নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেয়া যাক পূর্ণিমার ভাবনা।
চিত্রনায়িকা পূর্ণিমা একসঙ্গে ছয়টি স্থিরচিত্র তার ফেসবুকে পোস্ট করেছেন। স্থিরচিত্রগুলোতে তার কন্যা উমাইজা ও বতর্মান স্বামী আশফাকুর রহমানও রয়েছেন। মূলত আশফাকুর রহমানের সঙ্গে বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে এসব স্থিরচিত্র পোস্ট করা হয়েছে। ক্যাপশনে পূর্ণিমা জুড়ে দিয়েছেন, ‘প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা প্রিয় স্বামী আশফাকুর রহমান। এক বছরের ভালোবাসা। ৩৬৫ দিন একসঙ্গে পার করা। প্রচুর হাসাহাসি। ৫২ সপ্তাহের সুখের স্মৃতি। আরও কত অগণন স্মৃতি। শুভ বিবাহবার্ষিকী। আমি, উমাইজা এবং তুমি। আলহামদুলিল্লাহ। ’
দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাকুর রহমানের সঙ্গে বিয়ের খবরটি গত বছরের জুলাইয়ে সবার সামনে নিয়ে আসেন পূর্ণিমা। ২০২২ সালের জুলাইয়ে পূর্ণিমা জানান, চার কী পাঁচ বছর আগে কাজের সূত্রেই তাদের পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর পরিবারকে জানান। দুই পরিবার থেকে বলা হলো, বিয়েটা করে ফেললেই ভালো। এরপর পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসায়ই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে হলেও আশফাকুর রহমানের প্রথম। ২০০৭ সালের ৪ নভেম্বর চট্টগ্রামের আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি, উমাইজা নামের সেই কন্যাসন্তান এখন পূর্ণিমার কাছে থাকছে।
রোববার, ২৮ মে ২০২৩
নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেয়া যাক পূর্ণিমার ভাবনা।
চিত্রনায়িকা পূর্ণিমা একসঙ্গে ছয়টি স্থিরচিত্র তার ফেসবুকে পোস্ট করেছেন। স্থিরচিত্রগুলোতে তার কন্যা উমাইজা ও বতর্মান স্বামী আশফাকুর রহমানও রয়েছেন। মূলত আশফাকুর রহমানের সঙ্গে বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে এসব স্থিরচিত্র পোস্ট করা হয়েছে। ক্যাপশনে পূর্ণিমা জুড়ে দিয়েছেন, ‘প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা প্রিয় স্বামী আশফাকুর রহমান। এক বছরের ভালোবাসা। ৩৬৫ দিন একসঙ্গে পার করা। প্রচুর হাসাহাসি। ৫২ সপ্তাহের সুখের স্মৃতি। আরও কত অগণন স্মৃতি। শুভ বিবাহবার্ষিকী। আমি, উমাইজা এবং তুমি। আলহামদুলিল্লাহ। ’
দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাকুর রহমানের সঙ্গে বিয়ের খবরটি গত বছরের জুলাইয়ে সবার সামনে নিয়ে আসেন পূর্ণিমা। ২০২২ সালের জুলাইয়ে পূর্ণিমা জানান, চার কী পাঁচ বছর আগে কাজের সূত্রেই তাদের পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর পরিবারকে জানান। দুই পরিবার থেকে বলা হলো, বিয়েটা করে ফেললেই ভালো। এরপর পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসায়ই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে হলেও আশফাকুর রহমানের প্রথম। ২০০৭ সালের ৪ নভেম্বর চট্টগ্রামের আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি, উমাইজা নামের সেই কন্যাসন্তান এখন পূর্ণিমার কাছে থাকছে।