নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে ভাঙাগড়ার পর্বে প্রিয়াঙ্কা এবারও থাকছেন ‘স্পাই’ সিরিজ ‘সিটাডেল’ এর দ্বিতীয় সিজনে। এই সিনেমার হাত ধরেই আন্তর্জাতিক স্তরে নিজের আসন পোক্ত করেছেন ভারতীয় এই অভিনেত্রী।
অ্যামাজান প্রাইম ভিডিও সিরিজটিকে বাতিল করতে পারে এমন গুজবের মাঝেই ‘সিটাডেল’ এর দ্বিতীয় সিজনের ঘোষণা এসেছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। যেখানে প্রিয়াঙ্কা ও ‘গেম অফ থ্রোন্স’ অভিনেতা রিচার্ড ম্যাডেনের সঙ্গে থাকছেন স্ট্যানলি টুচি ও লেসলি ম্যানভিল। দ্বিতীয় সিজনে একক পরিচালকের ভূমিকায় থাকবেন জো রুশো।
সম্প্রতি প্রযোজক অ্যান্থনি ও জো রুশো এক বিবৃতিতে দ্বিতীয় সিজন প্রসঙ্গে বলেছেন, জেন, ভার্নন ও অ্যামাজনের পুরো টিমের সঙ্গে সিটাডেলের দ্বিতীয় সিজনের যাত্রা শুরু করতে পেরে এজিবিও (টিভি চ্যানেল) বেশ উচ্ছ্বসিত।
ছয় পর্বের এই সিরিজটির প্রথম দুই পর্ব গত মাসে মুক্তি পেলেও এখন পর্যন্ত মোট ছয়টি পর্বই মুক্তি পেয়েছে। এছাড়াও ‘সিটাডেল’-এর হিন্দি রিমেকের কাজও চলছে। বলিউড নির্মাতা রাজ এবং ডিকে ‘সিটাডেলের’ হিন্দি সংস্করণ তৈরি করছেন।
তাতে অভিনয় করছেন বলিউডের দুই নায়ক-নায়িকা বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভু। সিরিজে নিজের লুকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সামান্থাও। মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মেক্সিকো, ইতালিসহ বেশ কয়েকটি দেশে ‘সিটাডেল’র ‘স্পিন অফ’ সিরিজও হওয়ার কথা রয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়াকে পরবর্তীতে স্যাম হিউগানের সঙ্গে ‘লাভ এগেইন’ সিনেমায় দেখা যাবে।
রোববার, ২৮ মে ২০২৩
নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে ভাঙাগড়ার পর্বে প্রিয়াঙ্কা এবারও থাকছেন ‘স্পাই’ সিরিজ ‘সিটাডেল’ এর দ্বিতীয় সিজনে। এই সিনেমার হাত ধরেই আন্তর্জাতিক স্তরে নিজের আসন পোক্ত করেছেন ভারতীয় এই অভিনেত্রী।
অ্যামাজান প্রাইম ভিডিও সিরিজটিকে বাতিল করতে পারে এমন গুজবের মাঝেই ‘সিটাডেল’ এর দ্বিতীয় সিজনের ঘোষণা এসেছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। যেখানে প্রিয়াঙ্কা ও ‘গেম অফ থ্রোন্স’ অভিনেতা রিচার্ড ম্যাডেনের সঙ্গে থাকছেন স্ট্যানলি টুচি ও লেসলি ম্যানভিল। দ্বিতীয় সিজনে একক পরিচালকের ভূমিকায় থাকবেন জো রুশো।
সম্প্রতি প্রযোজক অ্যান্থনি ও জো রুশো এক বিবৃতিতে দ্বিতীয় সিজন প্রসঙ্গে বলেছেন, জেন, ভার্নন ও অ্যামাজনের পুরো টিমের সঙ্গে সিটাডেলের দ্বিতীয় সিজনের যাত্রা শুরু করতে পেরে এজিবিও (টিভি চ্যানেল) বেশ উচ্ছ্বসিত।
ছয় পর্বের এই সিরিজটির প্রথম দুই পর্ব গত মাসে মুক্তি পেলেও এখন পর্যন্ত মোট ছয়টি পর্বই মুক্তি পেয়েছে। এছাড়াও ‘সিটাডেল’-এর হিন্দি রিমেকের কাজও চলছে। বলিউড নির্মাতা রাজ এবং ডিকে ‘সিটাডেলের’ হিন্দি সংস্করণ তৈরি করছেন।
তাতে অভিনয় করছেন বলিউডের দুই নায়ক-নায়িকা বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভু। সিরিজে নিজের লুকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সামান্থাও। মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মেক্সিকো, ইতালিসহ বেশ কয়েকটি দেশে ‘সিটাডেল’র ‘স্পিন অফ’ সিরিজও হওয়ার কথা রয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়াকে পরবর্তীতে স্যাম হিউগানের সঙ্গে ‘লাভ এগেইন’ সিনেমায় দেখা যাবে।