বাংলাদেশের গানের চিরসবুজ তারকা সঙ্গীতশিল্পী কুমার বিশ^জিৎ। তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘গান ছবি এন্টারটেইনম্যান্ট’র জন্য ভালোবাসা দিবসে নিয়ে আসছেন নতুন গান ‘মেঘ দূত’।
গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন কামরুল হাসান ইমরান। এরইমধ্যে গানটির কিছু অংশের শুটিং হয়েছে আমেরিকায়। গতকাল দিনব্যাপী রাজধানীর উত্তরার একটি নতুন সিটিতে গানটির বাকী অংশের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
গানটি প্রসঙ্গে কুমার বিশ^জিৎ বলেন,‘গানটি করা হয়েছে বেশকিছুদিন আগে। ভালোবাসা দিবসকে সামনে রেখেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটির কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’
কুমার বিশ^জিৎ আরও জানান, ভালোবাসা দিবসের এক সপ্তাহ আগেই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। এদিকে শিগগিরই প্রকাশ পাবে কুমার বিশ^জিৎ’র আত্মজীবনী’মূলক একটি বই। ওমিক্রণের প্রভাব বৃদ্ধির আগে বেশকিছু স্টেজ শো’তে অংশ নিয়েছেন তিনি।
তবে ওমিক্রনের কারণে সারাদেশে স্টেজ শো স্থগিত করে দেয়া হচ্ছে। এই বিষয়ে কুমার বিশ^জিৎ বলনে,‘করোনার উর্ধ্বগতির কারণে বেশ কিছু স্টেজ শো স্থগিত হয়েছে এরইমধ্যে। শিল্পীদের জন্য বিষয়টি অত্যন্ত্য দু:খজনক এবং কষ্টের। স্টেজ শো’ থেকেই মূলত শিল্পীদের রোজগার’টা হয়। যে কারণে আবার শিল্পীরা একটা অনিশ্চিত সময়ের মধ্যে পড়ে যাচ্ছে।’
শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
বাংলাদেশের গানের চিরসবুজ তারকা সঙ্গীতশিল্পী কুমার বিশ^জিৎ। তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘গান ছবি এন্টারটেইনম্যান্ট’র জন্য ভালোবাসা দিবসে নিয়ে আসছেন নতুন গান ‘মেঘ দূত’।
গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন কামরুল হাসান ইমরান। এরইমধ্যে গানটির কিছু অংশের শুটিং হয়েছে আমেরিকায়। গতকাল দিনব্যাপী রাজধানীর উত্তরার একটি নতুন সিটিতে গানটির বাকী অংশের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
গানটি প্রসঙ্গে কুমার বিশ^জিৎ বলেন,‘গানটি করা হয়েছে বেশকিছুদিন আগে। ভালোবাসা দিবসকে সামনে রেখেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটির কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’
কুমার বিশ^জিৎ আরও জানান, ভালোবাসা দিবসের এক সপ্তাহ আগেই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। এদিকে শিগগিরই প্রকাশ পাবে কুমার বিশ^জিৎ’র আত্মজীবনী’মূলক একটি বই। ওমিক্রণের প্রভাব বৃদ্ধির আগে বেশকিছু স্টেজ শো’তে অংশ নিয়েছেন তিনি।
তবে ওমিক্রনের কারণে সারাদেশে স্টেজ শো স্থগিত করে দেয়া হচ্ছে। এই বিষয়ে কুমার বিশ^জিৎ বলনে,‘করোনার উর্ধ্বগতির কারণে বেশ কিছু স্টেজ শো স্থগিত হয়েছে এরইমধ্যে। শিল্পীদের জন্য বিষয়টি অত্যন্ত্য দু:খজনক এবং কষ্টের। স্টেজ শো’ থেকেই মূলত শিল্পীদের রোজগার’টা হয়। যে কারণে আবার শিল্পীরা একটা অনিশ্চিত সময়ের মধ্যে পড়ে যাচ্ছে।’