বিনোদন প্রতিবেদক

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

নিলয়-হিমির ‘চিরকাল তুমি আমার’

image

নিলয়-হিমির ‘চিরকাল তুমি আমার’

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের জুটি নিলয়-হিমি। তাদের অভিনীত বহু নাটকে দর্শক মুগ্ধ হয়েছেন বলে জানান তারা। এই সময়ে এসে নিলয় আলমগীর তার অভিনয় দিয়েই দর্শককে মুগ্ধ করছেন অবিরত। একটার পর একটা তার অভিনীত নাটক দর্শককে মুগ্ধ করেই চলেছে। তার অভিনীত নাটকগুলোও ভিউয়ের দিক দিয়েও সর্বোচ্চ ভিউ হচ্ছে। আবার নিলয়ের সঙ্গে জুটি হিসেবে হিমিকেও দর্শক দারুণভাবে গ্রহন করছেন প্রতিটি নাটকে। সেই ধারাবাহিকতায় এরই মধ্যে জামাল হোসেনের প্রযোজনায় ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে গত ২৯ জুলাই প্রকাশিত হয়েছে নিলয় হিমি অভিনীত প্রেম বিরহের নাটক ‘চিরকাল তুমি আমার’ নাটকটি। মোহন আহমেদের গল্পে ইশতিয়াক আহমেদের রচনায় ও মোহন আহমেদের পরিচালনায় ‘চিরকাল তুমি আমার’-এ নিলয় হিমির অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। এরই মধ্যে নাটকটি ২৫ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

জামাল হোসেন বলেন, ‘নিলয় হিমি এই সময়ের জনপ্রিয় জুটি। তাদের অভিনীত নাটকের প্রতি দর্শকের প্রবল আগ্রহ রয়েছে। যে কারণে দর্শক নাটকটি আগ্রহ নিয়ে দেখছেন।’ নিলয় আলমগীর বলেন, ‘মোহন আহমেদের গল্প সবসময়ই সুন্দর। চিরকাল তুমি আমার-এর গল্পটা খুব চমৎকার। প্রচলিত গল্পের বাইরের একটি গল্প। যথারীতি আমি আর হিমি চেষ্টা করেছি গল্পের মধ্যে ডুবে যেতে। নাটকটি প্রচারের পর থেকে দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’ হিমি বলেন, ‘চিরকাল তুমি আমার-এর স্টোরি টেলিংটা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আর আমার চরিত্রটিও একটু অন্যরকতম। যে কারণে কাজটি করতেও ভীষণ ভালো লেগেছে। নিলয় ভাইয়ের সঙ্গে আমার কাজের বা অভিনয়ের রসায়নটা দর্শক ভীষণ উপভোগও করেন। প্রেম বিরহের এই চিরকাল তুমি আমার দর্শকের মনে গেঁথে রবে এটাই আমার বিশ্বাস। দর্শকের প্রতি সবসময়ই কৃতজ্ঞতা।’

‘বিনোদন’ : আরও খবর

» অ্যালবাম কবে আসবে, জানাল ব্ল্যাকপিঙ্ক

» আজকাল আপন-পর চিনতে পারছি : তৌসিফ

» রজনীকান্তের ‘কুলি’ ৭০০ কোটির ক্লাবে

» নিজের নির্দেশনায় ফিরলেন সোহেল আরমান, সঙ্গে শানু

» আবার সম্প্রচারে ‘কোক স্টুডিও বাংলা’

» আসছে শাকিবের ‘সোলজার’

» অপু আমানের কথা-সুরে নিশাতের কন্ঠে ‘বিদেশে যাইওনা রে বন্ধু’

» ফিরছেন দীপিকা

» শুক্রবার চ্যানেল আইতে টেলিফিল্ম ‘ফেরারী প্রেম’

» মঞ্চায়ন হলো শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’

» কেএম সোহাগ রানার ধারাবাহিক ‘দেনা পাওনা’

» সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন জাহিদ হাসান

» গুলশান হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার দেখানো হলো

» ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘ডট’

» আসছে ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’ সিজন-২

» ফোবানা সম্মেলনে পারফর্ম করবেন জায়েদ খান

» বুসান উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন

» ১৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসিফ

» প্রকাশ্যে পায়গাম রাব্বানীর ‘শীতের সকাল’

» ‘জয়িতার দিনরাত্রি’তে অনবদ্য বৃষ্টি