বেশ কয়েক বছর ধরে বলিউডের পাশাপাশি টলিউডের বাংলা সিনেমার জন্যও আলাদাভাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে। এ বছর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মিঠুন চক্রবর্তী, আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অপর্ণা সেনকে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার রাতে কলকাতায় আয়োজিত -জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২৩-এ মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
টালিগঞ্জের বাংলা চলচ্চিত্র নিয়ে ষষ্ঠবারের মতো আয়োজন করা হয়েছে ফিল্মফেয়ারের এ আঞ্চলিক আসর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা অঙ্কুশ এবং অনির্বাণ ভট্টাচার্য।
নির্মাতা অভিজিৎ সেনের -প্রজাপতি- সিনেমায় গৌর চক্রবর্তী নামে এক সত্তর বছর বয়সী বৃদ্ধ বাবা ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার খেতাব জিতে নেয় মিঠুন। গত বছরের ডিসেম্বরে কলকাতায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
মিঠুন চক্রবর্তী ১৯৭৬ সালে অভিষেকেই -মৃগয়া- সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। বলিউডের এই তারকা ১৯৯০ সালে সেরা পার্শ্ব অভিনেতা (অগ্নিপথ) হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। ১৯৯২ সালে -সেরা অভিনেতা-র (তাহাদের কথা) জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৯৫ সালে -সেরা খলনায়ক-র (জল্লাদ) জন্য ফিল্মফেয়ার পুরস্কার ও ১৯৯৬ সালে -স্বামী বিবেকানন্দ-র জন্য সেরা পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতেন মিঠুন।
আজীবন সম্মাননা পাওয়া অপর্ণা সেন একাধারে অভিনেত্রী, চিত্রনাট্যকার, পরিচালক। ২০২১ সালে অপর্ণার সর্বশেষ পরিচালিত সিনেমা -দ্য রেপিস্ট- দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছিল। অপর্ণার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে -ঘরে বাইরে আজ-, -সোনাটা-, -আরশিনগর-, -সারি রাত-, -দ্য জাপানিজ ওয়াইফ-, -যুগান্ত- ও -সতী-।
রোববার, ১২ মার্চ ২০২৩
বেশ কয়েক বছর ধরে বলিউডের পাশাপাশি টলিউডের বাংলা সিনেমার জন্যও আলাদাভাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে। এ বছর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মিঠুন চক্রবর্তী, আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অপর্ণা সেনকে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার রাতে কলকাতায় আয়োজিত -জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২৩-এ মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
টালিগঞ্জের বাংলা চলচ্চিত্র নিয়ে ষষ্ঠবারের মতো আয়োজন করা হয়েছে ফিল্মফেয়ারের এ আঞ্চলিক আসর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা অঙ্কুশ এবং অনির্বাণ ভট্টাচার্য।
নির্মাতা অভিজিৎ সেনের -প্রজাপতি- সিনেমায় গৌর চক্রবর্তী নামে এক সত্তর বছর বয়সী বৃদ্ধ বাবা ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার খেতাব জিতে নেয় মিঠুন। গত বছরের ডিসেম্বরে কলকাতায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
মিঠুন চক্রবর্তী ১৯৭৬ সালে অভিষেকেই -মৃগয়া- সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। বলিউডের এই তারকা ১৯৯০ সালে সেরা পার্শ্ব অভিনেতা (অগ্নিপথ) হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। ১৯৯২ সালে -সেরা অভিনেতা-র (তাহাদের কথা) জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৯৫ সালে -সেরা খলনায়ক-র (জল্লাদ) জন্য ফিল্মফেয়ার পুরস্কার ও ১৯৯৬ সালে -স্বামী বিবেকানন্দ-র জন্য সেরা পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতেন মিঠুন।
আজীবন সম্মাননা পাওয়া অপর্ণা সেন একাধারে অভিনেত্রী, চিত্রনাট্যকার, পরিচালক। ২০২১ সালে অপর্ণার সর্বশেষ পরিচালিত সিনেমা -দ্য রেপিস্ট- দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছিল। অপর্ণার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে -ঘরে বাইরে আজ-, -সোনাটা-, -আরশিনগর-, -সারি রাত-, -দ্য জাপানিজ ওয়াইফ-, -যুগান্ত- ও -সতী-।