দেশীয় শোবিজের দুই কিংবদন্তি শিল্পী দিলারা জামান ও আবুল হায়াতকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বেলা ও বিকেল’। দিলারা জামান অভিনয় করেছেন বেলা চরিত্রে আর আবুল হায়াত বিকেল চরিত্রে। তাদের সঙ্গে আরও রয়েছেন এ প্রজন্মের অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম। এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মূলত বেলা ও বিকেলের গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। গল্পের প্রয়োজনে অন্যান্য চরিত্রও গুরুত্ব পেয়েছে। দিলারা ভাবির সঙ্গে
বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছি। তবে নাটকের নাম ভূমিকায় এর আগে সম্ভবত আমরা একসঙ্গে কাজ করিনি। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’ দিলারা জামান বলেন, ‘এখনও সুস্থ আছি, ভালো আছি, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে কাজ করতে পারছি- এটাই আসলে অনেক বড় বিষয়। কারণ বয়স তো আর কম হলো না। তারপরও ঠিকঠাকমতো এখনও কাজ করতে পারছি, এটাই ভালো লাগার। ‘বেলা ও বিকেল’ নাটকে কাজ করে বেশ ভালো লেগেছে। আমি বেলার ভূমিকায় অভিনয় করেছি।’ পরিচালক শরীফুল ইসলাম শামীম জানান, শিগগিরই ‘বেলা ও বিকেল’ নাটকটি এনিগমা টিভিতে প্রচার হবে।