বিনোদন প্রতিবেদক

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

‘সানিডেল স্কুল ফিল্ম ফেস্টিভ্যাল’র জন্য চলচ্চিত্র ‘বাস নাম্বার সিক্স’ নির্মাণ করে শিক্ষার্থী কাজী আকিফ

image

‘সানিডেল স্কুল ফিল্ম ফেস্টিভ্যাল’র জন্য চলচ্চিত্র ‘বাস নাম্বার সিক্স’ নির্মাণ করে শিক্ষার্থী কাজী আকিফ

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
বিনোদন প্রতিবেদক

সানিডেল স্কুলের শিক্ষার্থী কাজী আকিফ। অল্প বয়সেই ‘বাস নাম্বার সিক্স’ চলচ্চিত্র নির্মাণ করে সকলকে অবাক করে দিয়েছেন। কাজী আকিফ হলো বিটিভির জনপ্রিয় উপস্থাপক সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের সুযোগ্য সন্তান। সম্প্রতি বাংলাদেশের স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল সানিডেল-এ অনুষ্ঠিত হয়ে গেলো সানিডেল স্কুল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫।

সানিডেল স্কুল ফিল্ম ক্লাবের আয়োজনে এই ফিল্ম ফেস্টিভ্যালে বিভিন্ন স্কুল ও কলেজের ১১টি দল তাদের নিজস্ব প্রযোজনার বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করে। দিনব্যাপি এই আয়োজনে অংশগ্রহণকারী স্কুলের সদস্যরা ছাড়াও ব্যাপক সংখ্যক দর্শণার্থী উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির প্রধান সানিডেল স্কুলের ফিল্ম ক্লাবের সভাপতি কাজী আহনাফ আকিফ মমরেজ বলেন, অনুষ্ঠানটি ছিলো তাদের ক্লাবের অনেক দিনের স্বপ্ন; যা সেদিন বিপুল উৎসাহ- উদ্দীপনা আর ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে স্বার্থক হয়েছে।

এই স্কুল চলচ্চিত্র উৎসবে রাষ্ট্রীয় পুরস্কার জয়ী খ্যাতিমান অভিনেত্রী সূচন্দা ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। এই প্রদর্শনীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী জয়া আহসান ও আন্তর্জাতিক সিনেমা ক্রিটিক বিধান রিবেরু উপস্থিত থাকার কথা থাকলেও তারা শেষ পর্যন্ত অংশ নিতে পারেননি। এজন্য আয়োজকদের নিকট দুঃখ প্রকাশ করেছেন। সানিডেল স্কুলের ফিল্ম ক্লাবের সভাপতি কাজী আকিফ মমরেজ পরিচালিত ‘বাস নাম্বার সিক্স’ ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত হয়।

আকিফ ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণে উচ্চ শিক্ষা গ্রহণ করে বাংলা চলোচিত্রের বিশ্বায়নে নিবেদিত হতে চান বলে জানান। সানিডেলসহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ আয়োজনটিকে যথেষ্ট মানসম্মত, শিক্ষামূলক ও উৎসাহব্যঞ্জক বলে বাহবা দিয়েছেন।

উৎসবের শেষ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। সানিডেল স্কুলের প্রিন্সিপাল শিক্ষাবিদ ইয়াসমিন হাবিব বলেন, সানিডেল প্রতিবছর এই উৎসব আয়োজনের ধারা অব্যাহত রাখবে এবং নতুন প্রজন্মের সিনেমা তৈরির সকল ক্ষেত্রের প্রতিভা অন্বেষণে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই আয়োজনের সাফল্যে আমি গর্বিত।

‘বিনোদন’ : আরও খবর

» অ্যালবাম কবে আসবে, জানাল ব্ল্যাকপিঙ্ক

» আজকাল আপন-পর চিনতে পারছি : তৌসিফ

» রজনীকান্তের ‘কুলি’ ৭০০ কোটির ক্লাবে

» নিজের নির্দেশনায় ফিরলেন সোহেল আরমান, সঙ্গে শানু

» আবার সম্প্রচারে ‘কোক স্টুডিও বাংলা’

» আসছে শাকিবের ‘সোলজার’

» অপু আমানের কথা-সুরে নিশাতের কন্ঠে ‘বিদেশে যাইওনা রে বন্ধু’

» ফিরছেন দীপিকা

» শুক্রবার চ্যানেল আইতে টেলিফিল্ম ‘ফেরারী প্রেম’

» মঞ্চায়ন হলো শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’

» কেএম সোহাগ রানার ধারাবাহিক ‘দেনা পাওনা’

» সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন জাহিদ হাসান

» গুলশান হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার দেখানো হলো

» ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘ডট’

» আসছে ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’ সিজন-২

» ফোবানা সম্মেলনে পারফর্ম করবেন জায়েদ খান

» বুসান উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন

» ১৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসিফ

» প্রকাশ্যে পায়গাম রাব্বানীর ‘শীতের সকাল’

» ‘জয়িতার দিনরাত্রি’তে অনবদ্য বৃষ্টি