alt

বিনোদন

শতবর্ষ আগের কলকাতার নির্বাক চলচ্চিত্র ‘বেহুলা’ উদ্ধার ফ্রান্সে, ৫ ডিসেম্বর প্রদর্শনী মুম্বাইয়ে

দীপক মুখার্জী, কলকাতা : সোমবার, ২৮ নভেম্বর ২০২২

https://sangbad.net.bd/images/2022/November/28Nov22/news/1.jpg

শতবর্ষ আগের কলকাতায় অনেক গুলো নির্বাক চলচ্চিত্র নির্মিত হয়েছিল, যার বেশির ভাগই বর্তমানে অদৃশ্য হয়ে গেছে বা তার অস্তিত্ব নেই বললেই চলে। এই রকম একশ বছরেরও বেশী পুরানো (১৯২১ সালে তৈরী) ভারতের কলকাতায় প্রথম অ্যাংলো-ইন্ডিয়ান অভিনেত্রী পেশেন্স কুপার অভিনীত ‘বেহুলা’ সিনেমার সন্ধান মিলেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যাবে। ভারত প্যারিসের সংগ্রহশালা থেকে পুনরুদ্ধার করেছে সিনেমাটি। চলচ্চিত্রটি মূল উপাদান সহ উদ্ধার করা হয়েছে।

"এটি একটি অলৌকিক আবিষ্কার। আমাদের নির্বাক চলচ্চিত্রগুলির মধ্যে খুব কমই টিকে থাকার বিষয়টি এটিকে ঐতিহাসিক করে তুলেছে," বলেছেন পরিচালক এবং ফিল্ম সংরক্ষণবিদ শিবেন্দ্র সিং দুঙ্গারপুর, যার ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন এই পুনরুদ্ধারের কাজকে সহজতর করবে।

https://sangbad.net.bd/images/2022/November/28Nov22/news/3.jpg

আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ভারতের সপ্তম ফিল্ম প্রিজারভেশন কর্মশালা। এটি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। কলকাতায় তৈরি শতবর্ষের পুরোনো সংগৃহীত ৫ রিলের সেই নির্বাক বেহুলা ছবিটি ফিল্ম প্রিজারভেশন রেস্টোরেশন ওয়ার্কশপের অংশ হিসেবে ৫ ডিসেম্বর মুম্বাইয়ের রিগ্যাল প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

২০১৫ সাল থেকে প্রতিবছর আয়োজিত হয় ফিল্ম প্রিজারভেশন অ্যান্ড রেস্টোরেশন ওয়ার্কশপ। করোনার কারণে গত তিন বছর এই ওয়ার্কশপ হতে পারেনি ভারতে। এবার আবার শুরু হচ্ছে ৪ ডিসেম্বর থেকে। এর আগে পুণে, চেন্নাই, কলকাতা এবং হায়দরাবাদে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এবার হচ্ছে মুম্বাইতে।

প্রাচীন চলচ্চিত্র বেহুলা একসময় ফ্রান্সে চলে যায়। তারপর একদিন হারিয়েও যায়। খোঁজও মিলছিল না একসময়। অবশেষে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা খোঁজ পান বেহুলার। এর আগে ফ্রান্সে গিয়ে বেহুলার ঠাঁই হয় সেখানকার একটি নামী সংগ্রহশালায়।

মুম্বাইয়ের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের প্রধান এবং প্রখ্যাত ফিল্ম সংরক্ষণবিদ শিবেন্দ্র সিং দুঙ্গারপুর সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা পেসেন্স কুপারের সেই নির্বাক ছবি বেহুলাকে এবার হাজির করছি সুদূর ফ্রান্সের সংগ্রহশালা থেকে মুম্বাইয়ের প্রেক্ষাগৃহে।’

সেদিনের কলকাতার নামী থিয়েটার সংস্থা ম্যাডান থিয়েটার্স নির্মাণ করেছিল বেহুলা। আর এই ছবির তৎকালীন অভিনেত্রী ছিলেন অ্যাংলো–ইন্ডিয়ান নায়িকা পেসেন্স কুপার। তিনিই বেহুলার চরিত্রে অভিনয় করেছিলেন। বেহুলা চলচ্চিত্র জামশেদজি ফ্রামজি মদন প্রযোজনা করেছিলেন। তিনি ভারতের প্রথম চলচ্চিত্র ম্যাগনেটদের একজন, যার নামে কলকাতার একটি রাস্তার নামকরণ করা হয়েছে।

https://sangbad.net.bd/images/2022/November/28Nov22/news/2.jpg

বেহুলার শুটিং হয়েছিল কলকাতায়। পরিচালক ছিলেন ক্যামিলে লে গ্রাঁ। ‘বেহুলা’ সিনেমা কলকাতার বাসিন্দা অ্যাংলো–ইন্ডিয়ান অভিনেত্রী পেসেন্স কুপারের অবশ্য প্রথম নির্বাক ছবি ছিল না। পেসেন্স কুপারের প্রথম সিনামা ছিল ‘নল–দময়ন্তী’। সেই ছবি নির্মিত হয়েছিল ১৯২০ সালে। আর বেহুলা হয়েছিল ১৯২১ সালে।

বেহুলার নায়িকা অ্যাংলো–ইন্ডিয়ান পেসেন্স কুপার ১৯০৫ সালে কলকাতার ইহুদি-ইরাকি সম্পর্কযুক্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেন। বোনদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন কুপার (ধৈর্য, ভায়োলেট এবং পার্ল)। তিনি মঞ্চ নৃত্যশিল্পী হিসাবে শুরু করেছিলেন কাজ।

কুপার ১৯৪৪ সাল পর্যন্ত ৪০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছিলেন এবং ভারতীয় চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করা প্রথম অভিনেত্রী। ‘পাটনি প্রতাপ’ (১৯২৩) সিনামায় তিনি দুই বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং ‘কাশ্মীরি সুন্দরী’ (১৯২৪) যেখানে তিনি মা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

সেই সময় কুপারস পাকিস্তান প্রদেশের একজন সুপরিচিত ব্যবসায়ী মির্জা আহমেদ ইস্পাহানিকে বিয়ে করেন এবং ১৯৪৭ সালে দেশ ভাগের সময় পাকিস্তানে চলে যান। তবে এই বিয়ে বেশীদিন স্থায়ী হয়নি। পরে তিনি নির্বাক চলচ্চিত্র অভিনেতা গুল হামিদ খানকে বিয়ে করেন।

https://sangbad.net.bd/images/2022/November/28Nov22/news/4.jpg

পেশেন্স কুপারের স্টাইলি এবং পোশাক ছিল আধুনিক। কুপার সেই প্রজন্মের ‘আধুনিক মেয়েদের’ অন্তর্ভূক্ত ছিলেন যাদের ইউরোপীয় শিক্ষা এবং ফ্যাকাশে বর্ণ তাদের প্রারম্ভিক ভারতীয় সিনেমার কাছে আরও আকর্ষণীয় করে তুলেছিল।

রুবি মেয়ার্স (ওরফে সুলোচনা) এর মতো তিনি ‘আধুনিক’ অভিনেত্রীদের প্রজন্মের অন্তর্ভূক্ত ছিলেন, যাদের ইউরোপীয় চেহারা এবং শিক্ষা তাদের ব্যাপক জনপ্রিয়তা এনেছিল। বাহ্যিক অবস্থানগুলি সেই প্রেক্ষাপটের প্রতিধ্বনি করে যেখানে ফিল্মটি শ্যুট করা হয়েছিল, হাওয়ায় অ্যানিমেটেড কার্ডবোর্ড সেটগুলি এবং পথচারীদের অমনি উপস্থিতি গল্পের লাইনে তাদের পথ খুঁজে বের করে।

‘বেহুলা’ কুপারের একমাত্র চলচ্চিত্র যা বেঁচে আছে। চলচ্চিত্রবিদ ডুঙ্গারপুর বলছিলেন, ‘এটা দুঃখজনক যে ভারতের প্রথম সুপারস্টার হওয়া সত্ত্বেও, এখন খুব কম লোকই তাকে মনে রেখেছে।’

‘বেহুলা’, পেশেন্স কুপার অভিনীত ১৯২১ সালের পুনরুদ্ধার করা নির্বাক চলচ্চিত্র। উনবিংশ দশকের গোড়ার দিকে বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র সরঞ্জাম এবং প্রযোজনা সংস্থা প্যাথে ফ্রেসের ক্যামেরা অপারেটর ক্যামিল লেগ্রান্ড এর পরিচালক। ভারতে, সংস্থাটির প্রতিনিধিত্ব করেছিলেন প্রযোজক জামশেদজি ফ্রামজি মদন। ১৯২১ সালে, লেগ্রান্ড এবং মদন বাংলা লোককাহিনী ‘মনসা মঙ্গল’ থেকে অভিযোজিত ‘বেহুলা’ সহ কমপক্ষে পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।

পরবতীর্তে লেগ্রান্ড ছবিটির নেগেটিভ ফ্রান্সে ফিরিয়ে দিয়েছিলেন যেখানে এক শতাব্দীরও বেশি সময় ধরে অলৌকিকভাবে বেহুলা বন্দি হয়ে ছিল। প্যারিসের ফাউন্ডেশন জেরোম সেডক্স-পাথে নামে একটি সংস্থা যারা ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং প্রচারের জন্য কাজ করে, তারাই বেহুলা পুনরুদ্ধার করেছে।

ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়ার (এনএফএআই) প্রাক্তন পরিচালক প্রকাশ মগদুম কুপারকে ‘চমৎকার’ বলে বর্ণনা করেছেন৷ ‘তিনি পার্সি থিয়েটারের পটভূমি থেকে এসেছেন। বেহুলাতে তার একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তার স্টাইলিং ছিল তখনকার আধুনিক।’

‘বেহুলা’ মদন থিয়েটারের তৃতীয় চলচ্চিত্র যেটি এখন টিকে আছে। অন্যগুলি হল রুস্তমজি ধোতিওয়ালার বাংলা নির্বাক ছবি ‘বিশ্বমঙ্গল’ ( ১৯১৯) এবং জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের নীরব বাংলা ক্লাসিক ‘মাধবী কঙ্কন’ (১৯৩০)।

বেহুলার মূল সঙ্গীত করেছিলেন কীভান চেমিরানি (পার্কশন, ভারতীয় সান্টুর, ড্রাম, উর্দু, পারস্য জার্ব), বেঞ্জামিন মুসে (পিয়ানো), সিলভাইন বারু (বানসুরি বাঁশি, আর্মেনিয়া দুদুক), মিশেল গুয়ে (সিথারা, তানপুরা) দ্বারা পরিবেশিত এবং রেকর্ড করা হয়েছে।

পুরানো শতাধিক বছরে আগের সেই বেহুলা যে ভাবেই হোক একসময় ফ্রান্সে চলে যায়। তারপর একদিন হারিয়েও যায়। খোঁজও মিলছিল না একসময়। অবশেষে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা খোঁজ পান বেহুলার। এর আগে ফ্রান্সে গিয়ে বেহুলার ঠাঁই হয় সেখানকার একটি নামী সংগ্রহশালায়।

নির্বাক ‘বেহুলা’ সিনেমা মনসা মঙ্গলের একটি বাঙালী কিংবদন্তি থেকে গৃহীত।

ছবি

নতুন রাজনৈতিক থ্রিলারে মনোজ বাজপেয়ী

ছবি

গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ

ছবি

‘সম্পত্তি সমর্পণ’ নাটকে তৌকীর আহমেদ

ছবি

সম্পর্ক আর প্রতিশোধের গল্প ‘ফ্যাঁকড়া’

ছবি

তারকাদের বিশেষ সাজসজ্জায় মেট গালা ২০২৫ উদযাপন

ছবি

বেবিবাম্প নিয়ে মেট গালায় কিয়ারা

ছবি

আসছে ‘গুলমোহর’

ছবি

‘বাবার সাইকেল’ নিয়ে আসছেন নাহিদ হাসান

ছবি

শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২৫’

ছবি

বন্ধুত্বের গল্পে ‘উড়াল’

ছবি

মাকে নিয়ে গাইলেন সামিনা চৌধুরী

ছবি

চেক প্রতারণা মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি

মানবিক গল্পে জুটি বাঁধলেন আরশ-সুনেরা

ছবি

প্রথমবারের মতো পর্দায় ঈশান-ভূমি

ছবি

আসছে গান ‘নতুন বাংলাদেশ’

ছবি

ঢাকায় আসছে পাকিস্তানের বায়ান

ছবি

বিদেশি সিনেমার ওপর ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপ

ছবি

প্রমির কণ্ঠে ‘যা বলে দে’

ছবি

মামুনুর রশীদের নামে মামলা, হতবাক ‘আরণ্যক’ নাট্যদল

ছবি

প্রথমবার উপস্থাপনায় মুক্তি

ছবি

প্রাচ্য পলাশের ওভিসিতে মডেল সঞ্চিতা

ছবি

এবার প্রেস ক্লাবে ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র নির্বাচন

ছবি

যাদের নিয়ে এবারের ‘সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি’

ছবি

মা-মেয়ের গল্পে ‘তুমি রবে নীরবে’

ছবি

‘গুলমোহর’ অন্য এক সারিকা সাবাহ

ছবি

প্রথমবার ভিডিওতে বেলাল খান ও কর্নিয়া

ছবি

জেফারের কণ্ঠে ‘তীর’

ছবি

এবার স্পেনের চলচ্চিত্র উৎসবে ঢাকার ‘মাস্তুল’

ছবি

নাদিয়া ডোরার রোমান্টিক গান

ছবি

আন্তর্জাতিক সংস্থায় নতুন দায়িত্ব পেলেন ওমর সানী

ছবি

নতুন খবর দিলেন সাবিনা ইয়াসমিন

ছবি

শ্রদ্ধা কাপুরের পারিশ্রমিক দ্বিগুণ, ‘স্ত্রী ২’-এর পর নতুন থ্রিলারে ১৭ কোটি টাকার দাবি

ছবি

প্রকাশ পেল নিলয়-প্রিয়ার ‘তুমি আমি রাজি’

ছবি

প্রকাশ্যে জয়ের ‘ফিরবে না’

ছবি

আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পী জিল সোবুলর মৃত্যু

ছবি

নতুন রূপে প্রিয়াঙ্কা

tab

বিনোদন

শতবর্ষ আগের কলকাতার নির্বাক চলচ্চিত্র ‘বেহুলা’ উদ্ধার ফ্রান্সে, ৫ ডিসেম্বর প্রদর্শনী মুম্বাইয়ে

দীপক মুখার্জী, কলকাতা

সোমবার, ২৮ নভেম্বর ২০২২

https://sangbad.net.bd/images/2022/November/28Nov22/news/1.jpg

শতবর্ষ আগের কলকাতায় অনেক গুলো নির্বাক চলচ্চিত্র নির্মিত হয়েছিল, যার বেশির ভাগই বর্তমানে অদৃশ্য হয়ে গেছে বা তার অস্তিত্ব নেই বললেই চলে। এই রকম একশ বছরেরও বেশী পুরানো (১৯২১ সালে তৈরী) ভারতের কলকাতায় প্রথম অ্যাংলো-ইন্ডিয়ান অভিনেত্রী পেশেন্স কুপার অভিনীত ‘বেহুলা’ সিনেমার সন্ধান মিলেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যাবে। ভারত প্যারিসের সংগ্রহশালা থেকে পুনরুদ্ধার করেছে সিনেমাটি। চলচ্চিত্রটি মূল উপাদান সহ উদ্ধার করা হয়েছে।

"এটি একটি অলৌকিক আবিষ্কার। আমাদের নির্বাক চলচ্চিত্রগুলির মধ্যে খুব কমই টিকে থাকার বিষয়টি এটিকে ঐতিহাসিক করে তুলেছে," বলেছেন পরিচালক এবং ফিল্ম সংরক্ষণবিদ শিবেন্দ্র সিং দুঙ্গারপুর, যার ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন এই পুনরুদ্ধারের কাজকে সহজতর করবে।

https://sangbad.net.bd/images/2022/November/28Nov22/news/3.jpg

আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ভারতের সপ্তম ফিল্ম প্রিজারভেশন কর্মশালা। এটি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। কলকাতায় তৈরি শতবর্ষের পুরোনো সংগৃহীত ৫ রিলের সেই নির্বাক বেহুলা ছবিটি ফিল্ম প্রিজারভেশন রেস্টোরেশন ওয়ার্কশপের অংশ হিসেবে ৫ ডিসেম্বর মুম্বাইয়ের রিগ্যাল প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

২০১৫ সাল থেকে প্রতিবছর আয়োজিত হয় ফিল্ম প্রিজারভেশন অ্যান্ড রেস্টোরেশন ওয়ার্কশপ। করোনার কারণে গত তিন বছর এই ওয়ার্কশপ হতে পারেনি ভারতে। এবার আবার শুরু হচ্ছে ৪ ডিসেম্বর থেকে। এর আগে পুণে, চেন্নাই, কলকাতা এবং হায়দরাবাদে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এবার হচ্ছে মুম্বাইতে।

প্রাচীন চলচ্চিত্র বেহুলা একসময় ফ্রান্সে চলে যায়। তারপর একদিন হারিয়েও যায়। খোঁজও মিলছিল না একসময়। অবশেষে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা খোঁজ পান বেহুলার। এর আগে ফ্রান্সে গিয়ে বেহুলার ঠাঁই হয় সেখানকার একটি নামী সংগ্রহশালায়।

মুম্বাইয়ের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের প্রধান এবং প্রখ্যাত ফিল্ম সংরক্ষণবিদ শিবেন্দ্র সিং দুঙ্গারপুর সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা পেসেন্স কুপারের সেই নির্বাক ছবি বেহুলাকে এবার হাজির করছি সুদূর ফ্রান্সের সংগ্রহশালা থেকে মুম্বাইয়ের প্রেক্ষাগৃহে।’

সেদিনের কলকাতার নামী থিয়েটার সংস্থা ম্যাডান থিয়েটার্স নির্মাণ করেছিল বেহুলা। আর এই ছবির তৎকালীন অভিনেত্রী ছিলেন অ্যাংলো–ইন্ডিয়ান নায়িকা পেসেন্স কুপার। তিনিই বেহুলার চরিত্রে অভিনয় করেছিলেন। বেহুলা চলচ্চিত্র জামশেদজি ফ্রামজি মদন প্রযোজনা করেছিলেন। তিনি ভারতের প্রথম চলচ্চিত্র ম্যাগনেটদের একজন, যার নামে কলকাতার একটি রাস্তার নামকরণ করা হয়েছে।

https://sangbad.net.bd/images/2022/November/28Nov22/news/2.jpg

বেহুলার শুটিং হয়েছিল কলকাতায়। পরিচালক ছিলেন ক্যামিলে লে গ্রাঁ। ‘বেহুলা’ সিনেমা কলকাতার বাসিন্দা অ্যাংলো–ইন্ডিয়ান অভিনেত্রী পেসেন্স কুপারের অবশ্য প্রথম নির্বাক ছবি ছিল না। পেসেন্স কুপারের প্রথম সিনামা ছিল ‘নল–দময়ন্তী’। সেই ছবি নির্মিত হয়েছিল ১৯২০ সালে। আর বেহুলা হয়েছিল ১৯২১ সালে।

বেহুলার নায়িকা অ্যাংলো–ইন্ডিয়ান পেসেন্স কুপার ১৯০৫ সালে কলকাতার ইহুদি-ইরাকি সম্পর্কযুক্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেন। বোনদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন কুপার (ধৈর্য, ভায়োলেট এবং পার্ল)। তিনি মঞ্চ নৃত্যশিল্পী হিসাবে শুরু করেছিলেন কাজ।

কুপার ১৯৪৪ সাল পর্যন্ত ৪০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছিলেন এবং ভারতীয় চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করা প্রথম অভিনেত্রী। ‘পাটনি প্রতাপ’ (১৯২৩) সিনামায় তিনি দুই বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং ‘কাশ্মীরি সুন্দরী’ (১৯২৪) যেখানে তিনি মা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

সেই সময় কুপারস পাকিস্তান প্রদেশের একজন সুপরিচিত ব্যবসায়ী মির্জা আহমেদ ইস্পাহানিকে বিয়ে করেন এবং ১৯৪৭ সালে দেশ ভাগের সময় পাকিস্তানে চলে যান। তবে এই বিয়ে বেশীদিন স্থায়ী হয়নি। পরে তিনি নির্বাক চলচ্চিত্র অভিনেতা গুল হামিদ খানকে বিয়ে করেন।

https://sangbad.net.bd/images/2022/November/28Nov22/news/4.jpg

পেশেন্স কুপারের স্টাইলি এবং পোশাক ছিল আধুনিক। কুপার সেই প্রজন্মের ‘আধুনিক মেয়েদের’ অন্তর্ভূক্ত ছিলেন যাদের ইউরোপীয় শিক্ষা এবং ফ্যাকাশে বর্ণ তাদের প্রারম্ভিক ভারতীয় সিনেমার কাছে আরও আকর্ষণীয় করে তুলেছিল।

রুবি মেয়ার্স (ওরফে সুলোচনা) এর মতো তিনি ‘আধুনিক’ অভিনেত্রীদের প্রজন্মের অন্তর্ভূক্ত ছিলেন, যাদের ইউরোপীয় চেহারা এবং শিক্ষা তাদের ব্যাপক জনপ্রিয়তা এনেছিল। বাহ্যিক অবস্থানগুলি সেই প্রেক্ষাপটের প্রতিধ্বনি করে যেখানে ফিল্মটি শ্যুট করা হয়েছিল, হাওয়ায় অ্যানিমেটেড কার্ডবোর্ড সেটগুলি এবং পথচারীদের অমনি উপস্থিতি গল্পের লাইনে তাদের পথ খুঁজে বের করে।

‘বেহুলা’ কুপারের একমাত্র চলচ্চিত্র যা বেঁচে আছে। চলচ্চিত্রবিদ ডুঙ্গারপুর বলছিলেন, ‘এটা দুঃখজনক যে ভারতের প্রথম সুপারস্টার হওয়া সত্ত্বেও, এখন খুব কম লোকই তাকে মনে রেখেছে।’

‘বেহুলা’, পেশেন্স কুপার অভিনীত ১৯২১ সালের পুনরুদ্ধার করা নির্বাক চলচ্চিত্র। উনবিংশ দশকের গোড়ার দিকে বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র সরঞ্জাম এবং প্রযোজনা সংস্থা প্যাথে ফ্রেসের ক্যামেরা অপারেটর ক্যামিল লেগ্রান্ড এর পরিচালক। ভারতে, সংস্থাটির প্রতিনিধিত্ব করেছিলেন প্রযোজক জামশেদজি ফ্রামজি মদন। ১৯২১ সালে, লেগ্রান্ড এবং মদন বাংলা লোককাহিনী ‘মনসা মঙ্গল’ থেকে অভিযোজিত ‘বেহুলা’ সহ কমপক্ষে পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।

পরবতীর্তে লেগ্রান্ড ছবিটির নেগেটিভ ফ্রান্সে ফিরিয়ে দিয়েছিলেন যেখানে এক শতাব্দীরও বেশি সময় ধরে অলৌকিকভাবে বেহুলা বন্দি হয়ে ছিল। প্যারিসের ফাউন্ডেশন জেরোম সেডক্স-পাথে নামে একটি সংস্থা যারা ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং প্রচারের জন্য কাজ করে, তারাই বেহুলা পুনরুদ্ধার করেছে।

ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়ার (এনএফএআই) প্রাক্তন পরিচালক প্রকাশ মগদুম কুপারকে ‘চমৎকার’ বলে বর্ণনা করেছেন৷ ‘তিনি পার্সি থিয়েটারের পটভূমি থেকে এসেছেন। বেহুলাতে তার একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তার স্টাইলিং ছিল তখনকার আধুনিক।’

‘বেহুলা’ মদন থিয়েটারের তৃতীয় চলচ্চিত্র যেটি এখন টিকে আছে। অন্যগুলি হল রুস্তমজি ধোতিওয়ালার বাংলা নির্বাক ছবি ‘বিশ্বমঙ্গল’ ( ১৯১৯) এবং জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের নীরব বাংলা ক্লাসিক ‘মাধবী কঙ্কন’ (১৯৩০)।

বেহুলার মূল সঙ্গীত করেছিলেন কীভান চেমিরানি (পার্কশন, ভারতীয় সান্টুর, ড্রাম, উর্দু, পারস্য জার্ব), বেঞ্জামিন মুসে (পিয়ানো), সিলভাইন বারু (বানসুরি বাঁশি, আর্মেনিয়া দুদুক), মিশেল গুয়ে (সিথারা, তানপুরা) দ্বারা পরিবেশিত এবং রেকর্ড করা হয়েছে।

পুরানো শতাধিক বছরে আগের সেই বেহুলা যে ভাবেই হোক একসময় ফ্রান্সে চলে যায়। তারপর একদিন হারিয়েও যায়। খোঁজও মিলছিল না একসময়। অবশেষে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা খোঁজ পান বেহুলার। এর আগে ফ্রান্সে গিয়ে বেহুলার ঠাঁই হয় সেখানকার একটি নামী সংগ্রহশালায়।

নির্বাক ‘বেহুলা’ সিনেমা মনসা মঙ্গলের একটি বাঙালী কিংবদন্তি থেকে গৃহীত।

back to top