এখনো বলিউডে সেভাবে জায়গা পাকা করতে পারেননি অন্যা সিং। কিন্তু শুরুটা ভালোই ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর সেই দিনগুলোর কথা জানিয়েছেন তিনি। যশ রাজ ফিল্মসের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল অন্যার। ‘কয়েদি ব্যান্ড’ নামে সেই ছবিতে তাঁর নায়ক ছিলেন রণবীর কাপুরের আত্মীয় আদর জৈন। এত বড় ব্যানারের হয়েও ছবিটি বক্স অফিসে ভরাডুবি হয়েছিল। তবে ছবিটি ফ্লপ হলেও অন্যা নজরে কেড়েছিলেন।
দিল্লির মেয়ে মুম্বাইতে এসে যশ রাজের ব্যানারে কাজ পাওয়ার গল্প সহজ ছিল না। রাজস্থানে স্নাতক করার সময় হঠাৎই অন্যার মাথায় অভিনয়ের ভূত চেপে বসে। ব্যস, সব ছেড়েছুড়ে মুম্বাইতে হাজির। মুম্বাইতে নিজের শুরুর দিনগুলো মনে করে অন্যা বলেন, ‘এই শহরে (মুম্বাই) পা দেওয়ার পর নিজেকে “এলিয়েন” মনে হচ্ছিল। মনে হতো, আমি নিঃস্ব, একা। খুব অসহায় লাগত। কারণ, পরিবার, বন্ধু সবাইকে ছেড়ে নতুন শহরে এসেছিলাম। নতুন দুনিয়ার সঙ্গে মানিয়ে নিতে বেশ লড়াই করতে হয়েছে।’
অন্যা জানান, ক্যারিয়ারের শুরুটা ব্যর্থতা দিয়ে হলেও ‘কয়েদি ব্যান্ড’ ছিল তাঁর জন্য এক ‘শিক্ষাসফর’। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই ছবির শুটিংয়ের আগে প্রচুর ওয়ার্কশপ করেছি। সাত-আট মাস ধরে শুধু ওয়ার্কশপই করেছিলাম। পরিচালক হাবিব ফয়জলের থেকে অনেক কিছু শিখেছিলাম। কপাল খারাপ যে ছবিটা চলেনি। কিন্তু আমার অভিনয়ের প্রশংসা হয়েছিল। তবে ছবি মুক্তির পর আমার আসল লড়াই শুরু হয়। বাবা মারা যান। মা-ও অসুস্থ হয়ে পড়েছিলেন।’
মাত্র ছয় বছরের ক্যারিয়ারে বেশ কয়েকটি সিরিজ ও ছবিতে অভিনয় করেছেন অন্যা। এমনকি দক্ষিণ ভারতের সিনেমাতেও খাতা খুলেছেন। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘নেভার কিস ইয়োর বেস্ট ফ্রেন্ড’-এর মাধ্যমে অন্যা বেশ পরিচিতিও পেয়েছেন। তবে এবার অন্য ধারার চরিত্রের সন্ধানে আছেন এই তরুণ অভিনেত্রী। অন্যা বলেন, ‘যদিও রোমান্টিক-কমেডি ঘরানা প্রিয়। তবে এবার থ্রিলারধর্মী ছবি বা সিরিজ করতে চাই। নেতিবাচক কোনো চরিত্র পেলে তো কথাই নেই। আমার চেহারায় একটা নিষ্পাপ ভাব আছে। এই নিষ্পাপ সৌন্দর্য সামনে রেখে নেতিবাচক চরিত্রে অভিনয় করে আমি সবাইকে চমকে দিতে চাই।’ অন্যা আরও জানান, আগামী দুই প্রজেক্টে তাঁকে সম্পূর্ণ অন্য ধরনের দুই চরিত্রে দেখা যাবে।
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
এখনো বলিউডে সেভাবে জায়গা পাকা করতে পারেননি অন্যা সিং। কিন্তু শুরুটা ভালোই ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর সেই দিনগুলোর কথা জানিয়েছেন তিনি। যশ রাজ ফিল্মসের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল অন্যার। ‘কয়েদি ব্যান্ড’ নামে সেই ছবিতে তাঁর নায়ক ছিলেন রণবীর কাপুরের আত্মীয় আদর জৈন। এত বড় ব্যানারের হয়েও ছবিটি বক্স অফিসে ভরাডুবি হয়েছিল। তবে ছবিটি ফ্লপ হলেও অন্যা নজরে কেড়েছিলেন।
দিল্লির মেয়ে মুম্বাইতে এসে যশ রাজের ব্যানারে কাজ পাওয়ার গল্প সহজ ছিল না। রাজস্থানে স্নাতক করার সময় হঠাৎই অন্যার মাথায় অভিনয়ের ভূত চেপে বসে। ব্যস, সব ছেড়েছুড়ে মুম্বাইতে হাজির। মুম্বাইতে নিজের শুরুর দিনগুলো মনে করে অন্যা বলেন, ‘এই শহরে (মুম্বাই) পা দেওয়ার পর নিজেকে “এলিয়েন” মনে হচ্ছিল। মনে হতো, আমি নিঃস্ব, একা। খুব অসহায় লাগত। কারণ, পরিবার, বন্ধু সবাইকে ছেড়ে নতুন শহরে এসেছিলাম। নতুন দুনিয়ার সঙ্গে মানিয়ে নিতে বেশ লড়াই করতে হয়েছে।’
অন্যা জানান, ক্যারিয়ারের শুরুটা ব্যর্থতা দিয়ে হলেও ‘কয়েদি ব্যান্ড’ ছিল তাঁর জন্য এক ‘শিক্ষাসফর’। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই ছবির শুটিংয়ের আগে প্রচুর ওয়ার্কশপ করেছি। সাত-আট মাস ধরে শুধু ওয়ার্কশপই করেছিলাম। পরিচালক হাবিব ফয়জলের থেকে অনেক কিছু শিখেছিলাম। কপাল খারাপ যে ছবিটা চলেনি। কিন্তু আমার অভিনয়ের প্রশংসা হয়েছিল। তবে ছবি মুক্তির পর আমার আসল লড়াই শুরু হয়। বাবা মারা যান। মা-ও অসুস্থ হয়ে পড়েছিলেন।’
মাত্র ছয় বছরের ক্যারিয়ারে বেশ কয়েকটি সিরিজ ও ছবিতে অভিনয় করেছেন অন্যা। এমনকি দক্ষিণ ভারতের সিনেমাতেও খাতা খুলেছেন। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘নেভার কিস ইয়োর বেস্ট ফ্রেন্ড’-এর মাধ্যমে অন্যা বেশ পরিচিতিও পেয়েছেন। তবে এবার অন্য ধারার চরিত্রের সন্ধানে আছেন এই তরুণ অভিনেত্রী। অন্যা বলেন, ‘যদিও রোমান্টিক-কমেডি ঘরানা প্রিয়। তবে এবার থ্রিলারধর্মী ছবি বা সিরিজ করতে চাই। নেতিবাচক কোনো চরিত্র পেলে তো কথাই নেই। আমার চেহারায় একটা নিষ্পাপ ভাব আছে। এই নিষ্পাপ সৌন্দর্য সামনে রেখে নেতিবাচক চরিত্রে অভিনয় করে আমি সবাইকে চমকে দিতে চাই।’ অন্যা আরও জানান, আগামী দুই প্রজেক্টে তাঁকে সম্পূর্ণ অন্য ধরনের দুই চরিত্রে দেখা যাবে।