ভারতের দক্ষিনের পুষ্পা, আরআর, কেজি এফ-২ চলচ্চিত্রগুলো ব্যাপক ব্যবসা করার ফলে বাংলাদেশের দর্শকদের মধ্যে যেন হলে সিনেমা দেখার একটা তৃষ্ণা লক্ষ্য করা যাচ্ছিল। তাই ধারণা করা হচ্ছিল এবার ঈদে চাঙ্গা হতে পারা বাংলাদেশের সিনেমার বাজার।
দুই বছর পর ঈদ উৎসবকে ঘিরে ফের জেগে উঠেছে ঢালিউড। ধুঁকে ধুঁকে চলতে থাকা ৬০টি হলের সঙ্গে ঈদ উপলক্ষে যুক্ত হয়েছে বন্ধ থাকা অনেক হল। প্রায় দেড়শ হলে মুক্তি পেয়েছে ঈদের চারটি ছবি।
যদিও এর মধ্যে শাকিব খান-বুবলীর ‘বিদ্রোহী’ ছবিটি মুক্তি পেয়েছে শতাধিক হলে। তবে ঢাকায় সর্বাধিক ৯টি সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্সে উঠেছে সিয়াম-পূজার ‘শান’। ৭টিতে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’, ৬টিতে শাকিব-পূজার ‘গলুই’ এবং একটি মাল্টিপ্লেক্সে নিপা-শান্তর ‘বড্ড ভালোবাসি’।
এর মধ্যে তিনটি সিনেমার দর্শক চাহিদ নিয়ে দর্শকদের কাছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিকৃয়া। ‘গলুই’ দেখে পরিচালক এসএ হক অলিকের প্রশংসা করছে সবাই। তবে এখনই বলা সম্ভব নয় ঈদের বাজারে কোন সিনেমাটি এগিয়ে আছে। তবে সবকিছু মিলিয়ে ঈদের সিনেমার ফল ফজেটিভ। দর্শক দলে দলে হলে যাচ্ছে সিনেমা দেখতে।
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত দুটি সিনেমা ‘গলুই’ এবং ‘বিদ্রোহী’র মধ্যে সরকারি অনুদানে ‘গলুই’ নির্মাণ করেছেন এস এ হক অলিক। নায়িকা পূজা চেরীর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে এই সিনেমায় হাজির হয়েছেন শাকিব।
ঈদের দিন মুক্তি পাওয়া ছবিটি আশা জাগানিয়া ব্যবসা করেছে। মাত্র ২৮টি হলে সিনেমাটি মুক্তি পেলেও প্রথমদিন থেকেই বেশ জমজমাট যাচ্ছে ছবির শোগুলো। প্রাপ্ত খবর অনুযায়ী ঢাকার সিনেপ্লেক্স, জামালপুরের হলগুলোতে ছিল দর্শকের প্রচুর ভিড়। ছিল অগ্রিম টিকিটের চাপও। ঢাকার বাইরে অন্যান্য হলগুলো থেকেও এসেছে ইতিবাচক খবর।
শাকিব অভিনীত আরেক সিনেমা ‘বিদ্রোহী’। এখানে চমক শাকিব-বুবলী। ঈদে সর্বাধিক হলে মুক্তি পাওয়া এই সিনেমাটিও ভাল দর্শক টানছে। তবে এই সিনেমাটি মুক্তি দেয়া হয়েছে যেসব হলে সেগুলোর অধিকাংশ হলের সিট, সাউন্ড সিস্টেম, পর্দা, ভেতরের পরিবেশ সন্তোষজনক নয়। কারণ দীর্ঘদিন বন্ধ থাকা এই হলগুলো ঈদ উপলক্ষেে খুলেছে। ফলে হলের পরিবেশের কারণে বিনোদন নিতে এসে দর্শককে অস্বস্তির মধ্যে থাকতে হচ্ছে।
‘বিদ্রোহী’র হল সংখ্যা বেশ লম্বা হলেও দর্শকের জন্য স্বস্তিদায়ক হল সে তালিকায় খুবই কম। অপরদিকে সিয়াম-পূজা জুটির ‘শান’। অ্যাকশন ঘরানার ছবিটি ঈদের প্রথম দিন থেকে ভালো দর্শক পাচ্ছে। ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি তেমন আলোচনায় না থাকলেও ঈদের অপর তিন সিনেমার টানে অনেকে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি দেখতে হলে যাচ্ছে।
দর্শনার্থী ও হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা যায়, ঈদের দিন প্রথম দুটি শো এমনিতেই ভাটা থাকে। সন্ধ্যার শো প্রায় হাউজফুল গেছে সব হলেই। এদিকে সিঙ্গেল স্ক্রিনে ঈদের দিন হতাশা বিরাজ করলেও মাল্টিপ্লেক্সগুলো মোটামুটি জমজমাট ছিল।
‘গলুই’ ও ‘শান’ চালানো স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দারুণ শুভ সূচনা হয়েছে আমাদের সিনেমার। ‘শান’ ও ‘গলুই’ দুটোই ভালো যাচ্ছে। ঈদের দিন দুপুরের শো আমরা হাউজফুল না বলতে পারলেও সন্ধ্যার শো ছিল হাউজফুল। তবে দেশের অন্য ছবিগুলোও খারাপ যাচ্ছে না। আশা করছি আগামী কয়েক দিনে ছবিগুলোর আরও দর্শক বাড়বে।’
রাজধানীর মধুমিতা হলের কর্ণধার এবং পরিবেশক সমিতির অন্যতম নেতা ইফতেখার উদ্দিন নওশাদ বেশ খুশি দীর্ঘদিন পর সিনেমা হলে দর্শকদের ভিড় দেখে। তার ভাষ্য, ‘অতীত অভিজ্ঞতা থেকে বলছি, সাধারণত ঈদের দিন ১২টার শোতে দর্শক একটু কমই হয়। তার ওপর ছিল বৃষ্টি। তবে তিনটার শোতে দর্শক আসা শুরু করে। প্রায় আশিভাগ দর্শক ছিল এই শোতে। আর ইভিনিং শো আমরা হাউজফুল পেয়েছি।’
মতিঝিল অঞ্চলের ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহে চলছে ‘শান’। অপরদিকে ‘শান’ ও ‘গলুই’ এর ভালো সাড়া পেয়ে উচ্ছ্বসিত পূজা।
শুক্রবার, ০৬ মে ২০২২
ভারতের দক্ষিনের পুষ্পা, আরআর, কেজি এফ-২ চলচ্চিত্রগুলো ব্যাপক ব্যবসা করার ফলে বাংলাদেশের দর্শকদের মধ্যে যেন হলে সিনেমা দেখার একটা তৃষ্ণা লক্ষ্য করা যাচ্ছিল। তাই ধারণা করা হচ্ছিল এবার ঈদে চাঙ্গা হতে পারা বাংলাদেশের সিনেমার বাজার।
দুই বছর পর ঈদ উৎসবকে ঘিরে ফের জেগে উঠেছে ঢালিউড। ধুঁকে ধুঁকে চলতে থাকা ৬০টি হলের সঙ্গে ঈদ উপলক্ষে যুক্ত হয়েছে বন্ধ থাকা অনেক হল। প্রায় দেড়শ হলে মুক্তি পেয়েছে ঈদের চারটি ছবি।
যদিও এর মধ্যে শাকিব খান-বুবলীর ‘বিদ্রোহী’ ছবিটি মুক্তি পেয়েছে শতাধিক হলে। তবে ঢাকায় সর্বাধিক ৯টি সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্সে উঠেছে সিয়াম-পূজার ‘শান’। ৭টিতে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’, ৬টিতে শাকিব-পূজার ‘গলুই’ এবং একটি মাল্টিপ্লেক্সে নিপা-শান্তর ‘বড্ড ভালোবাসি’।
এর মধ্যে তিনটি সিনেমার দর্শক চাহিদ নিয়ে দর্শকদের কাছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিকৃয়া। ‘গলুই’ দেখে পরিচালক এসএ হক অলিকের প্রশংসা করছে সবাই। তবে এখনই বলা সম্ভব নয় ঈদের বাজারে কোন সিনেমাটি এগিয়ে আছে। তবে সবকিছু মিলিয়ে ঈদের সিনেমার ফল ফজেটিভ। দর্শক দলে দলে হলে যাচ্ছে সিনেমা দেখতে।
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত দুটি সিনেমা ‘গলুই’ এবং ‘বিদ্রোহী’র মধ্যে সরকারি অনুদানে ‘গলুই’ নির্মাণ করেছেন এস এ হক অলিক। নায়িকা পূজা চেরীর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে এই সিনেমায় হাজির হয়েছেন শাকিব।
ঈদের দিন মুক্তি পাওয়া ছবিটি আশা জাগানিয়া ব্যবসা করেছে। মাত্র ২৮টি হলে সিনেমাটি মুক্তি পেলেও প্রথমদিন থেকেই বেশ জমজমাট যাচ্ছে ছবির শোগুলো। প্রাপ্ত খবর অনুযায়ী ঢাকার সিনেপ্লেক্স, জামালপুরের হলগুলোতে ছিল দর্শকের প্রচুর ভিড়। ছিল অগ্রিম টিকিটের চাপও। ঢাকার বাইরে অন্যান্য হলগুলো থেকেও এসেছে ইতিবাচক খবর।
শাকিব অভিনীত আরেক সিনেমা ‘বিদ্রোহী’। এখানে চমক শাকিব-বুবলী। ঈদে সর্বাধিক হলে মুক্তি পাওয়া এই সিনেমাটিও ভাল দর্শক টানছে। তবে এই সিনেমাটি মুক্তি দেয়া হয়েছে যেসব হলে সেগুলোর অধিকাংশ হলের সিট, সাউন্ড সিস্টেম, পর্দা, ভেতরের পরিবেশ সন্তোষজনক নয়। কারণ দীর্ঘদিন বন্ধ থাকা এই হলগুলো ঈদ উপলক্ষেে খুলেছে। ফলে হলের পরিবেশের কারণে বিনোদন নিতে এসে দর্শককে অস্বস্তির মধ্যে থাকতে হচ্ছে।
‘বিদ্রোহী’র হল সংখ্যা বেশ লম্বা হলেও দর্শকের জন্য স্বস্তিদায়ক হল সে তালিকায় খুবই কম। অপরদিকে সিয়াম-পূজা জুটির ‘শান’। অ্যাকশন ঘরানার ছবিটি ঈদের প্রথম দিন থেকে ভালো দর্শক পাচ্ছে। ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি তেমন আলোচনায় না থাকলেও ঈদের অপর তিন সিনেমার টানে অনেকে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি দেখতে হলে যাচ্ছে।
দর্শনার্থী ও হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা যায়, ঈদের দিন প্রথম দুটি শো এমনিতেই ভাটা থাকে। সন্ধ্যার শো প্রায় হাউজফুল গেছে সব হলেই। এদিকে সিঙ্গেল স্ক্রিনে ঈদের দিন হতাশা বিরাজ করলেও মাল্টিপ্লেক্সগুলো মোটামুটি জমজমাট ছিল।
‘গলুই’ ও ‘শান’ চালানো স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দারুণ শুভ সূচনা হয়েছে আমাদের সিনেমার। ‘শান’ ও ‘গলুই’ দুটোই ভালো যাচ্ছে। ঈদের দিন দুপুরের শো আমরা হাউজফুল না বলতে পারলেও সন্ধ্যার শো ছিল হাউজফুল। তবে দেশের অন্য ছবিগুলোও খারাপ যাচ্ছে না। আশা করছি আগামী কয়েক দিনে ছবিগুলোর আরও দর্শক বাড়বে।’
রাজধানীর মধুমিতা হলের কর্ণধার এবং পরিবেশক সমিতির অন্যতম নেতা ইফতেখার উদ্দিন নওশাদ বেশ খুশি দীর্ঘদিন পর সিনেমা হলে দর্শকদের ভিড় দেখে। তার ভাষ্য, ‘অতীত অভিজ্ঞতা থেকে বলছি, সাধারণত ঈদের দিন ১২টার শোতে দর্শক একটু কমই হয়। তার ওপর ছিল বৃষ্টি। তবে তিনটার শোতে দর্শক আসা শুরু করে। প্রায় আশিভাগ দর্শক ছিল এই শোতে। আর ইভিনিং শো আমরা হাউজফুল পেয়েছি।’
মতিঝিল অঞ্চলের ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহে চলছে ‘শান’। অপরদিকে ‘শান’ ও ‘গলুই’ এর ভালো সাড়া পেয়ে উচ্ছ্বসিত পূজা।