হিন্দি সিনেমার ভিড়ে কলকাতায় মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলো সেভাবে হল পায় না বললেই চলে। বিভিন্ন সময়েই বুকিং সংকট নিয়ে কথা বলতে শোনা গেছে টলিউড শিল্পী-নির্মাতাদের। সেদিক থেকে অগ্রিম বুকিংয়ে যেন ঝড় তুলেছে দেব-শুভশ্রী জুটির আসন্ন সিনেমা ‘ধূমকেতু’। কলকাতার প্রিয়া সিনেমাহলের কর্ণধার অরিজিৎ দত্ত এক পোস্টে লিখেছেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য ধূমকেতু ছবির অ্যাডভান্স বুকিং বেড়েই চলেছে।’ সেই পোস্টটি গতকাল রোববার দুপুরে দেব শেয়ার করে লিখেন, কোনও শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া অবধি এই জার্নি। সবটাই দর্শকের চাহিদায়। আগামী ১৪ আগস্ট থেকে সব সিনেমাহলে। ইতোমধ্যেই ‘ধূমকেতু’র প্রায় সাড়ে ছয় হাজারের বেশি অগ্রিম টিকিট বুকিং হয়েছে। সেই আপডেট ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে প্রযোজক রানা সরকার ও দেব। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমার মধ্য দিয়ে প্রায় ১০ বছর পর পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী।
সোমবার, ১১ আগস্ট ২০২৫
হিন্দি সিনেমার ভিড়ে কলকাতায় মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলো সেভাবে হল পায় না বললেই চলে। বিভিন্ন সময়েই বুকিং সংকট নিয়ে কথা বলতে শোনা গেছে টলিউড শিল্পী-নির্মাতাদের। সেদিক থেকে অগ্রিম বুকিংয়ে যেন ঝড় তুলেছে দেব-শুভশ্রী জুটির আসন্ন সিনেমা ‘ধূমকেতু’। কলকাতার প্রিয়া সিনেমাহলের কর্ণধার অরিজিৎ দত্ত এক পোস্টে লিখেছেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য ধূমকেতু ছবির অ্যাডভান্স বুকিং বেড়েই চলেছে।’ সেই পোস্টটি গতকাল রোববার দুপুরে দেব শেয়ার করে লিখেন, কোনও শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া অবধি এই জার্নি। সবটাই দর্শকের চাহিদায়। আগামী ১৪ আগস্ট থেকে সব সিনেমাহলে। ইতোমধ্যেই ‘ধূমকেতু’র প্রায় সাড়ে ছয় হাজারের বেশি অগ্রিম টিকিট বুকিং হয়েছে। সেই আপডেট ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে প্রযোজক রানা সরকার ও দেব। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমার মধ্য দিয়ে প্রায় ১০ বছর পর পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী।