চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতার দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সত্যজিৎ রায়ের ‘জন-অরণ্য’ সিনেমায় সোমনাথ চরিত্রটি করে নজর কাড়েন প্রদীপ। তার উল্লেখযোগ্য অন্যান্য চলচ্চিত্র— ‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘পুরুষোত্তম’, ‘হিরের আংটি’।
রক্তে বিষক্রিয়া বা সেপ্টিসেমিয়ার মতো অসুখের শিকার হয়েছিলেন প্রদীপ। গত কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়, প্রদীপের কন্যা পায়েল ভট্টাচার্যকে উদ্ধৃত করে জানাচ্ছে কলকাতার আনন্দবাজার অনলাইন।
হাসপাতাল থেকে জানানো হয়েছে, রক্তে বিষক্রিয়ার পরিমাণ বেড়ে গিয়েছিল। ফুসফুসের সংক্রমণ তো ছিলই, সঙ্গে নিউমোনিয়াও ধরা পড়েছিল।
পরিচালক নির্মল চক্রবর্তীর ছবি ‘দত্তা’র শ্যুটিং করছিলেন অভিনেতা। দু’দিন শ্যুটিং করার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে এক বেসরকারি হাসপাতালে, তার পর দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই প্রয়াত হলেন অভিনেতা।
প্রদীপের দুই সন্তান। ছেলে এবং মেয়ে দু’জনেই থাকেন দুবাইয়ে। মেয়ে পায়েল রবিবার সকালে কলকাতায় এসেছেন।
সোমবার, ২৯ আগস্ট ২০২২
চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতার দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সত্যজিৎ রায়ের ‘জন-অরণ্য’ সিনেমায় সোমনাথ চরিত্রটি করে নজর কাড়েন প্রদীপ। তার উল্লেখযোগ্য অন্যান্য চলচ্চিত্র— ‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘পুরুষোত্তম’, ‘হিরের আংটি’।
রক্তে বিষক্রিয়া বা সেপ্টিসেমিয়ার মতো অসুখের শিকার হয়েছিলেন প্রদীপ। গত কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়, প্রদীপের কন্যা পায়েল ভট্টাচার্যকে উদ্ধৃত করে জানাচ্ছে কলকাতার আনন্দবাজার অনলাইন।
হাসপাতাল থেকে জানানো হয়েছে, রক্তে বিষক্রিয়ার পরিমাণ বেড়ে গিয়েছিল। ফুসফুসের সংক্রমণ তো ছিলই, সঙ্গে নিউমোনিয়াও ধরা পড়েছিল।
পরিচালক নির্মল চক্রবর্তীর ছবি ‘দত্তা’র শ্যুটিং করছিলেন অভিনেতা। দু’দিন শ্যুটিং করার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে এক বেসরকারি হাসপাতালে, তার পর দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই প্রয়াত হলেন অভিনেতা।
প্রদীপের দুই সন্তান। ছেলে এবং মেয়ে দু’জনেই থাকেন দুবাইয়ে। মেয়ে পায়েল রবিবার সকালে কলকাতায় এসেছেন।