দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবার মোশাররফ করিম ও এই প্রজন্মের মিম চৌধুরী একসঙ্গে একই পরিচালকের দুটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। দুটি নাটকই নির্মাণ করেছেন শামস করিম। একটি নাটকের নাম ‘রঙ্গিলা পুতুল’, আরেকটি নাটকের নাম ‘৭ কিলো ১ গ্রাম’। ‘রঙ্গিলা পুতুল’ নাটকটির রচয়িতা মানস পাল। ‘৭ কিলো ১ গ্রাম’ নাটকটির রচয়িতা জুয়েল এলিন। এরই মধ্যে দুটি নাটকেরই ধারাবাহিক নাটকের কাজ আপাতত শেষ হয়েছে। চলছে সম্পাদনার কাজ। শিগগিরই নাটক দুটি দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। মোশাররফ করিম বলেন, ‘দুটি ধারাবাহিকের গল্প স্বাভাবিক ভাবেই দুটি ভিন্ন প্লটের। আর শামস করিম সবসময়ই ভীষণ যতœ নিয়ে কাজ করে। এরই মধ্যে আমার বন্ধু শামীম জামানেরও একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। যেখানে আমি, শামীম, আখম হাসান, জুঁইসহ আরও অনেকেই আছেন। প্রচারও শুরু হয়েগেছে নাটকটির। রঙ্গিলা পুতুল ও ৭ কিলো ১ গ্রামও শিগগিরই প্রচারে আসবে। মিম এখন বেশ ভালো অভিনয় করছে। অভিনয়ের প্রতি তার ভালোবাসাটা প্রবল এবং ভালো করার চেষ্টা বা সংগ্রামটা তার মধ্যে আমি দেখেছি। সে আগামীতে আরও অনেক ভালো করবে। দুটি ধারাবাহিকেই মিম ভালো করার চেষ্টা করেছে। আশা করছি দুটি ধারাবাহিক প্রচারে এলে দুটি ধারাবাহিকই দর্শকের ভালোলাগবে।’
মিম চৌধুরী বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করা মানেই হলো শেখার অনেল কিছুই থাকে। ভাইয়ার সঙ্গে কাজ করলে অভিনয়ে নতুন অনেক কিছুই শেখা যায়, একটি চরিত্রকে কতোটা পারফেক্টলি উপস্থাপন করা যায় তা আরও গভীরভাবে শেখা যায়। শামস করিম ভাইকে ধন্যবাদ দুটো নাটকেই আমাকে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য।’
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবার মোশাররফ করিম ও এই প্রজন্মের মিম চৌধুরী একসঙ্গে একই পরিচালকের দুটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। দুটি নাটকই নির্মাণ করেছেন শামস করিম। একটি নাটকের নাম ‘রঙ্গিলা পুতুল’, আরেকটি নাটকের নাম ‘৭ কিলো ১ গ্রাম’। ‘রঙ্গিলা পুতুল’ নাটকটির রচয়িতা মানস পাল। ‘৭ কিলো ১ গ্রাম’ নাটকটির রচয়িতা জুয়েল এলিন। এরই মধ্যে দুটি নাটকেরই ধারাবাহিক নাটকের কাজ আপাতত শেষ হয়েছে। চলছে সম্পাদনার কাজ। শিগগিরই নাটক দুটি দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। মোশাররফ করিম বলেন, ‘দুটি ধারাবাহিকের গল্প স্বাভাবিক ভাবেই দুটি ভিন্ন প্লটের। আর শামস করিম সবসময়ই ভীষণ যতœ নিয়ে কাজ করে। এরই মধ্যে আমার বন্ধু শামীম জামানেরও একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। যেখানে আমি, শামীম, আখম হাসান, জুঁইসহ আরও অনেকেই আছেন। প্রচারও শুরু হয়েগেছে নাটকটির। রঙ্গিলা পুতুল ও ৭ কিলো ১ গ্রামও শিগগিরই প্রচারে আসবে। মিম এখন বেশ ভালো অভিনয় করছে। অভিনয়ের প্রতি তার ভালোবাসাটা প্রবল এবং ভালো করার চেষ্টা বা সংগ্রামটা তার মধ্যে আমি দেখেছি। সে আগামীতে আরও অনেক ভালো করবে। দুটি ধারাবাহিকেই মিম ভালো করার চেষ্টা করেছে। আশা করছি দুটি ধারাবাহিক প্রচারে এলে দুটি ধারাবাহিকই দর্শকের ভালোলাগবে।’
মিম চৌধুরী বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করা মানেই হলো শেখার অনেল কিছুই থাকে। ভাইয়ার সঙ্গে কাজ করলে অভিনয়ে নতুন অনেক কিছুই শেখা যায়, একটি চরিত্রকে কতোটা পারফেক্টলি উপস্থাপন করা যায় তা আরও গভীরভাবে শেখা যায়। শামস করিম ভাইকে ধন্যবাদ দুটো নাটকেই আমাকে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য।’