রাজীব-নিশীতা
সময়ের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী রাজীব ও নিশীতা বড়ুয়া আগামী ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জঅতিক মাতৃভাষা দিবস’র জন্য বাংলাদেশ টেলিভিশনে ফিলার সং হিসাবে (ভাষার মাসজুড়ে) প্রচারের জন্য দু’টি ভিন্ন একক গান গেয়েছেন। এরইমধ্যে গানটির রেকর্ডিং শেষে শহীদ মিনারে গানটির মিউজিক ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাজীব ও নিশীতা। রাজীব গেয়েছেন ‘আমার ভাষার লাল নীল দ্বীপগুলো’ গানটি। গানটি লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা। সুর সঙ্গীত করেছেন সুমন রেজা খান। নিশীতা গেয়েছেন ‘পৃথিবী দেখেছে নির্বাক হয়ে’ গানটি। এটি লিখেছেন দেশের জীবন্ত কিংবদন্তী গীতিকার মোহাম্মদ রফিক-উজ-জামান। সুর সঙ্গীত করেছেন সুমন রেজা খান। ভাষার মাসে বিটিভির জন্য এমন একটি গান গাইতে পেরে বেশ উচ্ছসিত রাজীব। রাজীব বলেন,‘ দেশকে নিয়ে গান গাইতে সবসময়ই আমার ভীষণ ভালোলাগে।
আর আমার সৌভাগ্য যে ভাষার মাসেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এতো চমৎকার গীতিকবিতায় এবং মনের মতো সুরে একটি গান গাইতে পেরেছি। ’ নিশীতা বড়–য়া বলেন,‘ আমার পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় মোহাম্মদ রফিক উজ জামান স্যারের লেখা একটি দেশাত্ববোধক গান গাইতে পেরেছি। গানের কথা’র সাথে সুরকারের সুরের চমৎকার একটি মেলবন্ধন রয়েছে। যে কারণে গানটিও সবমিলিয়ে খুব ভালোলাগার মতোই একটি গান হয়েছে। ভাষার মাসে একটি দেশাত্ববোধক গান গেয়েছি, এটা একটু বেশিই ভালোলাগার।’
রাজীব-নিশীতা
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
সময়ের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী রাজীব ও নিশীতা বড়ুয়া আগামী ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জঅতিক মাতৃভাষা দিবস’র জন্য বাংলাদেশ টেলিভিশনে ফিলার সং হিসাবে (ভাষার মাসজুড়ে) প্রচারের জন্য দু’টি ভিন্ন একক গান গেয়েছেন। এরইমধ্যে গানটির রেকর্ডিং শেষে শহীদ মিনারে গানটির মিউজিক ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাজীব ও নিশীতা। রাজীব গেয়েছেন ‘আমার ভাষার লাল নীল দ্বীপগুলো’ গানটি। গানটি লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা। সুর সঙ্গীত করেছেন সুমন রেজা খান। নিশীতা গেয়েছেন ‘পৃথিবী দেখেছে নির্বাক হয়ে’ গানটি। এটি লিখেছেন দেশের জীবন্ত কিংবদন্তী গীতিকার মোহাম্মদ রফিক-উজ-জামান। সুর সঙ্গীত করেছেন সুমন রেজা খান। ভাষার মাসে বিটিভির জন্য এমন একটি গান গাইতে পেরে বেশ উচ্ছসিত রাজীব। রাজীব বলেন,‘ দেশকে নিয়ে গান গাইতে সবসময়ই আমার ভীষণ ভালোলাগে।
আর আমার সৌভাগ্য যে ভাষার মাসেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এতো চমৎকার গীতিকবিতায় এবং মনের মতো সুরে একটি গান গাইতে পেরেছি। ’ নিশীতা বড়–য়া বলেন,‘ আমার পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় মোহাম্মদ রফিক উজ জামান স্যারের লেখা একটি দেশাত্ববোধক গান গাইতে পেরেছি। গানের কথা’র সাথে সুরকারের সুরের চমৎকার একটি মেলবন্ধন রয়েছে। যে কারণে গানটিও সবমিলিয়ে খুব ভালোলাগার মতোই একটি গান হয়েছে। ভাষার মাসে একটি দেশাত্ববোধক গান গেয়েছি, এটা একটু বেশিই ভালোলাগার।’