সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় এসেছিলেন সুমনা সোমা। প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করার পর মঞ্চনাটক দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। আরন্যক নাট্যদলের হয়ে একাধিক মঞ্চ নাটকে অভিনয় করে প্রশংসিত হন এই অভিনেত্রী। এরপর টিভি নাটক ও ছবিতেও অভিষেক ঘটে তার। মঞ্চ, টিভি ও ছবিতে সমান্তরাল কাজ করে দর্শকের কাছে হয়ে উঠেন একজন প্রিয় অভিনেত্রী। গত কয়েক বছর ধরে শুধু টিভি নাটক ও ছবিতেই কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি লেখালেখিরও অভ্যাস আছে সুমনা সোমার । কিছুদিন আগে ‘প্রিয়তমা’ নামের একটি গল্প লিখেছিলেন তিনি। সেই গল্পটি নিয়েই এবার ধারাবাহিক নাটক নির্মাণ করছেন তুষার মাহমুদ। চলতি মাসের শেষ ভাগে নাটকটির শুটিং শুরু হবে।
এ নাটক প্রসঙ্গে সুমনা সোমা গণমাধ্যমকে বলেন, ‘আসলে পূর্বপরিকল্পনা ছাড়াই গল্পটি লিখেছিলাম। পরিচালক হঠাৎ আমার গল্পটি নিয়ে নাটক নির্মাণের আগ্রহ প্রকাশ করেন। আমিও সম্মতি দেই। এভাবেই পরিকল্পনা করে নাটকটির নির্মাণ কাজ শুরু হচ্ছে। আমি এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করব।’
এছাড়া রোকেয়া প্রচীর পরিচালনায়ও একটি নতুন ধারাবাহিকে অভিনয় শুরু করবেন তিনি। এটির কাজও শুরু হবে চলতি মাসেই। এদিকে সম্প্রতি আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’, ‘গোপন’ ও ‘আমরা একটি সিনেমা বানাব’, আবু হিরনের পরিচালনায় ‘আদম’ নামের ছবিগুলোর কাজ শেষ করেছেন। অন্যদিকে এটিএন বাংলায় একটি অনুষ্ঠান উপস্থাপনাও করছেন সুমনা সোমা।
সোমবার, ২৩ আগস্ট ২০২১
সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় এসেছিলেন সুমনা সোমা। প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করার পর মঞ্চনাটক দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। আরন্যক নাট্যদলের হয়ে একাধিক মঞ্চ নাটকে অভিনয় করে প্রশংসিত হন এই অভিনেত্রী। এরপর টিভি নাটক ও ছবিতেও অভিষেক ঘটে তার। মঞ্চ, টিভি ও ছবিতে সমান্তরাল কাজ করে দর্শকের কাছে হয়ে উঠেন একজন প্রিয় অভিনেত্রী। গত কয়েক বছর ধরে শুধু টিভি নাটক ও ছবিতেই কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি লেখালেখিরও অভ্যাস আছে সুমনা সোমার । কিছুদিন আগে ‘প্রিয়তমা’ নামের একটি গল্প লিখেছিলেন তিনি। সেই গল্পটি নিয়েই এবার ধারাবাহিক নাটক নির্মাণ করছেন তুষার মাহমুদ। চলতি মাসের শেষ ভাগে নাটকটির শুটিং শুরু হবে।
এ নাটক প্রসঙ্গে সুমনা সোমা গণমাধ্যমকে বলেন, ‘আসলে পূর্বপরিকল্পনা ছাড়াই গল্পটি লিখেছিলাম। পরিচালক হঠাৎ আমার গল্পটি নিয়ে নাটক নির্মাণের আগ্রহ প্রকাশ করেন। আমিও সম্মতি দেই। এভাবেই পরিকল্পনা করে নাটকটির নির্মাণ কাজ শুরু হচ্ছে। আমি এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করব।’
এছাড়া রোকেয়া প্রচীর পরিচালনায়ও একটি নতুন ধারাবাহিকে অভিনয় শুরু করবেন তিনি। এটির কাজও শুরু হবে চলতি মাসেই। এদিকে সম্প্রতি আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’, ‘গোপন’ ও ‘আমরা একটি সিনেমা বানাব’, আবু হিরনের পরিচালনায় ‘আদম’ নামের ছবিগুলোর কাজ শেষ করেছেন। অন্যদিকে এটিএন বাংলায় একটি অনুষ্ঠান উপস্থাপনাও করছেন সুমনা সোমা।