নাট্যজন দিলু মজুমদার। মঞ্চে নিয়মিত কাজ করছেন আরন্যক নাট্য দলের হয়ে। এখন তিনি নিয়মিত চলচ্চিত্র, টিভি নাটক, বিজ্ঞাপনেও অভিনয় করছেন। বর্তমানে তিনি টিভির তিনটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। তার মধ্যে মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে ‘প্রিয়জন’। নাগরিক টিভিতে ‘গুগুল ভিলেজ’, সেজান নূরের রচনায় এটি পরিচালনা করছেন ফজলুর সেলিম। এশিয়ায়ন টিভিতে প্রচার হচ্ছে ‘গোবিন্দপুরের গল্প’। নাটকগুলোতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন দিলু মজুমদার।
ধারাবাহিকের বাইরে দিলু অভিনীত অনেক সিঙ্গেল নাটক প্রচারের অপেক্ষায় আছে এবং সামনে আরও কিছু নাটকে অভিনয় করবেন। ছোটপর্দার পাশাপাশি এখন চলচ্চিত্রের অবিনয়েও ডাক পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন তিনি। হাতে আছে আরও তিনটি ছবির কাজ। সেগুলো হলো ‘বাসরঘর’, ‘বনলতা’, ‘ফেসবুক’।
দিলু মজুমদার বলেন, ‘দীর্ঘদিন থিয়েটার করি, নেপথ্যের কাজের সঙ্গেই বেশি যুক্ত, তার পরেও অভিনয়টা নেশা, মঞ্চে নিয়মিত কাজ করি, সব অভিনেতাদেরই ইচ্ছে থাকে মঞ্চ থেকে নাটকে চলচ্চিত্রে অভিনয়ে আসার, আমিও তার বাইরে নই।
এখন করোনা পরিস্থিতির কারণে, নাট্যশালা বন্ধ, নাটকের মঞ্চায়ন নেই, থিয়েটারের কাজের চাপও তেমন নেই, তাই পর্দাতে কাজটা বাড়িয়ে দিয়েছি। আগে হয়ত নানা ঝামেলার কারণে অনেক কাজ ইচ্ছে করেই করতাম না এখন করছি। ভালো ভালো কাজ করছি।’
বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
নাট্যজন দিলু মজুমদার। মঞ্চে নিয়মিত কাজ করছেন আরন্যক নাট্য দলের হয়ে। এখন তিনি নিয়মিত চলচ্চিত্র, টিভি নাটক, বিজ্ঞাপনেও অভিনয় করছেন। বর্তমানে তিনি টিভির তিনটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। তার মধ্যে মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে ‘প্রিয়জন’। নাগরিক টিভিতে ‘গুগুল ভিলেজ’, সেজান নূরের রচনায় এটি পরিচালনা করছেন ফজলুর সেলিম। এশিয়ায়ন টিভিতে প্রচার হচ্ছে ‘গোবিন্দপুরের গল্প’। নাটকগুলোতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন দিলু মজুমদার।
ধারাবাহিকের বাইরে দিলু অভিনীত অনেক সিঙ্গেল নাটক প্রচারের অপেক্ষায় আছে এবং সামনে আরও কিছু নাটকে অভিনয় করবেন। ছোটপর্দার পাশাপাশি এখন চলচ্চিত্রের অবিনয়েও ডাক পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন তিনি। হাতে আছে আরও তিনটি ছবির কাজ। সেগুলো হলো ‘বাসরঘর’, ‘বনলতা’, ‘ফেসবুক’।
দিলু মজুমদার বলেন, ‘দীর্ঘদিন থিয়েটার করি, নেপথ্যের কাজের সঙ্গেই বেশি যুক্ত, তার পরেও অভিনয়টা নেশা, মঞ্চে নিয়মিত কাজ করি, সব অভিনেতাদেরই ইচ্ছে থাকে মঞ্চ থেকে নাটকে চলচ্চিত্রে অভিনয়ে আসার, আমিও তার বাইরে নই।
এখন করোনা পরিস্থিতির কারণে, নাট্যশালা বন্ধ, নাটকের মঞ্চায়ন নেই, থিয়েটারের কাজের চাপও তেমন নেই, তাই পর্দাতে কাজটা বাড়িয়ে দিয়েছি। আগে হয়ত নানা ঝামেলার কারণে অনেক কাজ ইচ্ছে করেই করতাম না এখন করছি। ভালো ভালো কাজ করছি।’