সানজিদা মিলা
সানজিদা মিলা, একজন নাটকের অভিনেত্রী। এরইমধ্যে মিলা অভিনয় করেছেন পুজন মজমুদারের পরিচালনায় যৌথ প্রযোজনার সিনেমা ‘প্রিয়ারে’তে। এতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও মিলা শেষ করেছেন শুদ্ধমান চৈতন’র ‘দামপাড়া’ ও ফুয়াদ চৌধুরীর ‘মেঘনা কন্যা’ সিনেমার কাজ।
মিলা বলেন,‘ প্রিয়ারে আমার অভিনীত প্রথম সিনেমা। এটি যৌথ প্রযোজনার একটি সিনেমা। কাজটি যথেষ্ট মন দিয়ে করার চেষ্টা করেছি। আমি খুবই আশাবাদী সিনেমাটি নিয়ে। কারণ এতে বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকজন গুনী শিল্পীও অভিনয় করেছেন। আর আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে সেখানে আজ আসতে পেরেছি শ্রদ্ধেয় মীর সাব্বির ভাইয়ের পূর্ণ সহযোগিতায়।
তার নির্দেশনাতেই আমি প্রথম নোয়াশাল ধারাবাহিকে অভিনয় করেছিলাম।’ এরইমধ্যে সানজিদা মিলা এনায়েত উল্যাহ সৈয়দের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘বসের চেয়ার’-এ অভিনয় করেছেন। সানজিদা মিলা নিয়মিত অভিনয় করছেন ধারাবাহিক নাটক ‘কাজল রেখা’,‘ হীরামন’, ‘প্রবাসী পল্লী’তে। পাশাপাশি নিয়মিত খ- নাটকেও অভিনয় করেছেন। মিলা নিয়মিত বাংলাদেশ বেতারে উপস্থাপনা করেন। পাশাপাশি স্টেজ শো’তেও উপস্থাপনা করেন তিনি। বিদেশী সিরিয়ালে ভয়েজ দিয়ে থাকেন তিনি নিয়মিত। এরইমধ্যে মিলা আরো শেষ করেছেন ফেরারী ফরহাদের রচনায় ও সাইফুল হাফিজ খানের পরিচালনায় ‘আজব মহব্বত’ নাটকের কাজ।
সানজিদা মিলা
বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩
সানজিদা মিলা, একজন নাটকের অভিনেত্রী। এরইমধ্যে মিলা অভিনয় করেছেন পুজন মজমুদারের পরিচালনায় যৌথ প্রযোজনার সিনেমা ‘প্রিয়ারে’তে। এতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও মিলা শেষ করেছেন শুদ্ধমান চৈতন’র ‘দামপাড়া’ ও ফুয়াদ চৌধুরীর ‘মেঘনা কন্যা’ সিনেমার কাজ।
মিলা বলেন,‘ প্রিয়ারে আমার অভিনীত প্রথম সিনেমা। এটি যৌথ প্রযোজনার একটি সিনেমা। কাজটি যথেষ্ট মন দিয়ে করার চেষ্টা করেছি। আমি খুবই আশাবাদী সিনেমাটি নিয়ে। কারণ এতে বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকজন গুনী শিল্পীও অভিনয় করেছেন। আর আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে সেখানে আজ আসতে পেরেছি শ্রদ্ধেয় মীর সাব্বির ভাইয়ের পূর্ণ সহযোগিতায়।
তার নির্দেশনাতেই আমি প্রথম নোয়াশাল ধারাবাহিকে অভিনয় করেছিলাম।’ এরইমধ্যে সানজিদা মিলা এনায়েত উল্যাহ সৈয়দের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘বসের চেয়ার’-এ অভিনয় করেছেন। সানজিদা মিলা নিয়মিত অভিনয় করছেন ধারাবাহিক নাটক ‘কাজল রেখা’,‘ হীরামন’, ‘প্রবাসী পল্লী’তে। পাশাপাশি নিয়মিত খ- নাটকেও অভিনয় করেছেন। মিলা নিয়মিত বাংলাদেশ বেতারে উপস্থাপনা করেন। পাশাপাশি স্টেজ শো’তেও উপস্থাপনা করেন তিনি। বিদেশী সিরিয়ালে ভয়েজ দিয়ে থাকেন তিনি নিয়মিত। এরইমধ্যে মিলা আরো শেষ করেছেন ফেরারী ফরহাদের রচনায় ও সাইফুল হাফিজ খানের পরিচালনায় ‘আজব মহব্বত’ নাটকের কাজ।