আবুল হায়াত ও দিলারা জামান
আবুল হায়াত ও দিলারা জামান স্বাধীনতা দিবসের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন। ফরিদুর রেজা সাগরের মূল ভাবনায় একটি বিদেশি গল্পের অনুপ্রেরনায় অরুণ চৌধুরী নাটকটি পরিচালনা করেছেন। এর নাম -শেষ থেকে শুরু-। এখানে প্রধান দুই চরিত্র অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান।
অরুণ চৌধুরী জানান, নাটকে দেখা যাবে আবুল হায়াত ও দিলারা জামান থাকেন প্রত্যন্ত এলাকায়। আবুল হায়াত মুক্তিযুদ্ধ করা মানুষ। তাঁর স্ত্রী দিলারা জামান তখন নয় মাস কোলের শিশু নিয়ে দিনপাত করেছেন। সেই শিশু পুত্র আকন্দ এখন তরুণ। থাকে কানাডা। বিয়ে করেছে। বাবা-মা এর কাছে আসবে। সেই আনন্দে ওরা যখন আত্মহারা, তখন এক বিশেষ খবর আসে। কাহিনী নতুন মাত্রায় পৌঁছে। নাটকটি প্রচার হবে ছাব্বিশে মার্চ, সন্ধা সাতটা পঞ্চাশে।
আবুল হায়াত ও দিলারা জামান
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
আবুল হায়াত ও দিলারা জামান স্বাধীনতা দিবসের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন। ফরিদুর রেজা সাগরের মূল ভাবনায় একটি বিদেশি গল্পের অনুপ্রেরনায় অরুণ চৌধুরী নাটকটি পরিচালনা করেছেন। এর নাম -শেষ থেকে শুরু-। এখানে প্রধান দুই চরিত্র অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান।
অরুণ চৌধুরী জানান, নাটকে দেখা যাবে আবুল হায়াত ও দিলারা জামান থাকেন প্রত্যন্ত এলাকায়। আবুল হায়াত মুক্তিযুদ্ধ করা মানুষ। তাঁর স্ত্রী দিলারা জামান তখন নয় মাস কোলের শিশু নিয়ে দিনপাত করেছেন। সেই শিশু পুত্র আকন্দ এখন তরুণ। থাকে কানাডা। বিয়ে করেছে। বাবা-মা এর কাছে আসবে। সেই আনন্দে ওরা যখন আত্মহারা, তখন এক বিশেষ খবর আসে। কাহিনী নতুন মাত্রায় পৌঁছে। নাটকটি প্রচার হবে ছাব্বিশে মার্চ, সন্ধা সাতটা পঞ্চাশে।