দর্শকদের মাঝে উত্তেজনা বাড়াচ্ছে চলচ্চিত্র নির্মাতা লোকেশ কনাগারাজ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কুলি’। সিনেমার কাহিনি জানা না যাওয়ায় আলোচনার শীর্ষে দক্ষিণী অভিনেতা রজনীকান্ত অভিনীত নতুন এ সিনেমা। ‘কুলি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। ট্রেলার দেখে ধারণা করা হচ্ছে, স্বর্ণ পাচারের পটভূমিতে গড়ে উঠেছে এ ছবির গল্প। গল্পে এক ‘কুলি’র অতীত আর বর্তমানের টানাপোড়েনে দেখা মিলবে রজনীকান্তের দুর্দান্ত রূপ। থ্রিল আর রহস্যের আবহে তৈরি ‘কুলি’ সিনেমায় রয়েছেন আমির খান, দক্ষিণী তারকা নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজের মতো তারকারা। বিশেষ আকর্ষণ হিসেবে সিনেমায় দেখা যাবে পূজা হেগড়েকে। এ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের ৫ জুলাই। অ্যাকশন ঘরানার সিনেমাটি নির্মাণ করতে ব্যয় করা হয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি রুপি। প্রিন্ট ও প্রচারণায় আরও অতিরিক্ত ২৫ কোটি খরচ হওয়ায় সিনেমাটির সর্বমোট বাজেট দাঁড়িয়েছে ৩৭৫ কোটি। সিনেবোদ্ধারা ধারণা করছেন, সিনেমাটি বক্স অফিসে এক হাজার কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। নতুন কোনো রেকর্ড গড়তে বলেও অনুমান করা হচ্ছে। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
সোমবার, ১১ আগস্ট ২০২৫
দর্শকদের মাঝে উত্তেজনা বাড়াচ্ছে চলচ্চিত্র নির্মাতা লোকেশ কনাগারাজ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কুলি’। সিনেমার কাহিনি জানা না যাওয়ায় আলোচনার শীর্ষে দক্ষিণী অভিনেতা রজনীকান্ত অভিনীত নতুন এ সিনেমা। ‘কুলি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। ট্রেলার দেখে ধারণা করা হচ্ছে, স্বর্ণ পাচারের পটভূমিতে গড়ে উঠেছে এ ছবির গল্প। গল্পে এক ‘কুলি’র অতীত আর বর্তমানের টানাপোড়েনে দেখা মিলবে রজনীকান্তের দুর্দান্ত রূপ। থ্রিল আর রহস্যের আবহে তৈরি ‘কুলি’ সিনেমায় রয়েছেন আমির খান, দক্ষিণী তারকা নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজের মতো তারকারা। বিশেষ আকর্ষণ হিসেবে সিনেমায় দেখা যাবে পূজা হেগড়েকে। এ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের ৫ জুলাই। অ্যাকশন ঘরানার সিনেমাটি নির্মাণ করতে ব্যয় করা হয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি রুপি। প্রিন্ট ও প্রচারণায় আরও অতিরিক্ত ২৫ কোটি খরচ হওয়ায় সিনেমাটির সর্বমোট বাজেট দাঁড়িয়েছে ৩৭৫ কোটি। সিনেবোদ্ধারা ধারণা করছেন, সিনেমাটি বক্স অফিসে এক হাজার কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। নতুন কোনো রেকর্ড গড়তে বলেও অনুমান করা হচ্ছে। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।