার বাবা ভারতীয় ও মা রাশিয়ান। যখন আমার ৫ বছর বয়স তখন আমি বাংলাদেশে এসেছিলাম। আমার বাবার ব্যবসা ছিল এখানে। এরপর আমি মার কাছে চলে যাই। রাশিয়ায় আমার মার কাছে গেলেও আমি বাংলা ভাষা ভুলিনি। মনিকা আরও বলেন, আমার মা রাশিয়ান, আমার বাবা ভারতীয় হলেও আমার বাংলাদেশ ভালো লাগে। বিয়েটা আসলে মনের ওপর নির্ভর করে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সব বাংলাদেশির মন ভালো নয়, সব ভারতীয়র মন ভালো নয় আবার সব রাশিয়ানের মন ভালো নয়। তাই বলব, যার মন বেশি ভালো হবে তাকে বিয়ে করব। বিয়ে প্রসঙ্গে এ মডেল আরও বলেন, তবে আমার ইচ্ছা হয়তো বাংলাদেশে। কারণ এ দেশের পাঞ্জাবি পরা ছেলেদের আমার অনেক ভালো লাগে। মনিকা কবির এখন ফ্যাশন ব্র্যান্ড ‘আনজারার’ সঙ্গে কাজ করছেন। ‘আনজারা গার্ল’ পরিচয়ে বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ জনপ্রিয় করে তুলতে কাজ করছেন।
সোমবার, ১১ আগস্ট ২০২৫
সামাজিক মাধ্যমে বেশ পরিচিত ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রুশ মডেল মনিকা কবির। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই রুশ তরুণী বাংলাদেশের ছেলে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। মনিকার জন্ম রাশিয়াতে হলেও তিনি বাংলা ভাষায় কথা বলতে পারেন। সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার মস্কোতে আমার জন্ম। আমার বাবা ভারতীয় ও মা রাশিয়ান। যখন আমার ৫ বছর বয়স তখন আমি বাংলাদেশে এসেছিলাম। আমার বাবার ব্যবসা ছিল এখানে। এরপর আমি মার কাছে চলে যাই। রাশিয়ায় আমার মার কাছে গেলেও আমি বাংলা ভাষা ভুলিনি। মনিকা আরও বলেন, আমার মা রাশিয়ান, আমার বাবা ভারতীয় হলেও আমার বাংলাদেশ ভালো লাগে। বিয়েটা আসলে মনের ওপর নির্ভর করে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সব বাংলাদেশির মন ভালো নয়, সব ভারতীয়র মন ভালো নয় আবার সব রাশিয়ানের মন ভালো নয়। তাই বলব, যার মন বেশি ভালো হবে তাকে বিয়ে করব। বিয়ে প্রসঙ্গে এ মডেল আরও বলেন, তবে আমার ইচ্ছা হয়তো বাংলাদেশে। কারণ এ দেশের পাঞ্জাবি পরা ছেলেদের আমার অনেক ভালো লাগে। মনিকা কবির এখন ফ্যাশন ব্র্যান্ড ‘আনজারার’ সঙ্গে কাজ করছেন। ‘আনজারা গার্ল’ পরিচয়ে বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ জনপ্রিয় করে তুলতে কাজ করছেন।