একসঙ্গে ছয়জন সংগীত পরিচালককে নিয়ে কাজ করছেন প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক। ইমরান মাহামুদুল, সজীব দাস, হৃদয় হাসিন, আকাশ মামুদ, পুনম মিত্র ও মুহিন খানের সুর ও সংগীতে করছেন একাধিক নতুন গানের কাজ। এর মধ্যে হৃদয় হাসিনের সুর ও সংগীত আয়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব। সজীব দাসের সুর ও সংগীত আয়োজনে একটি দ্বৈত গানে কণ্ঠ দিবেন কোনাল ও সজীব দাস নিজে। ইমরান মাহমুদুলের সুর ও সংগীত আয়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান নিজেই। সহসা এটির গান চিত্র হতে যাচ্ছে মালয়েশিয়ায়। অন্য মিউজিশিয়ান দের কাজ এগিয়ে চলছে। সব গানের গীতিকার জামাল হোসেন। তিনি বলেন, ‘আমি সবার জন্য নতুন কিছু কথার গান করার চেষ্টা করছি। শুরু থেকেই রঙ্গন মিউজিক থেকে শ্রোতাদের নতুন কিছু দেবার জন্য বিশ্বাসী ছিলাম। এখনো তার ব্যতিক্রম হবে না। খুব শীঘ্র শ্রোতারা নতুন গান পাবেন রঙ্গন মিউজিক থেকে।’
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
একসঙ্গে ছয়জন সংগীত পরিচালককে নিয়ে কাজ করছেন প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক। ইমরান মাহামুদুল, সজীব দাস, হৃদয় হাসিন, আকাশ মামুদ, পুনম মিত্র ও মুহিন খানের সুর ও সংগীতে করছেন একাধিক নতুন গানের কাজ। এর মধ্যে হৃদয় হাসিনের সুর ও সংগীত আয়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব। সজীব দাসের সুর ও সংগীত আয়োজনে একটি দ্বৈত গানে কণ্ঠ দিবেন কোনাল ও সজীব দাস নিজে। ইমরান মাহমুদুলের সুর ও সংগীত আয়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান নিজেই। সহসা এটির গান চিত্র হতে যাচ্ছে মালয়েশিয়ায়। অন্য মিউজিশিয়ান দের কাজ এগিয়ে চলছে। সব গানের গীতিকার জামাল হোসেন। তিনি বলেন, ‘আমি সবার জন্য নতুন কিছু কথার গান করার চেষ্টা করছি। শুরু থেকেই রঙ্গন মিউজিক থেকে শ্রোতাদের নতুন কিছু দেবার জন্য বিশ্বাসী ছিলাম। এখনো তার ব্যতিক্রম হবে না। খুব শীঘ্র শ্রোতারা নতুন গান পাবেন রঙ্গন মিউজিক থেকে।’